Monday, January 15, 2024

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন | HS HISTORY SUGGESTION

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

H.S History Last Minute Suggestion 2024

Class Twelve History Suggestion 2024

West Bengal Higher Secondary Class 12th History Suggestion 2024

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন | HS HISTORY SUGGESTION

(toc) #title=( সূচিপত্র)


উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ HS History Suggestion 2024. উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন H.S History Last Minute Suggestion 2024. WBCHSE History Suggestion 2024 (West Bengal Higher Secondary Class 12th History Suggestion 2024) নিচে দেওয়া হল। এই উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ পরীক্ষা ১০০% কমন আসবে। এই সাজেশন এর উত্তর গুলি এখানেই পেয়ে যাবে। এই উত্তর গুলি খুব ভাল করে পড়ে পরীক্ষায় লিখে আসলে ১০০% নম্বর অবশ্যই পাবে। 


ইতিহাস শিক্ষক কর্তৃক কুড়ি বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা প্রসূত sanskritshiksha.in  ওয়েবসাইটের নোটস গুলি ইতিহাস বিষয়ের ছাত্র-ছাত্রীদের ১০০% নম্বর পাওয়ার যোগ্য করে রচিত। Class 12 এর বহু ছাত্র-ছাত্রী এই নোটস্ লিখে পরীক্ষায় ৯০% থেকে ১০০% নম্বর পেয়েছে।


পাঠ্য সম্পর্কিত তথ্যঃ

পাঠ্যের নাম উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ 
শ্রেণী দ্বাদশ শ্রেণী
বিষয় ইতিহাস
বোর্ড WBCHSE
পাঠ্যের গুরুত্ব ১০০% কমন


উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪


H.S History Last Minute Suggestion 2024


Aসঠিক উত্তরটি নির্বাচন কর।     ×২৪=২৪

 

আলবেরুনির লেখা গ্রন্থটির নাম —

(অ) রাজতরঙ্গিণী (আ) হর্ষচরিত (ই) তহকিক-ই-হিন্দ (ঈ) কোনোটিই নয়

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।


স্মৃতিকথা হলো —

(অ) লোককথা (আ) জনশ্রুতি (ই) মৌখিক উপাদান (ঈ) কল্পকাহিনি

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো —

(অ) দ্য ইন্ডিয়ান মিউজিয়াম (আ) দিল্লি মিউজিয়াম (ই) ন্যাশনাল মিউজিয়াম, মুম্বই (ঈ) বিড়লা মিউজিয়া

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

শিল্পবিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয় —

(অ) ইংল্যান্ডে (আ) ফ্রান্সে (ই) জার্মানিতে (ঈ) ইতালিতে

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল —

(অ) ১৮৩৯ খ্রিস্টাব্দে (আ) ১৮৪২ খ্রিস্টাব্দে (ই) ১৮৪৩ খ্রিস্টাব্দে (ঈ) ১৮৪৫ খ্রিস্টাব্দে

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন —

(অ) লর্ড অ্যাক্টন (আ) ডেভিড টমসন (ই) অ্যাডাম স্মিথ (ঈ) লর্ড মাকেন্টাইল

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

চিন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় —

(অ) ম্যাকাও (আ) সাংহাই (ই) ক্যান্টন (ঈ) নানকিং বন্দরের মধ্য দিয়ে

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

তাইপিং কথাটির অর্থ হলো —

(অ) মহাশান্তি (আ) চরম শান্তি (ই) অতিশাস্তি (ঈ) অশান্তি

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় —

(অ) মহারাষ্ট্রে (আ) পাঞ্জাবে (ই) মাদ্রাজে (ঈ) বাংলায়

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন —

(অ) লর্ড বেন্টিঙ্ক (আ) লর্ড রিপন (ই) লর্ড লিটন (ঈ) লর্ড নর্থব্রুক

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

মেকলের ‘মিনিট’ পেশ করা হয় —

(অ) ১৮২৮ খ্রি. (আ) ১৮৩০ খ্রি. (ই) ১৮৩৪ খ্রি. (ঈ) ১৮৩৫ খ্রি.

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন —

(অ) কেশবচন্দ্র সেন (আ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ই) জ্যোতিরাও ফুলে (ঈ) নারায়ণ

 গুরু

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে —

(অ) দিল্লি (আ) লাহোর (ই) গুজরাট (ঈ) কলকাতা

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

১৮৫৮ খ্রিস্টাব্দের আইন অনুসারে ভাইসরয়’ উপাধি পান —

(অ) ব্রিটিশ সম্রাট (আ) ভারত সচিব (ই) গভর্নর (ঈ) গভর্নর জেনারেল

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

কোন দেশীয় রাজ্যের প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন —

(অ) সাঁতারা (আ) নাগপুর (ই) হায়দ্রাবাদের নিজাম (ঈ) মারাঠা।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

মন্ত্রী মিশন ভারতে আসে —

(অ) ১৯৪২ খ্রি. (আ) ১৯৪৪ খ্রি. (ই) ১৯৪৫ খ্রি. (ঈ) ১৯৪৬ খ্রি.

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন —

(অ) অজয় মুখোপাধ্যায় (আ) মাতঙ্গিনি হাজরা (ই) চৈতু পাণ্ডে (ঈ) সতীশচন্দ্র সামন্ত

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন —

(অ) মাউন্টব্যাটেন (আ) এটলি (ই) ক্যানিং (ঈ) হেস্টিংস

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ফালটন বক্তৃতা প্রদান করেন —

(অ) রুজভেল্ট (আ) ট্রুম্যান (ই) চার্চিল (ঈ) উইলসন

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

বান্দুং সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করেন —

(অ) মাও-সে-তুং (আ) চৌ-এন-লাই (ই) সান ইয়াৎ-সেন (ঈ) চেন-তু-শিউ

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

বার্লিন অবরোধ হয়েছিল —

(অ) ১৯৪৪ খ্রি: (আ) ১৯৪৬ খ্রি: (ই) ১৯৪৫ খ্রি: (ঈ) ১৯৪৮ খ্রি:

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

(অ) জিন্না (আ) আয়ুব খান (ই) ভুট্টো (ঈ) কেউই নন

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন —

(অ) শেখ মুজিবুর (আ) মহম্মদ আলি জিন্না (ই) তাজউদ্দিন আহমেদ (ঈ) মহাত্মা গান্ধি

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল —

(অ) দিনেমারদের (আ) পোর্তুগালের (ই) ফরাসিদের (ঈ) আমেরিকার

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় —

(অ) ১৭৫৫ (আ) ১৭৪৩ (ই) ১৭৫৩ (ঈ) ১৭৯৩।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

The Indian Struggle” এর রচয়িতা —

() সুভাষচন্দ্র বসু (আ) রজনীপাম দত্ত (ই) শিবনাথ শাস্ত্রী (ঈ) M. K. Gandhi

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

History is science no less or no more”- says,

() R.C. Dutta (আ) N.K. Singh (ই) R.C Majumdar (ঈ) Biuree

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ক্যাপিটোলাইন মিউজিয়াম গড়ে ওঠে —

(অ) লন্ডনে (আ) এথেন্সে (ই) রোমে (ঈ)মিশরে।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় —

(অ) ১৭০০ খ্রিঃ (আ) ১৬০৫ খ্রিঃ (ই) ১৭০৫ খ্রিঃ (ঈ) ১৬০০ খ্রিঃ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

সমুদ্র অভিযানে প্রথম সর্বাধিক সাফল্য পায় —

(অ) ইতালি (আ) স্পেন (ই) ফ্রান্স (ঈ) আফ্রিকা।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

পাশ্চাত্যের বিখ্যাত সংগীত শিল্পী —

(অ) ম্যাকাও (আ) ক্লদ দুবুসি (ই) ডেভিড টমসন (ঈ) কিপলিং।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

Finance Capital এর রচয়িতা —

(অ) লেনিন (আ) হবসন (ই) হিলফারডিং (ঈ) জুল ফেরি।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

বিদারার যুদ্ধ হয়েছিল —

(অ) ১৭৬৩ খ্রিঃ (আ) ১৭৬৪ খ্রিঃ (ই) ১৭৫৯ খ্রিঃ (ঈ) ১৭৫৮ খ্রিঃ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ম্যাঙ্গালোরের সান্ধি হয়েছিল ইংরেজদের সঙ্গে —

(অ) হায়দার আলির (আ) মীর কাশিমের (ই) দ্বিতিয় বাজীরাও এর (ঈ) টিপু সুলতানের

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

দারোগা ব্যবস্থা বাতিল হয় —

(অ) ১৮২০ খ্রিঃ (আ) ১৮৬৫ খ্রিঃ (ই) ১৮১২ খ্রিঃ (ঈ) ১৮৬৩ খ্রিঃ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

“বঙ্গদূত” পত্রিকার প্রকাশ কাল?

() ১৮২৯ খ্রিঃ (আ) ১৮৬৪ খ্রিঃ (ই) ১৮৫৯ খ্রিঃ (ঈ) ১৮৫৮ খ্রিঃ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

মান্ডুক্য উপনিষদের বাংলা অনুবাদ করেন —

(অ) বিদ্যাসাগর (আ) অ্যানি বেসান্ত (ই) রামমোহন (ঈ) ঋষি অরবিন্দ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয় —

(অ) কলকাতা (আ) বোম্বে (ই) মহারাষ্ট্রে (ঈ) পুনায়।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

অস্ত্র আইন পাশ হয় —

(অ) ১৮৭৯ খ্রিঃ (আ) ১৮৭৪ খ্রিঃ (ই) ১৮৩৯ খ্রিঃ (ঈ) ১৮৭৮ খ্রিঃ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার হয় —

(অ) ১৯১৯খ্রি (আ) ১৯৪৩খ্রি (ই) ১৯৩৯খ্রি (ঈ) ১৯২৩খ্রি।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আবসান হয় —

(অ) ১৮৫৮খ্রি (আ) ১৯৪৭খ্রি (ই) ১৯৩৫খ্রি (ঈ) ১৯০৯খ্রি।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

১৮৭০খ্রি পর্যন্ত পাট শিল্পের প্রধান কেন্দ্র ছিল —

(অ) স্কটল্যান্ডের জান্ডি (আ) হুগলীর জান্ডি (ই) রিষড়ার জান্ডি (ঈ) ভারতের জান্ডি।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

Now or Never” পুস্তিকায় পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি করেন —

(অ) রহমৎ আলি () আলি জিন্না () সৈয়দ আহমেদ () জহরলাল নেহেরু।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

ডালহৌসির আমলে ভারতে রেলপথ স্থাপিত হয় প্রায় —

(i) ২০০ কিমি (আ) ১৫০ কিমি (ই) ২৪ কিমি (ঈ) ৪৫ কিমি

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

‘আলিবাবা ও চল্লিশ চোর’ হল —

(অ) মৌখিক ঐতিহ্য (আ) কিংবদন্তি (ই) লোককথা (ঈ) পৌরাণিক কাহিনী। 

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

‘একাত্তরের ডাইরি’ কার লেখা?

(অ) মান্না দে (আ জ্যোতি বসু (ই) সুফিয়া কামাল (ঈ) মণিকুন্তলা সেন।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

কোলকাতার ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল’ হল —

(অ) ঐতিহাসিক জাদুঘর (আ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর (ই) সামরিক জাদুঘর (ঈ) ব্যক্তিগত জাদুঘর।   

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

‘ফল অব দ্য মুঘল এম্পায়ার’- গ্রন্থের রচয়িতা —

(অ) রমেশচন্দ্র মজুমদার (আ) রমেশচন্দ্র দত্ত (ই) দাদাভাই নৌরোজি (ঈ) যদুনাথ সরকার।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন —

(অ) লর্ড অ্যাক্টন (আ) অ্যাডাম স্মিথ (ই) ডেভিড টমসন (ঈ) লর্ড মার্কেন্টাইল

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

আমেরিকার স্বাধীনতা লাভ —

(অ) ১৭৮৩ খ্রিঃ (আ) ১৭৬৫ খ্রিঃ (ই) ১৭৬৯ খ্রিঃ (ঈ) ১৭৯১ খ্রিঃ । 

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

নানকিং চুক্তি কত সালে হয়?

(অ) ১৮৪৭ খ্রিঃ (আ) ১৮৪২ খ্রিঃ (ই) ১৮৬৩ খ্রিঃ (ঈ) ১৯০২ খ্রিঃ ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

WELTPOLITIK’ নীতি গ্রহণ করেন —

(অ) কাইজার দ্বিতীয় উইলিয়াম (আ) বিসমার্ক (ই) মুসেলিনি (ঈ) লেনিন।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

কোর্টেস যে দেশের অভিযাত্রী ছিলেন —

(অ) স্পেন (আ) পোর্তুগাল (ই) হল্যান্ড (ঈ) ইংল্যান্ড। 

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

কর্ণাটকের প্রথম যুদ্ধ —

(অ) ১৭৪৬-৪৯খ্রিঃ (আ) ১৭৪৬-৫০খ্রিঃ (ই) ১৭৪৬-৪৭খ্রিঃ (ঈ) ১৭৪৬-৪৮খ্রিঃ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

পঞ্চাশের মন্বন্তর হয়েছিল যার সময়ে —

(অ) লর্ড রিপন (আ) লর্ড ওয়াভেল (ই) লর্ড লিটন (ঈ) লর্ড মিন্টো।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

দারোগা ব্যবস্থা বাতিল হয় —

(অ) ১৮২০ খ্রিঃ (আ) ১৮৬৫ খ্রিঃ (ই) ১৮১২ খ্রিঃ (ঈ) ১৮৬৩ খ্রিঃ।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

The Rise of Indian Middle Class’

গ্রন্থের রচয়িতা-(অ) বি. বি. মিশ্র (আ) আহম্মেদ খান (ই) এ. আর. দেশাই (ঈ) বি. গাঙ্গুলি।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

‘বামাবোধিনী’ পত্রিকার প্রতিষ্ঠাতা —

(অ) বিদ্যাসাগর (আ) রামমোহন (ই) কেশবচন্দ্র (ঈ) ডিরোজিও।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

শ্রী নারায়ণ গুরু জন্মগ্রহণ করেন —

(অ) মহারাষ্ট্রে (আ) কেরালায় (ই) অন্ধ্রে (ঈ) পুদুচেরিতে।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

জ্যোতিবা ফুলে মহাত্মা উপাধিতে ভূষিত হন —

(অ) ১৮৪৬ খ্রিঃ (আ) ১৮৮৮ খ্রিঃ (ই) ১৭৭৯ খ্রিঃ (ঈ) ১৮৯৯ খ্রিঃ

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় —

(অ) ১৯২৭ খ্রিঃ (আ) ১৯২৬ খ্রিঃ (ই) ১৯২৫ খ্রিঃ (ঈ) ১৯২৪ খ্রিঃ

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় —

(অ) ১৬ই মার্চ (আ) ১৩ই এপ্রিল (ই) ১৬ই এপ্রিল (ঈ) ১৩ই মার্চ। 

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ’ আইন পাস করেন —

(অ) লর্ড রিপন (আ) লর্ড ওয়াভেল (ই) লর্ড লিটন (ঈ) লর্ড মিন্টো।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

‘পূণা চুক্তি’ হয় —

(অ) ১৯২৬ খ্রিঃ (আ) ১৯২৮ খ্রিঃ (ই) ১৯৩০ খ্রিঃ (ঈ) ১৯৩২ খ্রিঃ

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা —

(অ) নেহেরু (আ) জিন্না (ই) বল্লভ ভাই প্যাটেল (ঈ) গান্ধী।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

DO OR DIE’ শ্লোগান ছিল যে আন্দোলনে —

(অ) নৌবাহিনীর আন্দোলন (আ) আগস্ট আন্দোলন। (ই) হোমরুল আন্দোলন। (ঈ) আজাদ-হিন্দ বাহিনীর আন্দোলন।

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

 

 

Bনিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১×১৬=১৬

 

মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে রচিত ইতিহাস গ্রন্থের নাম লেখো।

 

আফ্রিকাকে কেন বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’?

 

ওয়েলথ অব নেশনস’ কার লেখা?

 

গ্যারান্টি ব্যবস্থা কী?

 

কাও-তাও প্রথা কী?

 

শতদিবসের সংস্কার বলতে কী বোঝো?

 

দিকু' বলতে কী বোঝো?

 

মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন?

 

কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?

 

ভারতে কোথায় আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করে?

 

ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্যদের নাম কী?

 

বার্লিন এয়ারলিফট বলতে কী বোঝো?

 

কেন্নানের বেষ্টনী নীতি বলতে কী বোঝো?

 

SAARC -এর সম্পূর্ণ নাম কী?

 

পাকিস্তানের পার্লামেন্টের ক’টি কক্ষ? কী কী?

 

কিংবদন্তি কাকে বলে?

 

কৃষ্ণ ও দেবী দুর্গা কি ধরণের চরিত্র?

 

The struggle in my life”- কে রচনা করেছেন?

 

মশলা দ্বীপপুঞ্জ কাকে বলে?

 

বুল বা নির্দেশনামা কি?

 

নির্জোট আন্দোলন কাকে বলে?

 

ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল কার আমলে?

 

আবশিল্পায়ন কাকে বলে?

 

দেশীয় বাণিজ্য কাকে বলে?

 

আধুনিক অন্ধ্রের জনক কে?

 

কার কার প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

 

IISCO এর সম্পূর্ণ নাম কি?

 

হার্মাদ মার্চ কি?

 

একজন গুজরাটি শিল্পপতির নাম লেখ।

 

Divide and Rule Policy” কি?

 

ICOM’- এর সম্পূর্ণ নাম কি   

 

History is science no less or no more’.- উক্তিটি কার?  

 

একটি প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের নাম লেখ।      

 

ভারতে ইংরেজদের প্রথম বাণিজ্যকুটি কোথায় স্থাপিত হয়

 

সমুদ্র অভিযানে প্রথম বেশি সাফল্য পায় কারা?   

 

সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল

 

ভারতে রেলপথ স্থাপনের দুটি উদ্দেশ্য লেখ। 

 

দ্বৈতশাসন কাকে বলে?

 

A Fragment on Government’- গ্রন্থের রচয়িতা কে?

 

বাংলায় প্রথম নীলকুঠি স্থাপন করেন কে

 

দশাসালা বন্দোবস্ত কি?    

 

উডের ডেচপ্যাচ কি?

 

ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝ?

 

লর্ড অকল্যান্ড কত সালে ভারতে প্রচলিত দাসত্ব প্রথার অবসান ঘটান?

 

TISCO’- এর সম্পূর্ণ নাম কি?     

 

 

Cযে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে নূন্যতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক):      ৮*৫=৪০

 

খণ্ড – ক

 

কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে? এর গুরুত্ব লেখো। কিংবদন্তি ও পৌরাণিক কাহিনির পার্থক্যগুলি তুলে ধরো। 


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



পেশাদারি বিষয় হিসাবে ইতিহাসের গুরুত্ব আলোচনা কর।       


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



ভারতীয় ইতিহাস রচনায় দেশীয় ইতিহাস চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। VVI

 

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



লোককথা কাকে বলে ? লোককথার উদাহরণ সহ গুরুত্ব আলোচনা কর।



পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।

 

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



চিনের ক্যান্টন বাণিজ্য সম্পর্কে যা জানো লেখ।  VVI       


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



মহলওয়ারি বন্দোবস্ত এবং ভাইয়াচারী ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখ।                    

 এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



মার্কেনটাইলবাদ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখ। VVI

 

এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



উনবিংশ শতকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারগুলি আলোচনা কর। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে দেশীয় ইতিহাস চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।






৪ঠা মে আন্দোলন কি? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ। 


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



নব্যবঙ্গ আন্দলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। VVI    


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



পৌরাণিক কাহিনী বা Myth বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য লেখ এর উদাহরণ সহ গুরুত্ব আলোচনা কর।




ছয়টি অসম চুক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।                   


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



ঔপনিবেশিক রাষ্ট্রে জাতিগত প্রশ্নের নঞর্থক ও সদর্থক প্রভাব আলোচনা কর। VVI  


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



কোম্পানির আমলে বিভিন্ন আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



বাংলার ভুমি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।  VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা কর।


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



ঔপনিবেশিক রাষ্ট্রে জাতিগত প্রশ্নের ধারণার প্রভাব আলোচনা কর।


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর ফলাফল আলোচনা কর। 


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।


 

খণ্ড – খ

 

রাওলাট আইনের সংক্ষিপ্ত বিবরণ দাও। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। ক্রিপস এই মিশনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



মন্টেগু-চেমসফোর্ড শাসন সসংস্কারের দুর্বলতা ও গুরুত্ব লেখ। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



অব-উপনিবেশবাদ কাকে বলে? অব-উপনিবেশীকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



১৯০৯ খ্রিষ্টাব্দের ভারতশাসন আইনের সংক্ষিপ্ত বিবরণ দাও। VVI               


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



অধীনতামূলক মিত্রতা নীতির প্রধান শর্তগুলি লেখ।  VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



স্বত্ববিলোপ নীতি সম্পর্কে অতিসংক্ষেপে আলোচনা করো।   


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাস চন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের  ভূমিকা আলোচনা কর।


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



মুসলিম সমাজের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহম্মেদ খান এবং আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



১৯৪৬ সালের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখ। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।



সার্কের প্রতিষ্ঠার কারণ, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে যা জান লেখ। VVI


এই প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।


আরো পড়ুন ........




উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর :  History Question and Answer : নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর WBCHSE Class 12 History Question and Answer, Suggestion, Notes, MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer বহুবৈকল্পিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর HS পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 

 

sanskritshiksha.in  ওয়েবসাইটের নোটস্‌ গুলির বৈশিষ্ট্যঃ

ক্রমিক সংখ্যা

নোটস্‌ গুলির বৈশিষ্ট্য

১। সহজ সরল ভাষায় লেখা।
২। নোটসের মধ্যে অযথা পাণ্ডিত্য প্রকাশ করা হয়নি।
৩। ভাষা ও শব্দের পরিমিত প্রয়োগ করা হয়েছে।
৪। যেখানে প্রয়োজন কেবলমাত্র সেখানেই যথাযথ উদ্ধৃতি দেওয়া হয়েছে।
৫। উত্তর গুলির আকার অযথা বড় বা ছোট করা হয়নি।
৬। উত্তর গুলি পরীক্ষকদের রুচিসম্মত ভাবে ছোট ছোট পয়েন্ট করে লেখা হয়েছে।
৭। পরীক্ষায় যথাযথ ভাবে উত্তর গুলি লিখলে ৯০% থেকে ১০০% নম্বর অবশ্যই পাবে।


আমাদের এই  পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভাবেই sanskritshiksha.in ওয়েবসাইটের পাশে থাকুন আপনার ছাত্রছাত্রী, বন্ধু-বান্ধবী সকলকে sanskritshiksha.in ওয়েবসাইট সম্পর্কে এবং এর তথ্যপূর্ণ নোটস সম্পর্কে জানান যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে sanskritshiksha.in ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন sanskritshiksha.in ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত জানান  আপনার গুরুত্বপূর্ণ মতামত সাদরে বিবেচনা করা হবে ধন্যবাদ


আরো পড়ুন ........


1. উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২৪ 

2. উচ্চমাধ্যমিক সংস্কৃত সিলেবাস ও নম্বর বিভাজন

3. কর্মযোগ এর প্রশ্ন উত্তর

4. ‘আর্যাবর্তবর্ণনম্’ এর মূল পাঠ ও বাংলায় অনুবাদ

5. দৃশ্যকাব্য নাট্যসাহিত্য এর সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর

6. সংস্কৃত সাহিত্যের ইতিহাস

7. সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য 




No comments:

Post a Comment