(toc) #title=( সূচিপত্র)
দ্বাদশ শ্রেণী : ভাব সম্প্রসারণ
“দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ।”
এখানে Class-12 এর সংস্কৃত বিষয়ের যা আলোচিত হয়েছে -
| ক্রমিক সংখ্যা | পাঠ্যের বিষয় |
|---|---|
| ১ | Class-12 সংস্কৃত : ভাব সম্প্রসারণ || আর্যাবর্তবর্ণনম্ এর প্রশ্নোত্তর |
পাঠ্য সম্পর্কিত তথ্য
পাঠ্যের নাম |
আর্যাবর্তবর্ণনম্ এর ভাবসম্প্রসারণ |
উৎস |
মহাভারতের বনপর্ব |
উপাখ্যান |
নল - দময়ন্তী |
মূল গ্রন্থ |
নলচম্পূ |
উচ্ছ্বাস |
প্রথম |
রচয়িতা |
কবি ত্রিবিক্রমভট্ট |
উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বিষয়ে মহাভারত এর বনপর্ব এর নল-দময়ন্তী উপাখ্যান অবলম্বনে কবি ত্রিবিক্রমভট্ট রচিত "নলচম্পূ" কাব্য এর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া "আর্যাবর্তবর্ণনম্" এর ভাবসম্প্রসারণ গুলি পড়লে পরীক্ষায় ১০০% নম্বর অবশ্যই পাবে।
ভাব সম্প্রসারণ করোঃ
“দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ।”
মানুষ যেখানে বসবাস করে সেটাই হল তার দেশ, আর সে
যেখানে জন্মগ্রহণ করে সেটা হল তার জন্মভূমি। আর জন্মভূমি হল মায়ের সমান। মা
আমাদের জন্ম দিয়ে আদর যত্ন সহকারে লালন পালন করে বড় করে তোলেন। একইভাবে জন্মভূমি
ও আমাদের আলো,
বাতাস, খাদ্য, পানীয় প্রভৃতি দিয়ে সমস্ত বিপদ থেকে রক্ষা করে বড় করে
তোলেন। অতএব আমাদের জন্মদাত্রী মা যতটা প্রিয় ও শ্রদ্ধার, ঠিক তেমনি জন্মভূমিও প্রিয় এবং শ্রদ্ধার। তাই যথার্থই বলা
হয় যে -
“জননী
জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।”
মায়ের মতই জন্মভূমির সাথেও রয়েছে আমাদের নারীর বন্ধন এবং আত্মার আত্মীয়তা।
তাই সেই জন্মভূমি তথা দেশ সকলেরই প্রিয়।
(getButton) #text=(উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন) #icon=(demo) #color=(#4cd137)
দেশমাতৃকা তার জলবায়ু সেবন করিয়ে আমাদের সভ্য ও সংস্কৃত করে তোলেন। তাই
দেশের মানুষ,
সংস্কৃতি, নদনদী, পাহাড়-পর্বত, বন-জঙ্গল
সবকিছুই আমাদের অতি নিকটের। যার সাথে রয়েছে আমাদের আত্মার মমত্ববোধ।
(getButton) #text=(কর্মযোগ এর প্রশ্ন উত্তর) #icon=(demo) #color=(#e74c3c)
প্রাচীন আর্যাবর্ত বা বর্তমান ভারতবর্ষ আমাদের দেশ, যা সকল দেশের সেরা। ভারতের মানদন্ড স্বরূপ হিমালয়; ভারত মাতার কন্ঠহার স্বরূপ গঙ্গা নদী ভারত মাতা সন্তানদের
পবিত্র ও গর্বিত করেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষ সম্পর্কে বলেছেন যে –
“ভারত
ভূমি হল মহামানবের মিলনক্ষেত্র।”
পূণ্যভূমি তথা জন্মভূমি এই ভারত ভূমিতে রয়েছে সমস্ত দেব-দেবীর পূণ্য বাসস্থান, যা ভারত মাতার সুকৃতি পরায়ণ সন্তানদের মঙ্গল সাধন করে তথা
আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটায়। গঙ্গা, যমুনা, সিন্ধু, নর্মদা, কাবেরী প্রভৃতি নদীর প্রবাহের দ্বারা শস্য-শ্যামলা এই ভারত
ভূমি। তাই ভারত মাতার সন্তান তথা সকলের কাছে খুবই প্রিয়।
এই পাঠ্যের বৈশিষ্ট্য গুলি হলঃ
| ক্রমিক সংখ্যা | মূল ও আনুবাদের বৈশিষ্ট্য |
|---|---|
| ১। | সহজ সরল ভাষায় লেখা। |
| ২। | উত্তরের মধ্যে অযথা পাণ্ডিত্য প্রকাশ করা হয়নি। |
| ৩। | ভাষা ও শব্দের পরিমিত প্রয়োগ করা হয়েছে। |
| ৪। | যেখানে প্রয়োজন কেবলমাত্র সেখানেই যথাযথ উদ্ধৃতি দেওয়া হয়েছে। |
| ৫। | উত্তরের আকার অযথা বড় বা ছোট করা হয়নি। |
| ৬। | উত্তরগুলি ছাত্রছাত্রীদের রুচিসম্মত ভাবে ছোট ছোট অংশে লেখা হয়েছে। |
| ৭। | যথাযথ ভাবে উত্তর পড়লে পরীক্ষায় ১০০% নম্বর অবশ্যই পারবে। |
আরো পড়ুন ........
1. দৃশ্যকাব্য নাট্যসাহিত্য এর সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
3. সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য
সংস্কৃত শিক্ষক কর্তৃক কুড়ি বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা প্রসূত এই পাঠ্য গুলি সংস্কৃত বিষয়ের ছাত্র-ছাত্রীদের সুন্দর ভাবে পড়ার ও বোঝার যোগ্য করে রচিত। Class 12 এর বহু ছাত্র-ছাত্রী এই পাঠ্য পড়ে পরীক্ষায় ৯০% থেকে ১০০% নম্বর পেয়েছে।
আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ । এই ভাবেই sanskritshiksha.in ওয়েবসাইটের পাশে থাকুন। আপনার ছাত্রছাত্রী, বন্ধু-বান্ধবী সকলকে sanskritshiksha.in ওয়েবসাইট সম্পর্কে এবং এর তথ্যপূর্ণ নোটস সম্পর্কে জানান।
যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে sanskritshiksha.in ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন। sanskritshiksha.in
ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত জানান। আপনার গুরুত্বপূর্ণ মতামত সাদরে বিবেচনা করা
হবে। ধন্যবাদ।

No comments:
Post a Comment