Tuesday, October 24, 2023

দৃশ্যকাব্য নাট্যসাহিত্য এর সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর Sanskrit Drama - 4

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama for Class 12, B.A, M.A, NET, SET WBSSC. উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer, History of Sanskrit Literature.


দৃশ্যকাব্য নাট্যসাহিত্য এর সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর Sanskrit Drama - 4






উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস HS Sanskrit Question and Answer : নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর, WBCHSE : Class 12 Sanskrit Question and Answer, Suggestion, Notes, MCQ, Very Short, Question and Answer বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর HS পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 

(toc) #title=( সূচিপত্র : দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 4)

 

 

অভিজ্ঞানের ব্যবহার আছে এমন কয়েকটি নাটকের নাম কর।

 

 

উঃ- কালিনাস রচিত অভিজ্ঞান শকুন্তলাম নাটকে অঙ্গুরীয়ক, বিক্রমোবর্ণীয়ম নাটকে সঙ্গমনীয় মণি, বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস নাটকে মুদ্রা শ্রীহর্ষ রচিত রত্নাবলী নাটকে কন্ঠহার, ভবভূতি রচিত মালতীমাধব নাটকে মালা এবং প্রভৃতি অভিজ্ঞানের ব্যবহার দেখা যায়।

 

 

 

কালিদাস পূর্ববর্তী দুজন নাট্যকারের নাম লেখ ।

 

 

উঃ- কালিদাস-পূববর্তী দুজন নাট্যকার হলেন ভাস এবং অশ্বঘোষ।

 

 

 

কালিদাস তাঁর নাটকে কোন কোন নাট্যকারের নাম উল্লেখ করেছেন ?

 

 

উঃ- কালিদাস তাঁর 'মালবিকাগ্নিমিত্রম্ নাটকে ভাস, কবিপুত্র এবং সৌমিল্ল এই তিনজন নাট্যকারের নামোল্লেখ করেছেন।

 

 

 

ভাসের রচিত নাটকগুলি কে কোথায় আবিষ্কার করেন ?

 

 

উঃ- মহামহোপাধ্যায় টি. গণপতিশাস্ত্রী কেরলের পদ্মনাভপুরম্‌ এর কাছে 'মনলিক্‌করনাথন' নামক স্থানে ১৯০৯ থেকে ১৯১১ সালে ভাসের নাটকগুলি আবিষ্কার করেন ।

 

 

 

মহামহোপাধ্যায় টি. গণপতিশাস্ত্রী আবিষ্কৃত ১৩টি নাটকের রচয়িতা ভাস - এই মত কোন্ কোন্ পণ্ডিত এই মত স্বীকার করেন ?

 

 

উঃ- গণপতি শাস্ত্রী আবিষ্কৃত ১৩টি নাটকের রচয়িতা ভাস; এই মত অধ্যাপক কীথ, টমাস, পরঞ্চপে প্রমুখ পণ্ডিত স্বীকার করেন ।

 

 

 

গণপতি শাস্ত্রী আবিষ্কৃত ১৩টি নাটক ভাসের রচনা নয় - এই মত কোন্ কোন্ পণ্ডিত এই মত স্বীকার করেন

 

 

উঃ- গণপতি শাস্ত্রী আবিষ্কৃত ১৩টি নাটক ভাসের রচনা নয় এই মত স্বীকার করেন - বার্নেট, জনস্টন, পিসারোতি প্রমুখ পণ্ডিতেরা ।

 

 

 

ভাসের কাল নির্ণয় কর ?

 

 

উঃ- ভাস কালিনাস, দণ্ডী ও বাণভট্টের পূর্ববর্তী। তাঁদের গ্রন্থে ভাসের উল্লেখ পাওয়া যায়। ডঃ পুসলকরের মতে ভাস খ্রীঃ পূঃ চতুর্থ শতকের এবং কীথের মতে ৩০০ খ্রীঃ পূঃ এর নিকটবর্তী।

 

 

 

প্রতিমা নাটক কটি অঙ্কে রচিত এবং এর বিষয় বস্তু কী ?

 

 

উঃ- প্রতিমা নাটক সাতটি অঙ্কে রচিত । রামের বনবাস থেকে আরম্ভ করে রাবণবধের পর পুষ্পকবিমানে সীতার অযোধ্যায় প্রত্যাবর্তন পর্যন্ত ঘটনা এই নাটকে বর্ণিত হয়েছে।

 

 

 

দূতোঘটোৎকচ নাটকটির বিষয়বস্তু সম্পর্কে যা জান লেখ ।

 

 

উঃ- এই নাটকের বিষয় বস্তু হলো সপ্তরথী মিলে কুরুক্ষেত্র রণাঙ্গনে অন্যায় ভাবে যুদ্ধে করে অভিমন্যুকে বধ করে । পুত্রশোকাতুর অর্জুন প্রতিশোধ গ্রহণে কৃতসংকল্প হলেন। অপরদিকে ঘটোৎকচ কৃষ্ণের কথাতে কৌরবসভায় শান্তির প্রস্তাব নিয়ে উপস্থিত হলে দুর্যোধন তাঁকে অপমানিত করেন । পরে তিনি ধৃতরাষ্ট্রের কথায় শান্ত হন।

 

 

 

বালচরিত নাটকটি কত অঙ্কের ? এর বিষয় বস্তু কী ?

 

 

উঃ- বালচরিত নাটকটি এক অঙ্কে রচিত। শ্রীকৃষ্ণের বাল্য জীবন অবলম্বনে এই নাটকটি রচিত । অত্যাচারী কংসের ভয়ে বসুদেব নন্দের বড়িতে নবজাতক শ্রীকৃষ্ণকে রেখে এলেন। পরে কৃষ্ণকে বধ করার জন্যে কংস শ্রী কৃষ্ণকে মল্লযুদ্ধে আহ্বান জানালে শ্রী কৃষ্ণ কংসকে বধ করেন ।

 

 

 

প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ কত অঙ্কের নাটক এবং এর বিষয় বস্তু কী ?

 

 

উঃ- প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ চার অঙ্কের নাটক । কৌশাম্বীর রাজা উদয়ণকে প্রদ্যোৎ মহাসেন বন্দী করে কন্যা বাসবদত্তার সঙ্গীত শিক্ষকরূপে নিযুক্ত করেন। পরে মন্ত্রী যৌগন্ধরায়ণ কৌশলে তাঁকে মুক্ত করেন। বাসবদত্তা ও উদয়ণের প্রণয় পরিণয়ে সার্থকতা লাভ করে এবং তাঁদের বিবাহ হয়।

 

 

 

বিক্রমোবণীয়ম নাটকটি কোন জাতীয় রচনা ?

 

 

 উঃ- "বিক্রমোর্বশীয়ম্' নাটকটি ত্রোটক জাতীয় রচনা ।

 

 

 

অভিজ্ঞানশকুন্তলম্ নাটকটি কোন ঋতুতে প্রথম অভিনীত হয়েছিল ?

 

 

উঃ- অভিজ্ঞানশকুন্তলম্ নাটকটি গ্রীষ্ম ঋতুতে প্রথম অভিনীত হয়েছিল । কারণ, নাটকটির প্রস্তাবনাংশে সূত্রধার গ্রীষ্মকাল অবলম্বনে নটীকে গান গাইবার জন্যে অনুরোধ করেন গ্রীষ্মসময়মধিকৃত্য গীয়তাম"।

 

 

 

শূদ্রক কোন শতকের কবি ?

 

 

উঃ- খ্রীঃ পূঃ দ্বিতীয় শতাব্দী থেকে খ্রীষ্টীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যে কোন একসময়ে শূদ্রক আবির্ভূত হয়েছিলেন ।

 

 

 

শূদ্রক রচিত নাটকটি সম্বন্ধে লেখ।

 

 

উঃ - শূদ্রক রচিত নাটকটি হল মৃচ্ছকটিক । এটি প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য। ব্রাহ্মণ চারুদত্ত এবং গণিকা বসন্তসেনার প্রণয়-কাহিনীই হল এই নাটকটির প্রধান উপজীব্য বিষয়। নাটকটি দশ অঙ্কে রচিত ।

 

 

 

প্রিয়দর্শিকা নাটকটি সম্বন্ধে লেখ।

 

 

উঃ- প্রিয়দর্শিকা চারঅঙ্কের নাটিকা শ্রেণীর দৃশ্যকাব্য । অঙ্গরাজ দৃঢ়বর্মার কন্যা প্রিয়দর্শিকার সঙ্গে বৎসরাজ উদয়নের মিলন কাহিনীই এই নাটকের প্রধান উপজীব্য।

 

 

 

কালিনাসোত্তর যুগে সর্বশ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন এবং তাঁর সর্বশ্রেষ্ঠ নাটক কী ?

 

 

উঃ- কালিদাসোত্তর যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হলেন ভবভূতি এবং তাঁর সর্বশ্রেষ্ঠ নাটক হল উত্তররামচরিত ।

 

 

 

ভবভূতি রচিত নাটক গুলি কী কী?

 

 

উঃ- ভবভূতি তিনটি নাটক রচনা করেন। সেগুলি হল যথাক্রমে মালতী-মাধব, মহাবীরচরিত ও উত্তররামচরিত।

 

 

 

মালতীমাধব নাটকটি সম্বন্ধে লেখ।

 

 

উঃ- মালতীমাধব দশ অঙ্কের প্রকরণজাতীয় দৃশ্যকাব্য। বিদর্ভের রাজমন্ত্রী দেবরাতের পুত্র মাধব এবং উজ্জয়িনীর রাজমন্ত্রী ভূরিবসুর কন্যা মালতীর প্রণয়কাহিনী অবলম্বনে নাটকটি রচিত।

 

 

 

ভট্টনারায়ণ কোন সময়ে বর্তমান ছিলেন ?

 

 

উঃ- খ্রীষ্টীয় সপ্তম শতাব্দীর শেষভাগ বা অষ্টম শতাব্দীর প্রথম ভাগে ভট্টনারায়ণ বর্তমান ছিলেন।

 

 

 

বেণীসংহার নাটকের মূল রস ও অঙ্গ রস কী ?

 

 

উঃ- বেণীসংহার নাটকের মূল রস হল বীর এবং রৌদ্র। হাস্য হল অঙ্গরস ।

 

 

 

বিশাখদত্তের সম্বন্ধে কী জান ?

 

 

উঃ- বিশাখদত্তের পিতা হলেন ভাস্কর দত্ত এবং পিতামহ হলেন বটেশ্বর দত্ত । অনেক পণ্ডিতের মতে তিনি হলেন সামস্ত বটেশ্বর দত্তের পৌত্র । অধিকাংশ পণ্ডিতের মতে বিশাখদত্ত খ্রীষ্টীয় নবম শতাব্দীর পূর্ববর্তী ।

 

 

 

রাজনৈতিক প্রেক্ষাপট অবলম্বনে রচিত একটি নাটকের নাম কর এবং তার রচয়িতা কে ?

 

 

উঃ- রাজনৈতিক প্রেক্ষাপট অবলম্বনে রচিত একটি নাটক হল বিশাখদত্তের মুদ্রারাক্ষস ।

 

 

 

রাজশেখরের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি ?

 

 

উঃ- রাজশেখরের সর্বশ্রেষ্ঠ নাটক হল বিদ্ধশালভঞ্জিকা।

 

 

 

বালরামায়ণ নাটকটির বিষয়বস্তু কী ?

 

 

উঃ- বাল রামায়ণ দশ অঙ্কে রচিত একটি নাটক। ভবভূতি রচিত মহাবীরচরিত নাটকের প্রভাব এতে দেখা যায় ।



You May Also Like...........


দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 1

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 2

দৃশ্যকাব্য : নাট্যসাহিত্য || সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর || Sanskrit Drama - 3



No comments:

Post a Comment