Tuesday, October 24, 2023

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 3

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama for Class 12, B.A, M.A, NET, SET WBSSC. উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer, History of Sanskrit Literature.



দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 3





উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer : নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর, WBCHSE : Class 12 Sanskrit Question and Answer, Suggestion, Notes, MCQ, Very Short, Question and Answer বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর HS পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 

(toc) #title=( সূচিপত্র : দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 3)

 

 

প্রকৃতই কি গ্রীক নাটক থেকে সংস্কৃত নাটকের উৎপত্তি হয়েছে ? প্রমান দাও ।

 

 

উঃ- গ্রীক নাটক থেকে সংস্কৃত নাটকের উৎপত্তি হয়নি । তার প্রমাণ স্বরূপ বলা যায় যে, যবনী শব্দটি একটি পারিভাষিক শব্দ, কারণ রাজার দেহরক্ষিণীই হল যবনী । যবনিকা শব্দটির অর্থও গ্রীক পর্দা নয় । তাছাড়া স্মারকের মাধ্যমে পরিচয় প্রকাশের প্রমাণ আমরা রামায়ণেই পাই ।

 

 

 

ভগবান ব্রহ্মা রচিত দুটি নাটক কী কী ?

 

 

উঃ- ভগবান ব্রহ্মা রচিত দুটি নাটক হল - 'অমৃতমন্থন' এবং 'ত্রিপুরদাহ'

 

 

 

গণপতি শাস্ত্রী আবিষ্কৃত ১৩টি নাটক ভাসের রচনা এর সপক্ষে দুটি যুক্তি দাও ।

 

 

উঃ- গণপতি শাস্ত্রী আবিষ্কৃত ১৩টি নাটক ভাসের রচনা এর সপক্ষে দুটি যুক্তি হল

প্রথমতঃ- ১৩টি নাটকের ভাষা, রচনা, শৈলী, নাট্যকলা, ভাব, একই রকমের।

দ্বিতীয়তঃ- স্বপ্নবাসবদত্তম্‌ নামে খ্যাত ভাসের নাটকের সঙ্গে আবিষ্কৃত স্বপ্নবাসবদত্তের অধিকাংশ মিল আছে

 

 

 

ভাসের রচনা সম্পর্কে রাজশেখরের বক্তব্য কী ?

 

 

উঃ- ভাসের রচনা সম্পর্কে রাজশেখর তাঁর সুক্তিমুক্তাবলীতে বলেছেন-

"ভাস-নাটক-চক্রেঽপি চ্ছেকৈঃ ক্ষিপ্তেঃ পরীক্ষিতুম্‌

স্বপ্নবাসবদত্তস্য দাহকো২ভূন্ন পাবকঃ।।

অর্থাৎ ভাস একটি নাটকচক্র রচনা করেছিলেন, তাঁর মধ্যে স্বপ্নবাসবদত্ত নাটকই ছিল শ্রেষ্ঠ

 

 

 

চারুদত্ত কয় অঙ্কের নাটক ? এর উপজীব্য কাহিনী কী কোন নাটকের সঙ্গে এর কাহিনীর মিল আছে ?

 

 

উঃ- চারুদত্ত চার অঙ্কের অসমাপ্ত নাটক । দরিদ্র ব্রাহ্মণ চারুদত্তের সাথে গণিকা বসন্তসেনার বিবাহের কাহিনীই এই নাটকের উপজীব্য বিষয়। শূদ্রক রচিত 'মৃচ্ছকটিক' নাটকের সঙ্গে এর কাহিনীর মিল আছে।

 

 

 

কর্ণভার নাটকটি সম্পর্কে যা জান সংক্ষেপে লেখো ।

 

 

উঃ- এই নাটকটি একাঙ্ক । অর্জুনের বিরুদ্ধে কর্ণের যুদ্ধ যাত্রাকালে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে ভিক্ষার প্রার্থনা নিয়ে উপস্থিত হলে, প্রার্থনা পূরণের জন্যে কর্ণ নানাবিধ অলঙ্কার, অশ্ব প্রভৃতি দিতে চাইলে তিনি তা নিলেন না । অবশেষে তিনি কর্ণের সহজাত কবচ কুণ্ডলটি প্রার্থনা করলে শল্যের নিষেধ সত্ত্বেও কৰ্ণ ছদ্মবেশী ইন্দ্রের হাতে তা তুলে দেন এবং বিনিময়ে বিমলা নামক একটি অস্ত্র লাভ করেন।

 

 

 

মধ্যমব্যায়োগ নাটকের বিষয় বস্তু কী ?

 

 

উঃ- ভীমের রাক্ষসপত্নী ও তাঁর পুত্র মনুষ্য মাংস ভক্ষণের জন্যে এক ব্রাহ্মণের গৃহে গেলে ব্রাহ্মণ তাঁর মধ্যম পুত্রকে রাক্ষসদের উদ্দেশ্যে উৎসর্গ করেন । অন্যদিকে রাক্ষসদের অত্যাচার থেকে রক্ষা করার জন্যে ভীম এগিয়ে আসেন। ভীমের সাথে ঘটোৎকচের যুদ্ধ শুরু হয় । অবশেষে ভীম তাঁর স্ত্রী পুত্রের পরিচয় জানতে পারেন এবং ব্রাহ্মণের মধ্যম পুত্রটিকে রক্ষা করেন ।

 

 

 

পঞ্চরাত্র কত অঙ্কের নাটক ? এর প্রতিপাদ্য বিষয় কী ?

 

 

উঃ- পঞ্চরাত্র তিন অঙ্কে রচিত সমবকার জাতীয় রূপক। যজ্ঞশেষ করে দুর্যোধন দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা দিতে চাইলে তিনি পাণ্ডবদের জন্যে অর্ধাংশ রাজ্য চাইলেন। তাতে শকুনি শর্ত রাখলেন যে, পাঁচরাত্রির মধ্যে পাণ্ডবদের সংবাদ দিতে হবে । অপরদিকে কীচকবধের ঘটনায় পাণ্ডবদের সন্ধান পাওয়া যায় এবং শর্তানুযায়ী দুর্যোধন পাণ্ডবদের রাজ্যার্ধ দান করেন ।

 

 

 

বিক্রমোর্বশীয়ম্ নাটকটির বিষয় বস্তু কী ?

 

 

উঃ- মর্ত্যের রাজা পুরুরবা এবং স্বর্গের অপ্সরা ঊর্বশীর প্রণয়কাহিনীকে অবলম্বন করে এই নাটকটি রচিত। বিক্রমোর্বশীয়ম নাটকটি পাঁচ অঙ্কের নাটক।

 

 

 

'অভিজ্ঞানশকুন্তলম্ ' নাটকের কোন্ অঙ্কটি শ্রেষ্ঠ ?

 

 

উঃ- অভিজ্ঞানশকুন্তলম' নাটকের চতুর্থ অঙ্কটিতে করুণরসের অভিব্যক্তি ঘটায় এই অঙ্কটি শ্রেষ্ঠ ।

 

 

 

কালিদাসোত্তর ছয়জন নাট্যকারের নাম কী ?

 

 

উঃ- কালিদাসোত্তর ছয়জন নাট্যকার হলেন- শ্রীহর্ষ, ভবভূতি ভট্টনারায়ণ, বিশাখদত্ত, কৃষ্ণমিশ্র এবং রাজশেখর।

 

 

 

নাট্যকার শ্রীহর্ষ কে ছিলেন ?

 

 

উঃ- ভারতবর্ষে যে তিনজন শ্রীহর্ষের কথা জানা যায়, তাঁদের মধ্যে নাট্যকার শ্রীহর্য ছিলেন পৃষ্যভূতি বংশের ও থানেশ্বর রাজ। তিনি বাণের পৃষ্ঠপোষক ছিলেন । ৬০৬ খ্রীঃ থেকে ৬৪৮ খ্রী: পর্যন্ত শ্রীহর্ষ রাজ্যশাসন করেন ।

 

 

 

'মহাবীরচরিত' নাটকটি সম্বন্ধে লেখ।

 

 

উঃ- মহাবীরচরিত ভবভূতিরচিত সাত অঙ্কের নাটক। সীতার বিবাহ থেকে আরম্ভ করে রাবণ বধের পর রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন এবং অভিষেক পর্যন্ত ঘটনাই হল এই নাটকটির উপজীব্য বিষয় ।

 

 

 

ভবভূতির উত্তররামচরিত নাটকটির বাল্মীকির কাহিনীর সঙ্গে মূল প্রভেদ কোথায় ?

 

 

উঃ- বাল্মীকির রামায়ণের উত্তর কান্ডের রামসীতার বিয়োগান্ত কাহিনীই এই নাটকে ভবভূতির প্রতিভাস্পর্শে মিলনে পর্যভূষিত করেছে।

 

 

 

রাজশেখর সম্বন্ধে লেখ।

 

 

উঃ- সংস্কৃত নাট্যসাহিত্যের এক প্রখ্যাত নাট্যকার হলেন রাজশেখর। তাঁর পিতা হলেন দুদুক এবং মাতা শীলাবতী । তিনি রাজা মহেন্দ্র পালের গুরু ছিলেন এবং মহীপালের পৃষ্ঠপোষকতা লাভ করেন ।

 

 

 

রাজশেখর রচিত ছয়টি নাটকের মধ্যে কয়টি নাটক পাওয়া যায় ও কী কী ?

 

 

উঃ- রাজশেখর রচিত ছয়টি নাটকের মধ্যে চারটি নাটক পাওয়া যায়। যথা- কর্পূরমঞ্জরী, বালরামায়ণ, বিদ্ধশালভঞ্জিকা ও বালভারত ।

 

 

 

কর্পূরমঞ্জরী কত অঙ্কের নাটক এবং এর বিষয় বস্তু কী ?

 

 

উঃ- কর্পূরমঞ্জরী চার অঙ্কের নাটক । রাজা চন্দ্রপালের সাথে এক রাজকুমারীর প্রণয় কাহিনী এতে বর্ণিত ।

 

 

 

অনর্ঘরাঘব নাটকটির সম্বন্ধে যা জান লেখ।

 

 

উঃ- অনর্ঘরাঘব নাটকের রচয়িতা হলেন মুরারি । নাটকটি সাতটি অঙ্কে রচিত এবং রামায়ণ থেকে এর আখ্যানভাগ গৃহীত হয়েছে।

 

 

 

প্রসন্নরাঘবের নাটকটি সম্বন্ধে যা জান লেখ।

 

 

উঃ- প্রসন্নরাঘবের রচয়িতা হলেন জয়দেব । বাল্মীকি রচিত রামায়ণ থেকে নাটকটির কাহিনী গৃহীত হয়েছে । নাটকটির অঙ্ক সংখ্যা সাত।

 

 

 

চতুর্ভাণী কী ?

 

 

উঃ- বিংশ শতাব্দীর তৃতীয় দশকে চারটি একাঙ্ক নাটিকা বা ভাগ একত্রে প্রকাশিত হয় । এই চারটি ভাগের সমষ্টিকে বলা হয় চতুর্ভাণী। এগুলি হল যথা- (১) বররুচি- উভয়াভিসারিকা (২) শূদ্রকের পদ্মপ্রাভৃতক (৩) ঈশ্বরদত্তের ধূর্তবিটসংবাদ (৪) শ্যামিলকের পাদতাড়িতক।

 



You May Also Like...........


দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 1

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 2

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 4

No comments:

Post a Comment