Express in one word in Sanskrit
উচ্চমাধ্যমিক সংস্কৃত এককথায় প্রকাশ
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষায় সংস্কৃত এককথায় প্রকাশ অবশ্যই থাকে। তাই যে সকল সংস্কৃত এককথায় প্রকাশ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষায় আসতে পারে সেই সকল H.S সংস্কৃত এককথায় প্রকাশ WBCHSE ( West Bengal Higher Secondary Class 12th ) এর সিলেবাস অনুযায়ী নিচে দেওয়া হল। এই Express in one word in Sanskrit পরীক্ষায় ১০০% কমন আসবে। এই সংস্কৃত এককথায় প্রকাশ গুলি খুব ভাল করে পড়ে পরীক্ষায় লিখে আসলে ১০০% নম্বর অবশ্যই পাবে।
(toc) #title=(সূচিপত্র - উচ্চমাধ্যমিক সংস্কৃত এককথায় প্রকাশ)
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষায় যে সকল এককথায় প্রকাশ আসে, সেই সকল সংস্কৃত এককথায় প্রকাশ গুলি সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন নিয়মের জন্য হয়ে থাকে। যেমন -লিঙ্গগত এককথায় প্রকাশ; শব্দরূপগত এককথায় প্রকাশ; আত্মনেপদী ও পরস্মৈপদী রূপগত এককথায় প্রকাশ; ধাতুরূপ গত এককথায় প্রকাশ; নামধাতু গত এককথায় প্রকাশ; নিজন্তধাতু গত এককথায় প্রকাশ; কৃৎ প্রত্যয়গত এককথায় প্রকাশ; তদ্ধিত প্রত্যয় গত এককথায় প্রকাশ; স্ত্রী প্রত্যয়গত এককথায় প্রকাশ; সমাসগত এককথায় প্রকাশ; কারক গত এককথায় প্রকাশ এবং আরো বিভিন্ন প্রকার এককথায় প্রকাশ হয়ে থাকে। পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বিষয়ে এই এককথায় প্রকাশ থাকে। নিচে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বেশ কিছু এককথায় প্রকাশের উদাহরণ দেওয়া হল। এগুলো পড়ে সংস্কৃত বিষয়ে ছাত্রছাত্রীরা Class 12 এর সংস্কৃত পরীক্ষার সমস্ত সংস্কৃত এককথায় প্রকাশের উত্তর খুব সহজেই করতে পারবে।
উচ্চমাধ্যমিক সংস্কৃত এককথায় প্রকাশ | উচ্চমাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ
| দশরথস্য অপত্যং স্ত্রিয়াম্ |
দাশরর্থী |
| গ্রামে ভবঃ |
গ্রাম্যঃ |
| করোতি যা সা |
কর্ত্রী |
| রহসি ভবম্ |
রহস্যম্ |
| তপঃ শীলম্ অস্য |
তাপসঃ |
| বয়সি তুল্যঃ |
বয়স্যঃ |
| গ্রামে উৎপন্নম্ |
গ্রাম্যম্ |
| ভোগস্য যোগ্যম্ |
ভোগ্যম্ |
| বহেব্যা নদ্যো যত্র সঃ |
বহুনদীকঃ |
| নর সিংহঃ ইব |
নরসিংহঃ |
| যুবতী জরতী |
যুবজরতী |
| তিষ্ঠন্তি গাবো যস্মিন্ কালে |
তিষ্ঠদগৃঃ |
| বিগতঃ অর্থঃ যস্মাৎ সঃ |
ব্যর্থঃ |
| নিদ্রা সম্প্রতি ন যুজ্যতে |
অতিনিদ্রম্ |
| লম্বং যশঃ যেন সঃ |
লম্বযশাঃ |
| বাচা কৃতম্ |
বাচিকম্ |
| বহেব্যা নদ্যো যত্র সঃ (দেশঃ) |
বহুনদীকঃ |
| বিগতা তৃষ্ণা যস্য সঃ |
বিতৃষ্ণঃ |
| অহশ্চ রাত্রিশ্চ |
অহোরাত্রম্ |
| অহয়শ্চ নকুলাশ্চ |
অহিনকুলম্ |
| বাক্ চ মনশ্চ |
বাত্মনসী |
| কুশশ্চ লবশ্চ |
কুশলবৌ |
| গঙ্গা চ শোণশ্চ |
গঙ্গাশোণম্ |
| গাবশ্চ ব্যাঘ্রাশ্চ |
গোব্যাঘ্রম্ |
| দৌশ পৃথিবী চ |
দ্যাবাপৃথিব্যো, বা দিবপৃথিব্যৌ |
| ভ্রাতা চ স্বসা চ |
ভ্রাতরৌ |
| মাতা চ পিতা চ |
পিতরৌ, মাতাপিতরৌ |
| রাত্রৌ চ দিবা চ |
রাত্রিন্দিবম্ |
| স চ সা চ |
তৌ |
| সূর্যশ্চ চন্দ্রমাশ্চ |
সূর্যাচন্দ্রমসৌ |
| জরায়াঃ সমীপম্ |
উপজরসম্ |
| তৎ এবম্ |
তন্মাত্রম্ |
| মহান রাজা |
মহারাজঃ |
| অন্য রাজা |
রাজানন্তরম্ |
| কুৎসিতম্ অন্নম্ |
কদন্নম্ |
| হিমস্য অত্যয়ঃ |
অতিহিমম্ |
| উত্থিতঃ নিদ্রায়াঃ |
উন্নিদ্রঃ |
| গঙ্গায়া মধ্যম্ |
মধ্যেগঙ্গম |
| বাচা কলহঃ |
বাক্কলহঃ |
| অন্ধং তমঃ |
অন্ধতমসম্ |
| নাবা জীবতি যঃ সঃ |
নাবিকঃ |
| মুনেঃ ভাবঃ |
মৌনম্ |
| জালেন জীবতি যঃ সঃ |
জালিকঃ |
| জ্ঞানায় ইদম্ |
জ্ঞানার্থম্ |
| একঃ পতিঃ যস্যাঃ সা |
একপত্নী |
| চিদ এব |
চিন্মাত্রম্ |
| অগ্নিঃ দেবতা অস্য |
আগ্নেয়ঃ |
| উদ্গতা নাসিকা যস্য সঃ |
উন্নসঃ |
| প্রাক্ সম্ভূতঃ |
প্রাচীনঃ |
| অস্মাকম্ ইদম্ |
অম্মদীয়ম্ |
| পরস্য ইদম্ |
পরকীয়ম্ |
| লক্ষ্মীঃ যস্য অস্তি |
লক্ষ্মীবান |
| শক্তিঃ দেবতা অস্য |
শাক্তঃ |
| শত্রুং হস্তি যঃ সঃ |
শত্রুঘ্নঃ |
| বহুনাম্ অতিশয়েন লঘুঃ |
লঘিষ্টঃ |
| মনসি জায়তে যঃ সঃ |
মনসিজঃ |
| প্রেষিতঃ ভর্তা যস্যাঃ সা |
প্রোষিতভর্তৃকা |
| প্রিয়া জায়া যস্য সঃ |
প্রিয়জানিঃ |
| মহতী মতিঃ যস্য সঃ |
মহামতিঃ |
| সুন্দরং হৃদয়ং যস্য সঃ |
সুহৃৎ |
| সখ্যঃ ভাবঃ |
সখ্যম্ |
| কন্যায়াঃ অপত্যং পুমান্ |
কানীনঃ |
| হিরণ্যস্য বিকারঃ |
হিরণ্ময়ঃ |
| কৃপণস্য ভাবঃ |
কার্পণ্যম্ |
| অর্ণানি (জলানি) অস্মিন্ সন্তি |
অর্ণবঃ |
| দ্বয়োঃ দিশঃ আপঃ অস্য |
দ্বীপম্ |
| পরিষদি সাধুঃ |
পার্ষদঃ |
| সমুদ্রস্য পারে |
পারেসমুদ্রম্ |
| দুঃখেন ক্রিয়তে যৎ তৎ |
দুষ্করম্ |
| চুরা শীলম্ অস্য |
চৌরঃ |
| মনুষ্যাণাং সমূহঃ |
মানুষ্যকম্ |
| সভায়াং সাধুঃ |
সভ্যঃ |
| দুঃখং ভজতি যঃ সঃ |
দুঃখভাক্ |
| ধৃতং ধনুঃ যেন সঃ |
ধৃতধনুষঃ |
| বারীণাং বাহকঃ |
বলাহকঃ |
| অভুক্তানি পর্ণানি যয়া সা |
অপর্ণা |
| দ্বৌ পাদৌ যস্য সঃ |
দ্বিপাৎ |
| রজঃ অপি অপরিত্যজ্য |
সরজসম্ |
| নাস্তি কিঞ্চন যস্য সা |
অকিঞ্চনঃ |
| শোভনং হৃদয়ং যস্য সঃ |
সুহৎ |
| সর্বজনৈঃ অনুষ্ঠিতম্ |
সার্বজনীনম্ |
| ব্রাহ্মণী ভাৰ্য্যা যস্য সঃ |
ব্রাক্মণীভার্য্যঃ |
| তেজঃ অস্তি যস্যাঃ সা |
তেজস্বিনী |
| দ্রুতং গচ্ছতি যঃ সঃ |
দ্রুতগামী |
| তিস্রঃ মাতরঃ যস্য সঃ |
ত্রৈমাতুরঃ |
| পূর্বং কায়স্য |
পূর্বকায়ঃ |
| দ্বিজায় ইদম্ |
দ্বিজাৰ্থম্ |
| উৎক্রান্তঃ বেলাম্ |
উদ্বেলঃ |
| কুৎসিতঃ পন্থাঃ |
কাপথম্ |
| বৃত্রং হতবান যঃ সঃ |
বৃত্রহা |
| ময়া কৃতম্ |
মৎকৃতম্ |
| দানে শৌন্ডঃ |
দানশৌন্ডঃ |
| কৃষ্ণস্য সখা |
কৃষ্ণসখঃ |
| মহতঃ সেবা |
মহৎসেবা |
| অক্ষোঃ প্রতি |
প্রত্যক্ষম্ |
| পঞ্চ বা ষট্ বা |
পঞ্চষাঃ |
| বেলাম্ অতিক্রান্তঃ |
অতিবেলঃ |
| অতিক্রান্তো মালম্ |
অতিমালঃ |
| গিরেঃ পশ্চাৎ |
অনুগিরম্ |
| কুণ্ডলায় হিরণ্যম্ |
কুণ্ডলহিরণ্যম্ |
| গাবশ্চ অশ্বাশ্চ |
গবাশ্বম্ |
| পরস্মিন্ অহনি |
পরেদ্যুঃ |
| পূর্বং ভূতঃ |
ভূতপূর্বঃ |
| নিয়োক্তুং শক্যঃ |
নিয়োজ্যঃ |
| শীতস্য ভাবঃ |
শৈত্যম্ |
| নয়তি অনেন |
নেত্রম্ |
| আয়ুঃ প্রয়োজনম্ অস্য |
আয়ুষ্যম্ |
| পিত্রা সমঃ |
পিতৃসমঃ |
| বিঘ্নস্য অভাবঃ |
নির্বিঘ্নম্ |
| সমানে তীর্থে বসতি |
সতীর্থঃ |
No comments:
Post a Comment