দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama for Class 12, B.A, M.A, NET, SET WBSSC. উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer, History of Sanskrit Literature.
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের
ইতিহাস HS
Sanskrit Question and Answer : নিচে
দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর, WBCHSE : Class 12 Sanskrit Question and Answer, Suggestion, Notes, MCQ, Very
Short, Question and Answer বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর HS পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
(toc) #title=( সূচিপত্র : দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 2)
মুদ্রারাক্ষস কত অঙ্কের নাটক ? এর কাহিনী কী ?
উঃ- মুদ্রারাক্ষস সাত অঙ্কের নাটক । নন্দরাজের
অমাত্যরাক্ষসকে কৌটিল্য তাঁর রাজনৈতিক বুদ্ধি বলে রাজা চন্দ্রগুপ্তের মন্ত্রী হতে
বাধ্য করেন -এই কাহিনীই এই নাটকটিতে বর্ণিত।
অবিমারক নাটকের কাহিনী কী ? এটি কত অঙ্কের নাটক ?
উঃ- ভাস-রচিত অবিচারক নাটকটি ছয় অন্তে রচিত। সৌবীর
রাজপুত্র অবিমারক এবং রাজকন্যা কুরঙ্গীর প্রণয়-কাহিনী অবলম্বনে এটি রচিত। অভিশপ্ত
রাজপুত্র অবিমারক নীচ জাতির ন্যায় জীবন যাপন কালে রাজকন্যা কুরঙ্গীর সঙ্গে
ছদ্মবেশে মিলিত হয় । পরে অলৌকিক ঘটনার প্রভাবে উভয়ের বিবাহ সম্পন্ন হয় ।
বেণীসংহার নাটকটি সম্বন্ধে লেখ।
উঃ- ভীমকর্তৃক দুঃশাসনের রক্তপান ও দুর্যোধনের
উরুভঙ্গ করে, সেই রক্তরঞ্জিত হাতে দ্রৌপদীর বেণীবন্ধনই এই নাটকে
বর্ণিত হয়েছে। 'বেণীসংহার' ছয় অঙ্কের নাটক ।
নাগানন্দের নাটকটি সম্বন্ধে লেখ।
উঃ- নাগানন্দ পাঁচ অঙ্কের নাটক। বিদ্যাধররাজ
জীমৃতকেতুর পুত্র জীমৃত বাহনের আত্মদানের কাহিনী অবলম্বনে নাটকটি রচিত ।
অভিষেক নাটক কটি অঙ্কে রচিত এবং এর বিষয় বস্তু কী ?
উঃ- অভিষেক নাটক ছটি অঙ্কে রচিত। নাটকটির সূত্রপাত হল
রামচন্দ্রের দ্বারা বালিবধ ও কিষ্কিন্ধ্যার সিংহাসনে সুগ্রীবের অভিষেক। রামচন্দ্র
ও সুগ্রীব উভয়ের অভিষেক এই নাটকটির মূল বিষয় ।
মহামহোপাধ্যায় টি. গণপতিশাস্ত্রী আবিষ্কৃত পুঁথিটিতে
কটি নাটক পাওয়া যায় ও কী কী ?
উঃ- মহামহোপাধ্যায় টি. গণপতিশাস্ত্রী আবিষ্কৃত
পুঁথিটিতে ১০টি নাটক ছিল। সেগুলি যথাক্রমে –
(১) স্বপ্নবাসবদত্তা,
(২)
প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ,
(৩) পঞ্চরাত্র,
(৪) চারুদত্ত,
(৫) দূতঘটোৎকচ,
(৬) অবিমারক,
(৭) বালচরিত,
(৮) মধ্যমব্যায়োগ,
(৯) কর্ণভার,
(১০) উরুভঙ্গ ।
নাটকের উৎপত্তি সম্পর্কে ভারতীয় মত কী ?
উঃ- সংস্কৃত নাটকের উৎপত্তি সম্পর্কে ভারতীয় মত হল
ব্রহ্মা স্বয়ং ঋগ্বেদ থেকে সংলাপ, সামবেদ থেকে গীত, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে ভাব
ও রস সংগ্রহ করে নাট্যবেদ সৃষ্টি করেন ।
রামায়ণ ও মহাভারত অবলম্বনে ভাসের নাটক গুলি কী কী ?
উঃ- ভাস রামায়ণ অবলম্বনে দুটি নাটক রচনা করেন।
সেগুলি যথাক্রমে প্রতিমা নাটক ও অভিষেক নাটক এবং মহাভারত অবলম্বনে সাতটি নাটক রচনা
করেন। সেগুলি হল যথাক্রমে দূতবাক্য, কর্ণভারম্, দূতঘটোৎকচ, মধ্যমব্যায়োগ, পঞ্চরাত্রম্, উরুভঙ্গম্ ও বালচরিতম্ ।
সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি? এবং এর বিষয়বস্তু
কী ?
উঃ- সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক হল
ভাসের রচিত উরুভঙ্গ । মধ্যম পাণ্ডব ভীমসেনের গদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গই এই
নাটকের মূল বিষয়। এটি একাঙ্ক নাটক।
কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাট্যকৃতি সম্বন্ধে লেখ।
উঃ- কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাট্যকৃতি হলো
অভিজ্ঞানশকুন্তলম্ । এই নাটকটি সাত অঙ্ক বিশিষ্ট। মহাভারতে বর্ণিত দুষ্যন্ত
শকুন্তলার কাহিনী এই নাটকটির উৎস। দুষ্যন্ত ও শকুন্তলার প্রণয় ও পরিণয়-কাহিনীকে
অবলম্বন করে নাটকটি রচিত ।
দৃশ্যকাব্যের কয়টি ভাগ ও কী কী ?
উঃ- দৃশ্যকাব্য দুটি ভাগে বিভক্ত (১) রূপক ও (২)
উপরূপক।
কালিদাসের বর্ণিত তিনটি নাটকে প্রেমের ক্রম পর্যায়
কী ?
উঃ- কালিনাস মালবিকারিমিত্রমে প্রেমের সূচনা করেছেন, বিক্রমোর্বশীয়ম
নাটকে সেই প্রেমকে দৃঢ় করেছেন, এবং অভিজ্ঞানশকুন্তলম্ নাটকে মর্ত্যের কামজ প্রেমকে
স্বর্গীয় পবিত্রতায় পরিণত করেছেন ।
ভারতীয় নাট্যশাস্ত্রের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
উঃ- ভারতীয় নাট্যশাস্ত্রের প্রাচীনতম নাট্যগ্রন্থ হল
ভরতমুনি প্রণীত 'নাট্যশাস্ত্র'।
রত্নাবলীর নাটকটি সম্বন্ধে লেখ।
উঃ- রত্নাবলী চার অঙ্কে রচিত নাটিকা-জাতীয় উপরূপক ।
সিংহল রাজকন্যা রত্নাবলী ও বৎসরাজ উদয়নের প্রণয়কাহিনী অবলম্বনে নাটকটি রচিত ।
মন্ত্রী যৌগন্ধরায়ণের প্রচেষ্টায় এবং পাটরাণী বাসবদত্তার মাধ্যমে উভয়ের মিলন
হয় ।
গণপতি শাস্ত্রী আবিষ্কৃত ১৩টি নাটক ভাসের রচনা নয় এর সপক্ষে দুটি যুক্তি দাও।
উঃ- গণপতি শাস্ত্রী আবিষ্কৃত ১৩টি নাটক ভাসের রচনা
নয় এর স্বপক্ষে দুটি যুক্তি হল-
প্রথমতঃ-
স্বপ্নবাসবদত্তম্ এর যেসব উদ্ধৃতি অন্যত্র পাওয়া যায় তা আবিষ্কৃত
স্বপ্নবাসবদত্তম্ এর সঙ্গে সর্বাংশে মেলে না।
দ্বিতীয়তঃ-
আবিষ্কৃত ১৩টি নাটকই কেরলের অন্তর্গত চব্বিয়ার নামক ভ্রাম্যমাণ নাট্য
সম্প্রদায়ের লেখা ।
ভাসের দূতবাক্য নাটকটির বিষয়বস্তু লেখ।
উঃ- দূতবাক্য একাঙ্ক নাটক । এর কাহিনী মহাভারত থেকে
নেওয়া । পাণ্ডবদের দূতরূপে শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজসভায় উপস্থিত হয়ে পাণ্ডবদের
জন্যে রাজ্যের অর্ধাংশ দাবী করলে দুর্যোধন বিনা যুদ্ধে সূচাগ্র ভূমিও পাণ্ডবদের
দিতে রাজী হলেন না, উপরন্ত তিনি শ্রী কৃষ্ণকে বন্দী করার আদেশ দিলে
শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হন । অবশেষে তিনি ধৃতরাষ্ট্রের অনুরোধে প্রশমিত হন ।
রামাভ্যুদয়, কর্ণসুন্দরী, চৈতন্যচন্দ্রোদয় এবং হনুমন্নাটকের রচয়িতা কে ?
উঃ- রামাভ্যুদয়, কর্ণসুন্দরী, চৈতন্যচন্দ্রোদয় এবং হনুমন্নাটকের রচয়িতা হলেন
যথাক্রমে যশোবর্মন, বিলহন, কবিকর্ণপুর ও দামোদর মিশ্র।
‘বিক্রমোর্বশীয়ম্
নাটকের অনুকরণে কে কোন নাটক রচনা করেন ?
উঃ- বিক্রমোর্বশীয়ম্ নাটকের অনুকরণে বিরূপাক্ষদের
উন্মত্ত রাখব নামক নাটকটি রচনা করেন।
ডিম শ্রেণীর একটি নাটকের নাম কর।
উঃ- ডিম শ্রেণীর একটি নাটক হল - বৎসরাজের ত্রিপুরদাহ।
সংস্কৃত নাটকের উৎপত্তিতে গ্রীক নাটক এর প্রভাবের প্রমাণ দাও ।
উঃ- ওয়েবার, উইন্টারনিৎস্ প্রমুখ পণ্ডিতরা মনে করেন যে যবন, যবণী, যবনিকা প্রভৃতি
শব্দ, বিদূষক, সুত্রধার ইত্যাদি
চরিত্র ও স্মারকের দ্বারা পরিচয় দেওয়া প্রভৃতিই হল সংস্কৃত নাটকের উৎপত্তিতে
গ্রীক নাটক এর প্রভাবের প্রমাণ ।
বিদ্ধশালভল্লিকা শব্দটির অর্থ কী ?
উঃ- বিদ্ধশালভঞ্জিকা শব্দটির অর্থহল খোদিত প্রস্তর
মূর্তি ।
কোন সংস্কৃত নাটকে মঞ্চে মৃত্যুদৃশ্য দেখানো হয়েছে ?
উঃ- ভাস রচিত অভিষেক নাটকে মঞ্চে মৃত্যুদৃশ্য দেখানো
হয়েছে।
মঞ্চে যুদ্ধদৃশ্য দেখানো হয়েছে এরূপ একটি নাটকের নাম কর ।
উঃ- মঞ্চে যুদ্ধ দৃশ্য দেখানো হয়েছে এরূপ একটি নাটক
হল - উরুভঙ্গ ।
প্রকরণ শ্রেণীর একটি নাটকের নাম কর।
উঃ- প্রকরণ জাতীয় একটি নাটক হল - ভবভূতি-রচিত
মালতীমাধব।
সমবকার শ্রেণীর একটি নাটকের নাম কর।
উঃ- সমবকার শ্রেণীর একটি নাটক হল - ভাসের পঞ্চরাত্র ।
You May Also Like...........
দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 1
দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 3
দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 4

No comments:
Post a Comment