Monday, October 23, 2023

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 1

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama for Class 12, B.A, M.A, NET, SET WBSSC. উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer, History of Sanskrit Literature.


দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 1


উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer : নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর। WBCHSE : Class 12 Sanskrit Question and Answer, Suggestion, Notes, MCQ, Very Short, Question and Answer বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর HS পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।


(toc) #title=( সূচিপত্র : দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 1)



 দৃশ্যকাব্যের অপর নাম কি ? এরূপ নামকরণের কারণ কী ?

 

উঃ- দৃশ্যকাব্যের অপর নাম 'নাট্য' এবং 'রূপ''অবস্থানু কৃতি নাট্যম অর্থাৎ অভিনয়ের মাধ্যমে নাটকীয় পাত্রপাত্রীর অবস্থার অনুকরণের নাম নাট্য । এই নাট্য অভিনয়ের দ্বারা চক্ষুরিন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে পর্যবসিত হয় বলেই এই নাট্যের অপর নাম রূপ

 

 

 

প্রাক্‌-কালিদাসীয় যুগের সর্বাপেক্ষা উল্লেখ যোগ্য নাট্যকার কে ছিলেন ?

 

উঃ প্রাক্‌-কালিদাসীয় যুগের সর্বাপেক্ষা উল্লেখ যোগ্য নাট্যকার হলেন ভাস ।

 

 

 

১০টি নাটক ছাড়াও ভাসের রচিত অন্য কোনো নাটক পাওয়া যায় কি ? সেগুলি কী কী ? এই বিষয়ে পণ্ডিতেরা কোন যুক্তি দেন ?


উঃ - ১০টি নাটক ছাড়াও অন্য তিনটি নাটক পাওয়া যায় । সেগুলি হল- (১) প্রতিমা নাটক (২) অভিষেক নাটক ও (৩) দূতবাক্য নাটক । এই সম্পর্কে পণ্ডিতেরা মনে করেন যে, এগুলিও ভাস রচিত।

 

 

 

ভাসের রচনাশৈলীর বৈশিষ্ট্য কী ?


উঃ- ভাসের নাটকে গদ্যাংশ অপেক্ষা পদ্যাংশ বেশী । তাঁর সংলাপগুলি সহজ, সরল ও অনাড়ম্বর। কোনো দীর্ঘসংলাপ ব্যবহৃত হয়নি । প্রাকৃতের ব্যবহার কম চরিত্রগুলি নির্মল, স-নীতি পরায়ণ ও অশ্লীলতাদোষবর্জিত। বিদূষক চরিত্র একটিতেও নেই ।

 

 

 

দৃশ্যকাব্য কী ?


উঃ- সংস্কৃত কাব্যের একটি বিভাগের নাম দৃশ্যকাব্য। 'নাট্য' 'রূপ' নামেও এটি অভিহিত। মঞ্চে অভিনয় দর্শনের মাধ্যমে এর রস আস্বাদিত হয়। দৃশ্যকাব্য রূপক ও উপরূপক নামেও অভিহিত ।

 

 

 

পাশ্চাত্য সমালোচক গণের মতে সংস্কৃত নাটকের উৎপত্তি হয়েছে কোথা থেকে ?


উঃ- ঋগ্বেদের কথোপকথনাত্মক সূক্ত, পুতুল নাচ, ছায়ানৃত্য, দৈনন্দিন বাস্তব জীবনের আনন্দানুভূতি, এমনকি গ্রীক নাটক থেকে সংস্কৃত নাটকের উৎপত্তি হয়েছে বলে পাশ্চাত্য সমালোচকগণের মত প্রকাশ করেছেন ।

 

 

 

কালিদাস-পরবর্তী ছয়জন নাট্যকারের নাটক গুলি কী ?


উঃ- কালিদাস-পরবর্তী ছয়জন নাট্যকারের নাটকগুলি হল- শ্রীহর্ষের রত্নাবলী, ভবভূতির উত্তররামচরিত, ভট্টনারায়ণের বেণীসংহার, বিশাখদত্তের মুদ্রারাক্ষস, কৃষ্ণমিশ্রের প্রবোধচন্দ্রোদয় এবং রাজশেখরের বালরামায়ণ।

 

 

 

মুদ্রারাক্ষস নাটকের বৈশিষ্ট্য কী ?


উঃ- মুদ্রারাক্ষস নাটকের বৈশিষ্ট্য গুলি হল

 

প্রথমতঃ- স্ত্রী-ভূমিকা বর্ণিত,

 

দ্বিতীয়তঃ- প্রণয়কাহিনী নেই,

 

তৃতীয়তঃ- এই নাটকটি রাজনীতিকে কেন্দ্র করে রচিত ।

 

 

 

শক্তিভদ্র বিরচিত নাটকটি নাটকটির সম্বন্ধে যা জান লেখ।


উঃ- শক্তিভদ্র বিরচিত নাটকটি হল আশ্চর্যচূড়ামনী। বাল্মীকি রচিত রামায়ণ থেকে এর কাহিনী গৃহীত হয়েছে । নাটকটি সাতটি অঙ্কে রচিত এবং প্রধান রস বীর ও অদ্ভুত।

 

 

 

প্রকরণ শ্রেণীর একটি নাটকের নাম কর।


উঃ- প্রকরণ জাতীয় একটি নাটক হল - ভবভূতি-রচিত মালতীমাধব ।

 

 

 

রূপকের সংখ্যা কটি ও কী কী।


উঃ- রূপক সংখ্যায় দশটি । যথা (১) নাটক (২) প্রকরণ (৩) ভাণ (৪) ব্যায়োগ (৫) সমবকার (৬) ডিম (৭) প্রহসন (৮) বীথি (৯) ঈহামৃগ (১০) অঙ্ক ।

 

 

 

বিষয় বস্তুর দিক দিয়ে ভাসের নাটকগুলি কয়ভাগে বিভক্ত ও কী কী ?


উঃ- বিষয় বস্তুর দিক দিয়ে ভাসের নাটক গুলি চারভাগে বিভক্ত ।

 

(ক) রামায়ণ অবলম্বনে রচিত নাটক প্রতিমা ও অভিষেক নাটক ।

 

(খ)মহাভারত অবলম্বনে রচিত নাটক দূতবাক্য, কর্ণভার, দূতঘতোৎকচ, মধ্যম ব্যায়োগ, পঞ্চরাত্র, উরুভঙ্গ ও বালচরিত।

 

(গ) বৃহৎ অবলম্বনে রচিত নাটক স্বপ্নবাসবদত্তা, প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ ।

 

(ঘ) লোককথা অবলম্বনে রচিত নাটক - অবিমারক ও চারুদত্ত ।

 

 

 

কালিদাস কটি নাটক রচনা করেন ও কী কী ?


উঃ- কালিদাস তিনটি নাটক রচনা করেন । সেগুলি হল- মালবিকাগ্নিমিত্রম্, বিক্রমোর্বশীয়ম্ এবং অভিজ্ঞানশকুন্তলম্ ।

 

 

 

শ্রীহর্ষ কটি নাটক রচনা করেন এবং সেগুলি কী কী ?


উঃ- শ্রীহর্ষ তিনটি নাটক রচনা করেন এবং সেগুলি হল যথাক্রমে রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ ।

 

 

 

ভট্টনারায়ণ রচিত নাটকটি সম্বন্ধে লেখ।


উঃ- ভট্টনারায়ণ রচিত নাটকটি হল বেণীসংহার । মহাভারতের উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এবং শল্যপর্ব থেকে নাটকটির কাহিনী গৃহীত হয়েছে।

 

 

 

রাজশেখর কয়টি নাটক রচনা করেন ?


উঃ- রাজশেখর ছয়টি নাটক রচনা করেন।

 

 

 

সংস্কৃত সাহিত্যের একটি রূপকধর্মী নাটক সম্বন্ধে যা জান লেখ।


উঃ- সংস্কৃত সাহিত্যের একটি রূপক ধর্মী নাটক হল শ্রীকৃষ্ণমিশ্র রচিত প্রবোধচন্দ্রোদয়। এর অঙ্ক সংখ্যা ছয় ।

 

 

 

সংস্কৃত সাহিত্যের কয়েকটি রূপক শ্রেণীর নাটকের নাম কর ।


উঃ- সংস্কৃত সাহিত্যের কয়েকটি রূপক শ্রেণীর নাটক হল- কৃষ্ণমিশ্রের প্রবোধচন্দ্রোদয়, শ্রীহর্ষের নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা।

 

 

 

কপূর্রমঞ্জরী নাটক রাজশেখরের কোন বয়সের রচনা ?


উঃ- কপূর্রমঞ্জরী নাটকই রাজশেখরের প্রথম বয়সের রচনা ।

 

 

 

উপরূপক কত প্রকার ও কী কী ?


উঃ- উপরূপক আঠারো প্রকার । যথা- (১) নাটিকা (২) ত্রোটক (৩) গোষ্ঠী (৪) সট্টক (৫) নাট্যরাসক (৬) প্রস্থান (৭) উল্লাপ্য (৮) কাব্য (৯) প্রেঙ্খন (১০) রাসক (১১) সংলাপক (১২) শ্ৰীগদিত (১৩) শিল্পক (১৪) বিলাসিকা (১৫) প্রকরণী, (১৬) দুর্মল্লিকা (১৭) হল্লিশ (১৮) ভাণিকা ।

 

 

 

'ভাস সমস্যা' কী ?


উঃ- মহামহোপাধ্যায় টি. গণপতিশাস্ত্রী ১৯০৯ থেকে ১৯১১ খ্রীঃ মধ্যে কেরলের অন্তর্গত পদ্মনাভপুরম্ এর কাছে 'মনলিক্‌করনাথননামক স্থানে ভাসের তেরোটি নাটকের পাণ্ডুলিপি আবিষ্কার করেন। অনেক পণ্ডিতের মতে উক্ত নাটকগুলি ভাসের রচনা, আবার কেউ কেউ মনে করেন যে, এই নাটকগুলি ভাসের রচিত নয় । এই নিয়ে যে সমস্যা তা ইতিহাসে ভাস-সমস্যা নামে পরিচিত।

 

 

 

স্বপ্নবাসবদত্তম্‌ কয় অঙ্কের নাটক ? এর বিষয় বস্তু কী ?


উঃ- স্বপ্নবাসবদত্তম্‌ ছয় অঙ্কের নাটক । মন্ত্রী যৌগন্ধরায়ণ শত্রু দমনের জন্যে রাজা উদয়নের সঙ্গে মগধ রাজকন্যা পদ্মাবতীর বিবাহ ঘটিয়ে আত্মীয়তা স্থাপন করতে চান। অবশেষে রানী বাসবদত্তার সহায়তায় পদ্মাবতী ও উদয়নের বিবাহ সম্পন্ন হয় । নাট্যকার এই নাটকটিতে যৌগন্ধরায়ণ যে সুকৌশলী মন্ত্রী ছিলেন তাঁর পরিচয় দিয়েছেন ।

 

 

 

ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত কালিদাসের একটি নাটকের সম্বন্ধে লেখ।


উঃ- ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত কালিদাসের একটি নাটক হল মালবিকাগ্নিমিত্রম্ । বিদিশারাজ অগ্নিমিত্রের সঙ্গে বিদর্ভ রাজকন্যা মালবিকার প্রণয় ও পরিণয় কাহিনী এই নাটকের প্রতিপাদ্য বিষয়। এই নাটকটি পাঁচ অঙ্কে রচিত।

 

 

 

শ্রীহর্ষ বিরচিত তিনটি নাটকের উৎস কী।


উঃ- শ্রীহর্ষ বিরচিত তিনটি নাটকের উৎসই বৃহৎ কথা নামক গল্পগ্রন্থ ।

 

 

 

উত্তর রামচরিতের বিষয়বস্তু কী ? কোথা থেকে নেওয়া হয়েছে ?


উঃ- উত্তররামচরিতের উৎস হল বাল্মীকি রচিত রামায়ণের উত্তরকান্ড। বাল্মীকির রামায়ণের রামসীতার বিয়োগান্ত কাহিনীকে এই নাটকে মিলনে পর্যবষিত করেছে।




You May Also Like...........

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 2

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 3

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 4










No comments:

Post a Comment