WBCHSE Sanskrit Grammar Gunsandhi & Brridhisandhi
উচ্চমাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ স্বরসন্ধি
উচ্চতর সংস্কৃত ব্যাকরণ গুণসন্ধি
উচ্চতর সংস্কৃত ব্যাকরণ বৃদ্ধিসন্ধি
সংস্কৃত শিক্ষা এর অন্যান্য পাঠ্য
সংস্কৃত ব্যাকরণ-শব্দযুগলের অর্থপার্থক্য
বর্ষাবর্ণনম্ এর মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
শ্রীমতী গল্পের মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
হাসবিদ্যকথা গল্পের মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
(toc) #title=( সূচিপত্র)
পাঠ্য সম্পর্কিত তথ্যঃ
পাঠ্যের নাম |
সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ |
উৎস |
সংস্কৃত শিক্ষা : উচ্চতর সংস্কৃত ব্যাকরণ |
শ্রেণী |
সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী ও উচ্চতর সংস্কৃত ব্যাকরণ। |
সেমিস্টার |
একাদশ শ্রেণী এর প্রথম সেমিস্টার |
| বিষয় | সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি |
'সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ' নামক এই পাঠ্যে স্বরসন্ধির সুত্র 'গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি' এর সুন্দরভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে এবং প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে। এই উদাহরণ গুলি মুখস্ত করলে স্বরসন্ধির সুত্র 'গুনসন্ধি ও বৃদ্ধিসন্ধি' বিষয়ক সকল পরীক্ষার সব উত্তর কমন পাবে। সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ - এই পাঠ্যে সপ্তম শ্রেণী তথা অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উপযোগী করে সংস্কৃত ব্যাকরণের স্বরসন্ধি অতি সহজ সরল ভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও 'সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ' নামক এই পাঠ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ব্যাকরণ এর স্বরসন্ধি বিষয়টিকে WBCHSE এর সংস্কৃতের নতুন সিলেবাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদের উপযোগী করে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে। যাতে তারা অতি সহজেই সংস্কৃত ব্যাকরণের স্বরসন্ধি বিষয়টিকে বুঝতে পারে এবং পরীক্ষায় সর্বাধিক সাফল্য অর্জন করতে পারে। 'সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ' নামক পাঠ্যে উচ্চতর সংস্কৃত ব্যাকরণ এর স্বরসন্ধি এর বিষয়টিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। যাতে উচ্চশিক্ষার শিক্ষার্থীরাও সংস্কৃত ব্যাকরণের সন্ধি প্রকরণ এর 'সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ' নামক এই পাঠ্য থেকে স্বরসন্ধির 'আদ্ গুণঃ' ও 'বৃদ্ধিরেচি' বিষয়ক প্রাসঙ্গিক পাণিনীয় সুত্র ও তার ব্যাখ্যা সঠিকভাবে অনুধাবন করতে ও আত্মস্থ করতে পারে।
সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : গুণসন্ধি ও বৃদ্ধিসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ
গুণসন্ধি
সূত্র – আদ্ গুণঃ
(৬/১/৮৭)
অ বর্ণের পরে ই, উ, ঋ এবং ৯ থাকলে উভয়ে মিলে গুণ হয়।
গুণ এর নিয়মঃ- অ,
আ = আ; ই, ঈ = এ ; উ, ঊ = ও; ঋ, ৠ = অর্
অ / আ + ই / ঈ = এ
অর্থাৎ যদি অ-কার কিংবা আ-কারের পর ই কিংবা ঈ থাকে, তা হলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ব্ববর্ণে যুক্ত হয়।
দেব + ইন্দ্রঃ = দেবেন্দ্রঃ
গণ + ঈশঃ = গণেশঃ
মহা + ইন্দ্রঃ = মহেন্দ্রঃ
রমা + ঈশঃ = রমেশঃ
শ্রবণ + ইন্দ্রিয়ঃ = শ্রবণেন্দ্রিয়ঃ
দেব + ইতি = দেবেতি
তব + ইব = তবেব
নব + ইন্দুঃ = নবেন্দুঃ
কমল + ঈশঃ কমলেশঃ
বিশ্ব + ঈশ্বরঃ = বিশ্বেশ্বরঃ
গণ + ঈশঃ গণেশঃ
মহা + ইন্দ্রঃ = মহেন্দ্রঃ
যথা + ইষ্টম্ = যথেষ্টম্
তথা + ইতি = তথেতি
যথা + ইদম্ = যথেদম্
রমা + ঈশঃ = রমেশঃ
মহা + ঈশ্বরঃ = মহেশ্বরঃ
তব + ইচ্ছা = তবেচ্ছা
জিত + ইন্দ্রিয়ঃ = জিতেন্দ্রিয়ঃ
অত্র + ইদম্ = অত্রেদম্
ভব + ঈশঃ ভবেশঃ
দেব+ ঈশঃ দেবেশঃ
পূর্ণ + ইন্দুঃ = পূর্ণেন্দুঃ
অব + ঈক্ষণম্ = অবেক্ষণম্
লতা + ইব = লতেব
মহা + ঈশ্বরঃ = মহেশ্বরঃ
অ / আ + উ / ঊ = ও
অর্থাৎ যদি অ-কার কিংবা আ-কারের পর উ কিংবা উ থাকে, তা হলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্ব্ববর্ণে যুক্ত হয়।
নীল + উৎপলম্ = নীলোৎপলম্
এক + ঊনবিংশতিঃ = একোনবিংশতিঃ
মহা + উদয়ঃ = মহোদয়ঃ
সূর্য + উদয়ঃ = সূর্যোদয়ঃ
লম্ব + উদরঃ =
লম্বোদরঃ
চন্দ্র + উদয়ঃ = চন্দ্রোদয়ঃ
পর + উপকারঃ = পরোপকারঃ
নর + উত্তমঃ = নরোত্তমঃ
হিত + উপদেশঃ = হিতোপদেশঃ
মহা + উদ্যোগঃ = মহোদ্যোগঃ
মহা + উদয়ঃ = মহোদয়ঃ
যথা + উচিতম্ = যথোচিতম্
যথা + উক্তম্ = যথোক্তম্
নব + উঢ়া = নবোঢ়া
সমুদ্র + ঊর্মিঃ = সমুদ্রোর্মিঃ
চল + ঊর্মিঃ = চলোর্মিঃ
মহা + উর্মিঃ = মহোর্মিঃ
মা + উদকেন = মোদকেন
দুর্গা + উৎসবঃ = দুর্গোৎসবঃ
পুষ্প + উদ্যানম্ = পুষ্পোদ্যানম্
তীর্থ + উদকম্ = তীর্থোদকম্
বোধ + উদয়ঃ = বোধোদয়ঃ
গৃহ + ঊর্দ্ধম্ = গৃহোর্দ্ধম্
গঙ্গা + উদকম্ = গঙ্গোদকম্
গঙ্গা + উম্মিঃ = গঙ্গোশ্মিঃ
মহা + উম্মিঃ = মহোম্মিঃ
অ / আ + ঋ = অর্
অর্থাৎ যদি অ-কার কিংবা আ-কারের পর ঋ থাকে, তা হলে উভয়ে মিলে অর্ হয়; র্ পরবর্ণের মস্তকে যায়, অ-কার পূর্ব্ববর্ণে যুক্ত হয়।
উদাহরণঃ-
দেব + ঋষিঃ = দেবর্ষিঃ
হিম + ঋতুঃ = হিমতুঃ
সপ্ত + ঋষিঃ = সপ্তর্ষিঃ
দেব+ ঋষিঃ = দেবর্ষিঃ
মহা + ঋষিঃ = মহর্ষিঃ
ভরত + ঋষভঃ = ভরতর্ষভঃ
রাজা + ঋষিঃ = রাজর্ষিঃ
উত্তম + ঋণঃ = উত্তমর্ণঃ
বর্ষা + ঋতুঃ = বর্ষর্তুঃ
দেবতা + ঋষভঃ = দেবতর্ষভঃ
বৃদ্ধিসন্ধি
সূত্র – বৃদ্ধিরেচি (৬।১।৮৮)
অ-বর্ণের পরে এ, ও, ঐ এবং ঔ থাকলে উভয়ে মিলে বৃদ্ধি হয়। অর্থাৎ - অ-বর্ণ ও এ-কার বা ঐ-কারের মিলনে ঐ-কার ও
অ-বর্ণ এবং ও-কার বা ঔ-কারের মিলনে ঔ-কার হয়।
অ / আ + এ / ঐ = ঐ
অর্থাৎ যদি অ-কার কিংবা আ-কারের পর এ কিংবা ঐ থাকে, তা হলে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ব্ববর্ণে যুক্ত হয়।
অদ্য + এব = অদ্যৈব
এক + একম্ = একৈকম্
মত + ঐক্যম্ = মতৈক্যম্
অত্র + এব= অত্রৈব।
তত্র + এব = তত্রৈব
জন + একঃ = জনৈকঃ
হিত + এষী = হিতৈষী
সদা + এব = সদৈব।
তথা + এতৎ = তথৈতৎ
মহা + ঐরাবতঃ = মহৈরাবতঃ
অ / আ + ও / ঔ = ঔ
অর্থাৎ যদি অ-কার কিংবা আ-কারের পর ও কিংবা ঔ থাকে, তা হলে উভয়ে মিলে ঔ-কার হয়; ও-কার পূর্ব্ববর্ণে যুক্ত হয়।
জল + ওঘঃ = জলৌঘঃ
গ্রাম + ওকঃ = গ্রামৌকঃ
চিত্ত + ঔদার্য্যম্ = চিত্তৌদার্য্যম্
গত + ঔৎসুক্যম্ = গতৌৎসুক্যম্
বন + ওষধিঃ = বনৌষধিঃ
জল + ওঘঃ = জলৌঘঃ
মহা + ওষধিঃ = মহৌষধিঃ
সদা + ওদনম্ = সদৌদনম্
মহা + ওষধিঃ = মহৌষধিঃ
মহা + ঔদার্য্যম্ = মহৌদার্যাম্
সদা + ঔৎসুক্যম্ = সদৌৎসুকান্
সংস্কৃত শিক্ষা : উচ্চতর সংস্কৃত ব্যাকরণ এর পরবর্তী পাণিনীয় সূত্র গুলি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন।
১। সবর্ণদীর্ঘসন্ধি – সূত্র – অকঃ সবর্ণে দীর্ঘঃ (৬/১/১০১)
২। গুণসন্ধি – সূত্র – আদ্ গুণঃ (৬/১/৮৭)
৩। বৃদ্ধিসন্ধি – সূত্র – বৃদ্ধিরেচি (৬।১।৮৮)
৪। যণ্ সন্ধি – সূত্র – ইকো যণ্ অচি (৬/১/৭৭)
৫। যান্তবান্তাদেশসন্ধি – সূত্র – এচোহয়্-অব্-আয়্-আবঃ (৬/১/৭৮)
৬। পূর্বরূপসন্ধি – সূত্র – এঙঃ পদান্তাদতি (৬/১/১০৯)
৭। পররূপসন্ধি – সূত্র – এঙি পররূপম্ (৬/১/৯৪)
৮। প্রকৃতিভাবসন্ধি – সূত্র – প্রকৃত্যাহন্তঃ পাদমব্যপরে (৬/১/১১৫)
আরো পড়ুন ........
‘আর্যাবর্তবর্ণনম্’ এর মূল পাঠ ও বাংলায় অনুবাদ
দৃশ্যকাব্য নাট্যসাহিত্য এর সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ । এই ভাবেই Sanskrit Shiksha ওয়েবসাইটের পাশে থাকুন। আপনার ছাত্রছাত্রী, বন্ধু-বান্ধবী সকলকে sanskritshiksha.in ওয়েবসাইট সম্পর্কে এবং এর তথ্যপূর্ণ নোটস সম্পর্কে জানান।
যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে sanskritshiksha.in ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন। সংস্কৃতি শিক্ষা
ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত জানান।
আপনার গুরুত্বপূর্ণ মতামত সাদরে বিবেচনা করা হবে। ধন্যবাদ।

No comments:
Post a Comment