Friday, March 8, 2024

আর্যাবর্তবর্ণনম্ এর নামকরণের সার্থকতা বিচার || উচ্চমাধ্যমিক সংস্কৃত

(toc) #title=( সূচিপত্র)

আর্যাবর্তবর্ণনম্ এর নামকরণের সার্থকতা বিচার কর।




এখানে Class-12 এর সংস্কৃত বিষয়ের যা আলোচিত হয়েছে -


ক্রমিক সংখ্যা পাঠ্যের বিষয়
Class-12 সংস্কৃত "আর্যাবর্তবর্ণনম্" 
এর প্রশ্নোত্তর।

 

(getButton) #text=(ENGLISH | SECOND LANGUAGE । Competitive Exam | Primary TET | CTET) #icon=(demo) #color=(#e84118)


পাঠ্য সম্পর্কিত তথ্য

পাঠ্যের নাম
আর্যাবর্তবর্ণনম্ এর প্রশ্নোত্তর
উৎস
মহাভারতের বনপর্ব
উপাখ্যান
নল - দময়ন্তী
মূল গ্রন্থ
নলচম্পূ
উচ্ছ্বাস
প্রথম
রচয়িতা
কবি ত্রিবিক্রমভট্ট


উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বিষয়ে মহাভারত এর বনপর্ব এর নল-দময়ন্তী উপাখ্যান অবলম্বনে কবি ত্রিবিক্রমভট্ট রচিত "নলচম্পূ" কাব্য এর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া "আর্যাবর্তবর্ণনম্" এর প্রশ্নোত্তর গুলি পড়লে  পরীক্ষায় ১০০% নম্বর অবশ্যই পাবে।


আর্যাবর্তবর্ণনম্ এর নামকরণের সার্থকতা বিচার || উচ্চমাধ্যমিক সংস্কৃত

আর্যাবর্তবর্ণনম্ এর নামকরণের সার্থকতা বিচার কর।

 

আর্যাবর্তবর্ণনম্ এর নামকরণের সার্থকতা বিচারঃ

সংস্কৃত তথা সকল সাহিত্যের নামকরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নামকরণ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে করা হয়ে থাকে। যেমন - প্রধান চরিত্রের নাম অনুসারে, ঐতিহাসিক পটভূমি অনুসারে, ভৌগোলিক অবস্থান অনুসারে, বিষয়বস্তু অনুসারে, ভাবার্থ অনুসারে, ব্যঞ্জনা অনুসারে প্রভৃতি। কবি ত্রিবিক্রম ভট্ট নলচম্পূ এর নামকরণ করেছেন নায়কের নাম অনুসারে। কিন্তু নলচম্পূ এর প্রথম উচ্ছ্বাসের যে অংশ আমাদের পাঠ্য, তার নামকরণ করা হয়েছে আর্যাবর্তবর্ণনম্। তবে এই নাম যথার্থ স্বার্থক হয়েছে কিনা তা বর্ণনার পূর্বে এর বিষয়বস্তু বিশ্লেষণ করা প্রয়োজন।

 

(getButton) #text=(উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন) #icon=(demo) #color=(#4cd137)


আর্যাবর্তবর্ণনম্ এর বিষয়বস্তুঃ

আর্যাবর্ত দেশটি ছিল সকল দেশের সেরা সমস্ত সৌন্দর্য, সুখ, স্বাচ্ছন্দ এই দেশে বর্তমান ছিল। এখানে গ্রাম্য কবিদের কথা কাব্যের সমান, নীরস লোকেরাও মনোহর -


গ্রাম্য- কবি- কথাবন্ধ ইব নীরসস্য মনোহরঃ

 

এই দেশে বংশচ্যুতি, চোরের উপদ্রব প্রভৃতি দেখা যায় না। এই দেশে দাতা গ্রহীতা সকলেই সুমহান। গঙ্গা, চন্দ্রভাগা প্রভৃতি নদী এই দেশেই প্রবাহিত হয়েছে। এই সকল নদীর তীরে চঞ্চল চকোর, চক্রবাক এবং সারসের ঝাঁক দেখা যায়।

 

এই দেশের পূর্ণাত্মা মানুষগণ তাদের সভ্য ব্যবহার ও কল্যাণকর কাজের মাধ্যমে আর্যাবর্তকে পুণ্য ক্ষেত্রে পরিণত করেছেন। তাই এই দেশে কোন দুর্দৈব, ভূতপ্রেতাদের বিকার প্রভৃতি দেখা যায় না। এছাড়াও অপরূপ মনোহর প্রাকৃতিক পরিবেশ হওয়ার জন্য মানুষদের কোন শারীরিক রোগ হয় না।

 

(getButton) #text=(কর্মযোগ এর প্রশ্ন উত্তর) #icon=(demo) #color=(#e74c3c)


আর্যাবর্তের গ্রামগুলি শস্য শ্যামল; পাহাড় গুলি বনাঞ্চল ও বন্যপ্রাণী দ্বারা শোভীত; এবং শহরাঞ্চল ছোট বড় অট্টালিকা দ্বারা শোভিত। এই দেশেই রয়েছে পিয়াল, পনস গাছে পরিপূর্ণ প্রচুর বাগান। এছাড়া শস্যক্ষেত্রে শস্য এবং আখ খেতে আখের রস মানুষকে পরিতৃপ্ত করে। আর্যাবর্তের গভীর ও বড় বড় কুয়োগুলির জল অত্যন্ত সুস্বাদু। এখানকার কুল-নারীরা সতীব্রত পালন করায় তাদের স্বভাব শুদ্ধ ও মনোরম।

 

এই আর্যাবর্তের গৌরব স্বর্গের থেকেও অধিক কেননা গৌরী, মহেশ্বর, গনেশ প্রমুখ দেবগন স্বর্গে একজন করেই রয়েছেন কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে এই রূপ গুণ যুক্ত বহু নরনারী রয়েছেন।

 

আর্যাবর্তবর্ণনম্ নামের বিশ্লেষণঃ

আর্যাবর্ত শব্দটির ব্যুৎপত্তি করলে পাওয়া যায় - “আর্য-আ-বৃৎ+ঘঞ্” (অধিকরণ বাচ্যে)। এর অর্থ হল যেখানে আর্যগণ আবর্তিত অর্থাৎ বারবার জন্মগ্রহণ করেছেন বা ঘুরে ঘুরে বেড়িয়েছেন সেই স্থান এর নামই হল আর্যাবর্ত। আবার আর্যাবর্তবর্ণনম্ শব্দটি থেকে পাই “আর্যাবর্তস্য বর্ণনম্” (ষষ্ঠী তৎপুরুষ সমাস) অর্থাৎ আর্যাবর্তের বর্ণনা।

 

সর্বোপরি বলা যায় যে আর্যাবর্তবর্ণনম্ নামক পাঠ্যাংশের সমগ্র অংশ জুড়েই রয়েছে প্রাকৃতিক পরিবেশ তথা সামাজিক পরিবেশের বর্ণনা। সুতরাং আলোচ্য গল্পের মূল বিষয়বস্তু যেহেতু আর্যাবর্তের বর্ণনা করা, তাই বিষয়বস্তুগত দিক থেকে আর্যাবর্তবর্ণনম্ নামটি যথার্থই স্বার্থক হয়েছে।


এই পাঠ্যের বৈশিষ্ট্য গুলি হলঃ

ক্রমিক সংখ্যা মূল ও আনুবাদের বৈশিষ্ট্য
১। সহজ সরল ভাষায় লেখা।
২। উত্তরের মধ্যে অযথা পাণ্ডিত্য প্রকাশ করা হয়নি।
৩। ভাষা ও শব্দের পরিমিত প্রয়োগ করা হয়েছে।
৪। যেখানে প্রয়োজন কেবলমাত্র সেখানেই যথাযথ উদ্ধৃতি দেওয়া হয়েছে।
৫। উত্তরের আকার অযথা বড় বা ছোট করা হয়নি।
৬। উত্তরগুলি ছাত্রছাত্রীদের রুচিসম্মত ভাবে ছোট ছোট অংশে লেখা হয়েছে।
৭। যথাযথ ভাবে উত্তর পড়লে পরীক্ষায় ১০০% নম্বর অবশ্যই পারবে।

 

আরো পড়ুন ........

 

1দৃশ্যকাব্য নাট্যসাহিত্য এর সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর

2সংস্কৃত সাহিত্যের ইতিহাস

3সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য



সংস্কৃত শিক্ষক কর্তৃক কুড়ি বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা প্রসূত এই পাঠ্য গুলি সংস্কৃত বিষয়ের ছাত্র-ছাত্রীদের সুন্দর ভাবে পড়ার ও বোঝার যোগ্য করে রচিত। Class 12 এর বহু ছাত্র-ছাত্রী এই পাঠ্য পড়ে পরীক্ষায় ৯০% থেকে ১০০% নম্বর পেয়েছে।


আমাদের এই  পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । এই ভাবেই sanskritshiksha.in ওয়েবসাইটের পাশে থাকুন। আপনার ছাত্রছাত্রী, বন্ধু-বান্ধবী সকলকে sanskritshiksha.in ওয়েবসাইট সম্পর্কে এবং এর তথ্যপূর্ণ নোটস সম্পর্কে জানান। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে sanskritshiksha.in ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন। sanskritshiksha.in ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত জানান।  আপনার গুরুত্বপূর্ণ মতামত সাদরে বিবেচনা করা হবে। ধন্যবাদ।



No comments:

Post a Comment