WBCHSE 1st Sem MCQ & SAQ of Ramayan
উচ্চমাধ্যমিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস :
রামায়ণ এর MCQ এবং SAQ প্রশ্নোত্তর
সংস্কৃত শিক্ষা এর অন্যান্য পাঠ্য
সংস্কৃত ব্যাকরণ-শব্দযুগলের অর্থপার্থক্য
বর্ষাবর্ণনম্ এর মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
শ্রীমতী গল্পের মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
হাসবিদ্যকথা গল্পের মূলপাঠ, অন্বয়, শব্দার্থ ও বঙ্গানুবাদ
(toc) #title=( সূচিপত্র)
পাঠ্য সম্পর্কিত তথ্যঃ
পাঠ্যের নাম |
উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস : রামায়ণ MCQ & SAQ |
উৎস |
রামায়ণ |
শ্রেণী | Class XI, Class XII, WBSSC, NET, SET |
সেমিস্টার |
একাদশ শ্রেণী এর প্রথম সেমিস্টার |
| বিষয় | সংস্কৃত সাহিত্যের ইতিহাস : রামায়ণ MCQ & SAQ |
'উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস : রামায়ণ MCQ
& SAQ' নামক এই পাঠ্যে একাদশ
শ্রেণির প্রথম সেমিস্টার এর সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর রামায়ণ থেকে অতি
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও বহুবৈকল্পিক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্ত
প্রশ্নোত্তর এবং বহুবৈকল্পিক প্রশ্নোত্তর গুলি মুখস্ত করলে সংস্কৃত সাহিত্যের
ইতিহাস এর রামায়ণ থেকে পরীক্ষায় আসা সকল প্রশ্নের উত্তর অবশ্যই কমন পাবে।
উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস : রামায়ণ MCQ
& SAQ - এই পাঠ্যে B.A,
M.A, WBSSC, NET, SET প্রভৃতি পরীক্ষার
ছাত্র ছাত্রীদের উপযোগী করে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর ‘রামায়ণ’ অতি সহজ সরল
ভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও 'উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস :
রামায়ণ MCQ
& SAQ' নামক এই পাঠ্যে একাদশ ও
দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর ‘রামায়ণ’ বিষয়টিকে WBCHSE
Sanskrit 1st Sem New Syllabus অনুযায়ী
ছাত্র-ছাত্রীদের উপযোগী করে MCQ & SAQ প্রশ্নোত্তর গুলি করা হয়েছে। যাতে তারা অতি সহজেই সংস্কৃত
সাহিত্যের ইতিহাস এর ‘রামায়ণ’ বিষয়টিকে বুঝতে পারে এবং পরীক্ষায় সর্বাধিক সাফল্য
অর্জন করতে পারে। 'উচ্চমাধ্যমিক
প্রথম সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস : রামায়ণ MCQ
& SAQ' নামক পাঠ্যে উচ্চতর
সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর রামায়ণ বিষয়টিকেও বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। যাতে
উচ্চশিক্ষার শিক্ষার্থীরাও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর 'উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস :
রামায়ণ MCQ
& SAQ' নামক এই পাঠ্য থেকে
সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর রামায়ণ বিষয়টিকে সঠিকভাবে অনুধাবন করতে ও আত্মস্থ
করতে পারে।
রামায়ণ এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ঃ SAQ of Ramayana
প্রশ্নঃ রামায়ণ সম্পর্কে ব্রহ্মা কী ভবিষ্যদ্বাণী করেন?
উত্তরঃ- যতদিন ধরাতলে পর্বতরাজি এবং নদীসমূহ থাকবে, ততদিন লোকসমূহে রামায়ণকথা প্রচারিত হবে।
প্রশ্নঃ রামায়ণ অবলম্বনে রচিত সংস্কৃত মহাকাব্যের নাম করুন?
উত্তরঃ- কালিদাসের রঘুবংশ, কুমারদাসের জানকীহরণ, প্রবর
সেনের সেতুবন্ধন, ভট্টির
ভট্টিকাব্য, জয়দেবের
প্রসন্নরাঘব, ক্ষেমেন্দ্রের
রাময়ণমঞ্জুরী, অভিনন্দের
রামচরিত ও যোগবাশিষ্ট প্রভৃতি।
প্রশ্নঃ কে বাল্মীকিকে কোন ছন্দে রামায়ণ রচনা করার নির্দেশ দেন?
উত্তরঃ- দেবর্ষি নারদ বাল্মীকিকে অনুষ্টুপ ছন্দে রামায়ণ রচনা করার নির্দেশ
দেন।
প্রশ্নঃ ব্রহ্মান্ড পুরাণের অন্তর্গত কোন রামায়ণ এবং বাল্মীকির পরিচয় পাই?
উত্তরঃ- ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত হল অধ্যাত্ম রামায়ণ। বাল্মীকি আগে
রত্নাকর ছিলেন। তাঁর বাবা চ্যবন, মা জাতিতে শুদ্রা ছিলেন।
প্রশ্নঃ গুহকের সঙ্গে লক্ষ্মণ, সীতাসহ রাম কোথায় গিয়েছিলেন?
উত্তরঃ- শৃঙ্গবেরপুরে নিষাদরাজ গুহকের সঙ্গে লক্ষ্মণ, সীতাসহ রাম ভরদ্বাজের অনুমতিক্রমে চিত্রকূটে গিয়ে পর্ণশালা
নির্মাণ করে বসবাস করতে থাকেন।
প্রশ্নঃ রামায়ণের নামান্তর ও রূপান্তর কী?
উত্তরঃ- রামায়ণের নামান্তর হল - পৌলস্তবধ, রঘুবরচরিত, রঘুবংশচরিত ইত্যাদি। এবং রামায়ণের রূপান্তর হল - বৌদ্ধগণ রচনা করেছেন
রামকাহিনী এবং জৈনদের বিখ্যাত রামায়ণ পউমচরিত্র।
প্রশ্নঃ রামায়ণের কয়টি কান্ড ও কী কী?
উত্তরঃ- রামায়ণের সাতটি কান্ড (১) বালকাণ্ড, (২) অযোধ্যাকাণ্ড, (৩) অরণ্যকাণ্ড, (৪) কিষ্কিন্ধ্যাকাণ্ড, (৫) সুন্দরকাণ্ড, (৬) যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড এবং (৭) উত্তরকাণ্ড।
প্রশ্নঃ রামায়ণের শ্লোক সংখ্যা এবং অধ্যায় কয়টি?
উত্তরঃ- রামায়ণ মহাকাব্য পাঁচশো অধ্যায়ে বিভক্ত এবং শ্লোক সংখ্যা ২৪,০০০টি।
প্রশ্নঃ রামায়ণের প্রশংসা গীতটি কী?
উত্তরঃ- রামায়ণের প্রশংসা গীতটি হল –
“যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে।
তাবদ রাময়ণী বা লোকেষু প্রচরিষ্যতি।।”
প্রশ্নঃ রামের হাতে রাক্ষসদের নিধন শুনে রাক্ষসরাজ রাবণ কী করলেন?
উত্তরঃ- দণ্ডকারণ্যে রাক্ষসদের নিধনের সংবাদ পেয়ে জ্ঞাতিবধের ক্রোধে বিমূঢ় হয়ে
লঙ্কারাজ রাবণ মারীচের সাহায্য নিয়ে দশরথের বন্ধু জটায়ুকে মৃতপ্রায় করে সীতা’ক
হরণ করেন।
প্রশ্নঃ রামায়ণের কয়টি শাখা প্রচলিত?
উত্তরঃ- রামায়ণের তিনটি শাখা প্রচলিত। যেমন – বাংলা, মুম্বই এবং পশ্চিম ভারত।
প্রশ্নঃ রামোপাখ্যান কোন কোন ভাষায় রচিত হয়েছিল?
উত্তরঃ- বাংলায় কৃত্তিবাসের রামায়ণ, হিন্দিতে তুলসীদাসের রামচরিতমানস, নেপালিতে ভানুভক্তের নেপালি রামায়ণ, কানাডা ভাষায় তোরবেয় রামায়ণ, অসমীয়া ভাষায় মাধব-কণ্ডলীর রামায়ণ, তামিল ভাষায় কম্ব রামায়ণ, এছাড়া বৌদ্ধ, জৈন, চিনা
ভাষায়,
কম্বোডিয়ায় এইভাবে পৃথিবীর অনেক ভাষায় রামোপাখ্যান বর্ণিত
হয়েছে।
প্রশ্নঃ মারীচ রাবণকে কী সদুপদেশ দেন?
উত্তরঃ- মারীচ অনেকবার রাবণকে সীতাহরণ থেকে বিরত থাকতে বলেন। তিনি বলেন যে
বলবান রামের সঙ্গে বিরোধ করা উচিত নয়, কিন্তু কাল বা মৃত্যু উপস্থিত হলে সদুপদেশ বৃথা। তাই রাবণ
সীতাকে হরণ করেন।
প্রশ্নঃ রামায়ণের কোন কোন কান্ডকে প্রক্ষিপ্ত হিসাবে ধরা হয়?
উত্তরঃ- রামায়ণের বালকাণ্ড (প্রথম) এবং উত্তরকাণ্ড (সপ্তম) দুটিকে প্রক্ষিপ্ত
বলা হয়।
প্রশ্নঃ রামায়ণে কোন বংশীয় রাজাদের কাহিনি বর্ণিত হয়েছে?
উত্তরঃ- রামায়ণে ইক্ষ্বাকু বংশীয় রাজাদের কাহিনি বর্ণিত হয়েছে।
প্রশ্নঃ সীতাকে জানকী বলা হয় কেন?
উত্তরঃ- সীতা মিথিলার রাজা জনকের কন্যা ছিলেন বলে সীতাকে জানকী বলা হয়।
প্রশ্নঃ রামায়ণ মহাকাব্যের নায়ক ও নায়িকা কে?
উত্তরঃ- রামায়ণ মহাকাব্যের নায়ক হলেন শ্রীরামচন্দ্র এবং নায়িকা হলেন সীতা।
প্রশ্নঃ সীতা শব্দের অর্থ কী?
উত্তরঃ- সীতা শব্দের অর্থ লাঙলের ফলা। সীতা লাঙলের ফলায় উঠেছিলেন বলেই সীতা নাম রাখা হয়েছিল।
প্রশ্নঃ সংস্কৃত সাহিত্যে কোন দুটি গ্রন্থকে এপিক বলা হয়?
উত্তরঃ- সংস্কৃত সাহিত্যে রামায়ণ ও মহাভারত গ্রন্থ দুটিকে এপিক বলা হয়।
প্রশ্নঃ সমাজজীবনে রামায়ণের প্রভাব আলোচনা করুন?
উত্তরঃ- রামের পিতৃভক্তি, সত্যনিষ্ঠা, সায়ম, ধৈর্য, পৌরুষ, প্রজানুরঞ্জন, সীতার সতিত্ব, হনুমানের প্রভুভক্তি, ভরত ও লক্ষ্মণের ভ্রাতৃভক্তি সমাজে আজও অনুসৃত হয়।
প্রশ্নঃ রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি পূর্ববর্তী এবং কেন?
উত্তরঃ- যারা রামায়ণকে প্রাচীন বলেন তাঁদের যুক্তি হল –
(১) বাল্মীকি ‘আদিকবি’ হিসাবে প্রসিদ্ধ।
(২) চারযুগের মধ্যে ত্রেতাযুগে রামাবতার এবং দ্বাপরে
কৃষ্ণাবতার।
(৩) রামায়ণে সীতাদাহের উল্লেখ নেই, মহাভারতে আছে।
(৪) মহাভারতে বাল্মীকির নাম পাওয়া যায়।
(৫) রামায়ণের সূর্যবংশ আগে, মহাভারতের চন্দ্রবংশ পরে।
(৬) মহাভারতে রামোপাখ্যান আছে।
(৭) রামায়ণে পাণিনির অনুশাসন নেই।
(৮) রামায়ণের ঘটনা অনেক অলৌকিক।
(৯) রামায়ণের সভ্যতা আনড়ায়ে, সরল ও অরণ্যপ্রভাবিত আর মহাভারতের সভ্যতা নগরকেন্দ্রিক।
(১০)
রামায়ণ অপেক্ষা মহাভারতের যুগে স্ত্রীশিক্ষার প্রসার বেশি।
প্রশ্নঃ প্রাকৃত ভাষায় রচিত রামায়ণের কাহিনি কোন কোন গ্রন্থে আছে?
উত্তরঃ- বিজয়গণির রামচরিত, বিমলসূরির পউমচরিঅ, হেমচন্দ্রের
ত্রিষষ্টিশলাকাপুরুষ, জিনদাসের
রামদেবপুরাণ, ভীমসেনের
রামচরিত উল্লেখযোগ্য।
প্রশ্নঃ রামায়ণ অবলম্বনে বাংলা ভাষায় রচিত প্রসিদ্ধ গ্রন্থের নাম লিখুন?
উত্তরঃ- কৃত্তিবাসের রামায়ণ, অদ্ভুতাচার্যের অদ্ভূতরামায়ণ, রামশঙ্করের রামায়ণ, চন্দ্রবতীর
রামায়ণ,
গিরিশচন্দ্রের সীতাহরণ, রাবণবধ, লক্ষ্মণবর্জন, দ্বিজেন্দ্রলাল
রায়ের পাষাণী, সীতা।
মধুসুদনের মেঘনাদবধ কাব্য, রবীন্দ্রনাথের
বাল্মীকির প্রতিভা, কালমৃগয়া।
ঈশ্বরচন্দ্রের সীতার বনবাস প্রভৃতি উল্লেখযোগ্য।
প্রশ্নঃ মহর্ষি বাল্মীকি কে?
উত্তরঃ- বাল্মীকি প্রচেতার দশম পুত্র। বৈদিক মতে তিনি চ্যবনের পুত্র। তিনি
জগতের আদিকবি, রামায়ণের
রচয়িতা।
প্রশ্নঃ আদিকবির ‘আদিকাব্য’ কী?
উত্তরঃ- আদিকবি বাল্মীকির আদিকাব্য সপ্তকাণ্ড রামায়ণ।
প্রশ্নঃ রামচন্দ্রের কয়েকটি বিশেষ গুণের পরিচয় দাও?
উত্তরঃ- নয়নাভিরাম রাম বিদ্বান, অপ্রতিরথ যোদ্ধা, ক্রোধে কালাগ্নি, ক্ষমায় সর্বংসহা ধরিত্রী, গাম্ভীর্যে সমুদ্র, ধৈর্যে হিমালয়, বীর্যে বিন্নু, সৌন্দর্যে চন্দ্র, ত্যাগে বরুণ, সত্যে দ্বিতীয় যমরাজ, দানে কুবের- প্রভৃতি মহৎগুণযুক্ত দাশরথি রাম আদর্শ মহামানব।
প্রশ্নঃ ‘রাম’ শব্দের অর্থ কী?
উত্তরঃ- (১) তিলক টীকা-য় বলা হয়েছে যোগীরা যাতে আনন্দ পান তিনি রাম।
(২) ভূষণ টীকা-য় বলা হয়েছে- গুণরাজির দ্বারা যিনি সকলকে আনন্দ দেন তিনিই রাম।
(৩) শিরোমণি টীকা-য় বলা হয়েছে- অপরিমিত দান অথবা কর্ম, ভক্তি ও জ্ঞানযোগীরা যেখানে প্রীতিলাভ করেন তিনিই রাম।
প্রশ্নঃ রামের বনবাসে যাওয়ার কারণ কী?
উত্তরঃ- রামের বনবাসের কারণ দুটি (১) পিতা দশরথের প্রতিজ্ঞা রক্ষা, (২) মাতা কৈকেয়ীর দুই বর- (ক) রামের বনবাস, (খ) ভরতের রাজ্যাভিষেক শর্ত পূরণ করা।
প্রশ্নঃ লক্ষ্মণ রামের সঙ্গে বনবাসে গেলেন কেন?
উত্তরঃ- সুমিত্রার পুত্র লক্ষ্মণ অগ্রজ রামের প্রতি অসীম স্নেহ এবং একান্ত
অনুরাগবশত রামের সঙ্গে বনবার্সে যান।
প্রশ্নঃ দন্ডকারণ্যে রাম কাদের হত্যা করেন?
উত্তরঃ- দণ্ডকারণ্যে বাস করার সময় রাম মুনিদের যজ্ঞ বিঘ্নকারী শূর্পণখার
নাক-কান কেটে বিকৃত করেন, বিভিন্ন
রাক্ষস,
খর, ত্রিশরা, দূষণসহ মোট চোদ্দো হাজার রাক্ষস বধ করেন।
প্রশ্নঃ তমসা নদীর তীরে স্নানের ঘাট কীরূপ ছিল?
উত্তরঃ- তমসা নদীর তীরে স্নানের ঘাটটি ছিল সজ্জনের মতো পবিত্র এবং পরিষ্কার।
প্রশ্নঃ বাল্মীকি নাম হল কেন?
উত্তরঃ- শোনা যায় কবি প্রথম জীবনে দস্যু রত্নাকর ছিলেন। ব্রহ্মার কথায় কঠিন
তপস্যা করার সময় তাঁর সমস্ত শরীর বল্মীকে বা উইঢিবিতে ঢেকে যায়। তাই তিনি বাল্মীকি
নামে পরিচিত হন।
প্রশ্নঃ রামের সঙ্গে সীতার বনে গমনকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তরঃ- রামের সঙ্গে পত্নী সীতার বনে গমনকে পৌরাণিক কাহিনি রোহিণীর
(নক্ষত্রের) সঙ্গে তাঁর স্বামী চন্দ্রের তুলনা করা হয়েছে।
MCQ of Ramayana
সংস্কৃত সাহিত্যের ইতিহাস : রামায়ণ এর MCQ প্রশ্নোত্তর অনুশীলন করে নিজের অগ্রগতির সঠিক ধারণা লাভ করুন।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর সমস্ত পাঠ্যগুলি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আরো পড়ুন ........
‘আর্যাবর্তবর্ণনম্’ এর মূল পাঠ ও বাংলায় অনুবাদ
দৃশ্যকাব্য নাট্যসাহিত্য এর সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
আমাদের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ । এই ভাবেই Sanskrit Shiksha ওয়েবসাইটের পাশে থাকুন। আপনার ছাত্রছাত্রী, বন্ধু-বান্ধবী সকলকে sanskritshiksha.in ওয়েবসাইট সম্পর্কে এবং এর তথ্যপূর্ণ নোটস সম্পর্কে জানান।
যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে sanskritshiksha.in ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন। সংস্কৃতি শিক্ষা
ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত জানান।
আপনার গুরুত্বপূর্ণ মতামত সাদরে বিবেচনা করা হবে। ধন্যবাদ।

No comments:
Post a Comment