Sanskrit Grammar Yantabantadesh sandhi
উচ্চমাধ্যমিক সংস্কৃত ব্যাকরণ স্বরসন্ধি
উচ্চতর সংস্কৃত ব্যাকরণ যান্তবান্তাদেশ সন্ধি
সংস্কৃত শিক্ষা এর অন্যান্য পাঠ্য
সংস্কৃত ব্যাকরণ-শব্দযুগলের অর্থপার্থক্য
বর্ষাবর্ণনম্ এর মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
শ্রীমতী গল্পের মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
হাসবিদ্যকথা গল্পের মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
(toc) #title=( সূচিপত্র)
পাঠ্য সম্পর্কিত তথ্যঃ
পাঠ্যের নাম |
সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : যান্তবান্তাদেশসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ |
উৎস |
সংস্কৃত শিক্ষা : উচ্চতর সংস্কৃত ব্যাকরণ |
শ্রেণী |
সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী ও উচ্চতর সংস্কৃত ব্যাকরণ। |
| বিষয় | সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : যান্তবান্তাদেশসন্ধি |
'সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : যান্তবান্তাদেশ সন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ' নামক এই পাঠ্যে স্বরসন্ধির সুত্র 'এচোহয়্-অব্-আয়্-আবঃ' এর সুন্দরভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে এবং প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে। এই উদাহরণ গুলি মুখস্ত করলে স্বরসন্ধির সুত্র 'এচোহয়্-অব্-আয়্-আবঃ' বিষয়ক সকল পরীক্ষার সব উত্তর কমন পাবে। সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : যান্তবান্তাদেশ সন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ - এই পাঠ্যে সপ্তম শ্রেণী তথা অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উপযোগী করে সংস্কৃত ব্যাকরণের স্বরসন্ধি অতি সহজ সরল ভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও 'সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : যান্তবান্তাদেশ সন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ' নামক এই পাঠ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ব্যাকরণ এর স্বরসন্ধি বিষয়টিকে WBCHSE এর সংস্কৃতের নতুন সিলেবাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদের উপযোগী করে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে। যাতে তারা অতি সহজেই সংস্কৃত ব্যাকরণের স্বরসন্ধি বিষয়টিকে বুঝতে পারে এবং পরীক্ষায় সর্বাধিক সাফল্য অর্জন করতে পারে। 'সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : যান্তবান্তাদেশসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ' নামক পাঠ্যে উচ্চতর সংস্কৃত ব্যাকরণ এর স্বরসন্ধি এর বিষয়টিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। যাতে উচ্চশিক্ষার শিক্ষার্থীরাও সংস্কৃত ব্যাকরণের সন্ধি প্রকরণ এর 'সংস্কৃত ব্যাকরণ - স্বরসন্ধি : যান্তবান্তাদেশসন্ধি || উচ্চতর সংস্কৃত ব্যাকরণ' নামক এই পাঠ্য থেকে স্বরসন্ধির 'এচোহয়্-অব্-আয়্-আবঃ' বিষয়ক প্রাসঙ্গিক পাণিনীয় সুত্র ও তার ব্যাখ্যা সঠিকভাবে অনুধাবন করতে ও আত্মস্থ করতে পারে।
যান্তবান্তাদেশসন্ধি
সূত্র – এচোহয়্-অব্-আয়্-আবঃ (৬/১/৭৮)
স্বরবর্ণ পরে থাকলে পূর্ববর্তী এ, ও, ঐ এবং ঔ
স্থানে যথাক্রমে অয়্, অব্, আয়্ ও আব্
হয়। নিম্নে ‘এচোহয়্-অব্-আয়্-আবঃ’ সূত্রটি পৃথক পৃথক ভাবে
বিশ্লেষণ করে উদাহরণ দেওয়া হল –
এ + যেকোনো স্বরবর্ণ = পদমধ্যস্থিত এ-কার-স্থানে অয়্
অর্থাৎ যেকোনো স্বরবর্ণ পরে থাকলে পদমধ্যস্থিত এ-কার-স্থানে অয়্ হয়; অ-কার পূর্ব্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর য়্-কারে যুক্ত
হয়।
উদাহরণঃ
শে + ইতম্ = শয়িতম্
শে + ঈত = শয়ীত
শে + এ = শয়ে
নে + অনম্ = নয়নম্
সঞ্চে + অঃ = সঞ্চয়ঃ
অশে + আতাম্ = অশয়াতাম্
অশে + ইষ্ট = অশয়িষ্ট
শে + ঈরন্ = শয়ীরন্
শে + ঐ = শয়ৈ
শে + অনম্ = শয়নম্
জে + অতি = জয়তি
শে + আতে = শয়াতে
এ + অ ভিন্ন যেকোনো স্বরবর্ণ = পদের অন্তস্থিত এ-কার-স্থানে অ / অয়্
অর্থাৎ অ ভিন্ন অন্য যেকোনো স্বরবর্ণ পরে থাকলে পদের অন্তস্থিত এ-কার-স্থানে
একবার অ এবং আর একবার অয়্ হয়; এবং পরের স্বর য়্-কারে যুক্ত হয়। অয়্ হলে অ পূর্ব্ববর্ণে যুক্ত হয়।
উদাহরণঃ
সখে + এহি = সখ এহি / সখয়েহি
সখে + ঐষীঃ = সখ ঐষীঃ / সখয়ৈষীঃ
সখে + ওদনম্ = সখ ওদনম্ / সখয়োদনম্
সখে + ঔষধম্ = সখ ঔষধম্ / সখয়ৌষধম্
মুনে + এহি = মুন এহি / সখয়েহি
মুনে + ঐষীঃ = মুন ঐষীঃ / মুনয়ৈষীঃ
মুনে + ঔষধম্ = মুন ঔষধম্ / মুনয়ৌষধম্
মুনে + আগচ্ছ = মুন আগচ্ছ / মুনয়াগচ্ছ
মুনে + উচ্যতাম্ = মুন উচ্যতাম্ / মুনয়ুচাতাম্
মুনে + ঋচ্ছ = মুন ঋচ্ছ / মুনয়ৃচ্ছ
মুনে + ঊহনম্ = মুন ঊহনম্ / মুনয়ূহনম্
সখে + আগচ্ছ = সখ আগচ্ছ / সখয়াগচ্ছ
সখে + উচ্যতাম্ = সখ উচ্যতাম্ / সখয়ুচাতাম্
মুনে + ওদনম্ = মুন ওদনম্ / মুনয়োদনম্
সখে + আগচ্ছ = সখ আগচ্ছ / সখয়াগচ্ছ
সখে + উচ্যতাম্ = সখ উচ্যতাম্ / সখয়ুচাতাম্
মুনে + ঔষধম্ = মুন ঔষধম্ / মুনয়ৌষধম্
মুনে + আগচ্ছ = মুন আগচ্ছ / মুনয়াগচ্ছ
মুনে + উচ্যতাম্ = মুন উচ্যতাম্ / মুনয়ুচাতাম্
মুনে + ঋচ্ছ = মুন ঋচ্ছ / মুনয়ৃচ্ছ
মুনে + ঊহনম্ = মুন ঊহনম্ / মুনয়ূহনম্
সখে + ঋচ্ছ = সখ ঋচ্ছ / সখয়ৃচ্ছ
সখে + ঊহনম্ = সখ ঊহনম্ / সখয়ূহনম্
ঐ + যেকোনো স্বরবর্ণ = পদমধ্যস্থিত ঐ-কার-স্থানে আয়্
অর্থাৎ যেকোনো স্বরবর্ণ পরে থাকলে পদমধ্যস্থিত ঐ-কার-স্থানে আয়্ হয়; আ-কার পূর্ব্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর য়্-কারে যুক্ত হয়।
উদাহরণঃ
সঞ্চৈ + অকঃ = সঞ্চায়কঃ
রৈ + ই = রায়ি
রৈ + ওঃ = রায়োঃ
বিনৈ + অকঃ = বিনায়কঃ
রৈ + আ = রায়া
রৈ + এ = রায়ে
ঐ + যেকোনো স্বরবর্ণ = পদের অন্তস্থিত ঐ-কার-স্থানে আ / আয়্
যেকোনো স্বরবর্ণ পরে থাকলে, পদের অন্তস্থিত ঐ-কার-স্থানে একবার আ এবং আর একবার আয়্ হয়; আয়্ হলে, আ পূর্ব্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর য়্-কারে যুক্ত হয়।
উদাহরণঃ
শ্রিয়ৈ + ঈহা = শ্রিয়া ঈহা / শ্রিয়ায়ীহা
শ্রিয়ৈ + উৎসুকঃ = শ্রিয়া উৎসুকঃ / শ্রিয়াযুৎসুকঃ
শ্রিয়ৈ + উহঃ = শ্রিয়া উহঃ / শ্রিয়ায়ুহঃ
শ্রিয়ৈ + ঋচ্ছতি = শ্রিয়া ঋচ্ছতি / শ্রিয়ায়চ্ছতি
শ্রিয়ৈ + অর্থঃ = শ্রিয়া অর্থঃ / শ্রিয়ায়র্থঃ
শ্রিয়ৈ + আগ্রহঃ = শ্রিয়া আগ্রহঃ / শ্রিয়ায়াগ্রহঃ
শ্রিয়ৈ + ইচ্ছতি = শ্রিয়া ইচ্ছতি / শ্রিয়ায়িচ্ছতি
শ্রিয়ৈ + এতি = শ্রিয়াএতি / শ্রিয়ায়েতি
শ্রিয়ৈ + ঐক্যম্ = শ্রিয়া ঐক্যম্ / শ্রিয়ায়ৈক্যম্
ভুক্তৈ + ওদনম্ = ভুক্তা ওদনম্ / ভুক্তায়োদনম্
শ্রিয়ৈ + ঔৎসুক্যম্ = শ্রিয়া ঔৎসুক্যম্ / শ্রিয়ায়ৌৎসুক্যম্
ও + যেকোনো স্বরবর্ণ = পদমধ্যস্থিত ও-কার-স্থানে অব্
অর্থাৎ যেকোনো স্বরবর্ণ পরে থাকলে পদমধ্যস্থিত ও-কার-স্থানে অব্ হয়; অ-কার পূর্ব্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর ব্-কারে যুক্ত হয়।
উদাহরণঃ
গো + এ = গবে
পো + অনঃ = পবনঃ
গো + আ = গবা
ভো + অনম্ = ভবনম্
শ্রো + অনম্ = শ্রবণম্
ভো + ইতা = ভবিতা
পো + ইত্রম্ = পবিত্রম্
গো + ওঃ = গবোঃ
ও + অ ভিন্ন যেকোনো স্বরবর্ণ = পদের অন্তস্থিত ও-কার-স্থানে অ / অব্
অর্থাৎ অ ভিন্ন অন্য যেকোনো স্বরবর্ণ পরে থাকলে পদের অন্তস্থিত ও-কার-স্থানে
একবার অ এবং আর একবার অব্ হয়; এবং পরের স্বর ব্-কারে যুক্ত হয়। অব্ হলে, অ পূর্ব্ববর্ণে যুক্ত।
উদাহরণঃ
প্রভো + উহনম্ = প্রভ ঊহনম্ / প্রভবৃহনম্
প্রভো + উচাতাম্ = প্রভ উচ্যতাম্ / প্রভবুচাতাম্
প্রভো + গচ্ছ = প্রভ ঋচ্ছ / প্রভবৃচ্ছ
প্রভো + এহি = প্রভ এহি / প্রভবেহি
প্রভো + আগচ্ছ = প্রভ আগচ্ছ / প্রভবাগচ্ছ
প্রভো + ঈহসে = প্রভ ঈহসে / প্রভবীহসে
প্রভো + ইহ = প্রভ ইহ / প্রভবিহ
প্রভো + ঐষীঃ = প্রভ ঐষীঃ / প্রভবৈষীঃ
প্রভো + ওদনম্ = প্রভ ওদনম্ / প্রভবোদনম্
প্রভো + ঔষধম্ = প্রভ ঔষধম্ / প্রভবৌষধম্
ঔ + যেকোনো স্বরবর্ণ = পদমধ্যস্থিত ঔ-কার-স্থানে আব্
অর্থাৎ যেকোনো স্বরবর্ণ পরে থাকলে পদমধ্যস্থিত ঔ-কার-স্থানে আব্ হয়; এই আ পূর্ব্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর ব্-কারে যুক্ত হয়।
উদাহরণঃ
গ্লৌ + ওঃ = গ্লাবোঃ
স্তৌ + অকঃ = স্তাবকঃ
গ্লৌ + আ = গ্লাবা
পৌ + অকঃ = পাবকঃ
নৌ + আ = নাবা
নৌ + ই = নাবি
নৌ + এ = নাবে
ভৌ + উকঃ = ভাবুকঃ
গ্লৌ + এ = গ্লাবে
নৌ + ঔ = নাবৌ
ঔ + যেকোনো স্বরবর্ণ = পদের অন্তস্থিত ঔ-কার-স্থানে আ / আব্
অর্থাৎ যেকোনো স্বরবর্ণ পরে থাকলে, পদের অন্তস্থিত ঔ-কার-স্থানে একবার আ এবং আর একবার আব্ হয়; আব্ হলে, আ পূর্ব্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বর ব্-কারে যুক্ত হয়।
উদাহরণঃ
তৌ + ঈশ্বরৌ = তা ঈশ্বরো / তাবীশ্বরো
বিধৌ + উদিতে = বিধা উদিতে / বিধাবুদিতে
রবো + উর্দ্ধগে = রবা উর্দ্ধগে / রবাবুর্দ্ধগে
গুরো + ঋচ্ছতি = গুরা ঋচ্ছতি / গুরাবৃচ্ছতি
গুরো + আগতে = গুরা আগতে / গুরাবাগতে
গতৌ + ইমো = গতা ইমৌ / গতাবিমৌ
মতৌ + ঐক্যম্ = মতা ঐক্যম্ / মতাবৈক্যম্
প্রন্থিতৌ + এতো = প্রন্থিতা এতো / প্রন্থিতাবেতো
গতৌ + ঔৎসুক্যম্ = গতা ঔৎসুক্যম্ / গতাবৌৎসুক্যম্
রবো + অস্তমিতে = রবা অস্তমিতে / রবাবস্তমিতে
আবার
সূত্র – লোপঃ শাকল্যস্য (৮।৩।১৯)
পদান্তেস্থিত এ / ও
+ অ = অ স্থানে বিকল্পে লুপ্ত অ-কার
অর্থাৎ পদের অন্তস্থিত এ-কার কিংবা ও-কারের পরে যে অ থাকে, বিকল্পে তার লোপ হয়। লোপ হলে অ-কারের যে চিহ্ন থাকে, তাকে লুপ্ত অ-কার বা অবগ্রহ বলে।
উদাহরণঃ
প্রভো + অনুগৃহাণ = প্রভোহনুগৃহাণ
গুরো + অনুমন্যস্ব = গুরোহনুমন্যস্ব
কবে + অবেহি + কবেহবেহি
সথে + অর্পয় = সখেহর্পয়
ধিয়ে + অর্থঃ = ধিয়ায়র্থঃ / ধিয়া অর্থঃ
রবৌ + অস্তমিতে = রবাবস্তমিতে / রবা অস্তমিতে
মুনে + আগচ্ছ = মুনয়াগচ্ছ / মুন আগচ্ছ
বিভো+এহি = বিভবেহি / বিভ এহি
সংস্কৃত শিক্ষা : উচ্চতর সংস্কৃত ব্যাকরণ এর পরবর্তী পাণিনীয় সূত্র গুলি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন।
১। সবর্ণদীর্ঘসন্ধি – সূত্র – অকঃ সবর্ণে দীর্ঘঃ (৬/১/১০১)
২। গুণসন্ধি – সূত্র – আদ্ গুণঃ (৬/১/৮৭)
৩। বৃদ্ধিসন্ধি – সূত্র – বৃদ্ধিরেচি (৬।১।৮৮)
৪। যণ্ সন্ধি – সূত্র – ইকো যণ্ অচি (৬/১/৭৭)
৫। যান্তবান্তাদেশসন্ধি – সূত্র – এচোহয়্-অব্-আয়্-আবঃ (৬/১/৭৮)
৬। পূর্বরূপসন্ধি – সূত্র – এঙঃ পদান্তাদতি (৬/১/১০৯)
৭। পররূপসন্ধি – সূত্র – এঙি পররূপম্ (৬/১/৯৪)
৮। প্রকৃতিভাবসন্ধি – সূত্র – প্রকৃত্যাহন্তঃ পাদমব্যপরে (৬/১/১১৫)
আরো পড়ুন ........
‘আর্যাবর্তবর্ণনম্’ এর মূল পাঠ ও বাংলায় অনুবাদ
দৃশ্যকাব্য নাট্যসাহিত্য এর সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ । এই ভাবেই Sanskrit Shiksha ওয়েবসাইটের পাশে থাকুন। আপনার ছাত্রছাত্রী, বন্ধু-বান্ধবী সকলকে sanskritshiksha.in ওয়েবসাইট সম্পর্কে এবং এর তথ্যপূর্ণ নোটস সম্পর্কে জানান।
যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে sanskritshiksha.in ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন। সংস্কৃতি শিক্ষা
ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত জানান।
আপনার গুরুত্বপূর্ণ মতামত সাদরে বিবেচনা করা হবে। ধন্যবাদ।

No comments:
Post a Comment