Wednesday, November 15, 2023

TET Preparation-Competitive Exam

sanskritshiksha.in

সংস্কৃত শিক্ষা

Competitive Exam || SSC || ssc nic  Primary tet || Ctet Exam ||WBSSC, Primary tet || tet || TET Preparation || NET || SET.


Ctet Exam || Competitive Exam || tet || tet preparation || WBSSC || ssc nic  Primary tet || NET || SET.



(toc) #title=( সূচিপত্র)



অভিজ্ঞ শিক্ষক কর্তৃক কুড়ি বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা প্রসূত এই নোটস গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ১০০% নম্বর পাওয়ার যোগ্য করে রচিত। বহু ছাত্র-ছাত্রী এই নোটস্ লিখে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য লাভ করেছ।

 


পাঠ্য সম্পর্কিত তথ্যঃ

পাঠ্যের নাম প্রতিযোগিতা মূলক পরীক্ষা প্রস্তুতি
বিষয় সাধারণ জ্ঞান
পরীক্ষার নাম
Ctet Exam, TET, TET Preparation , SSC nic, WBSSC, Primary TET, NET, SET etc.
প্রশ্নের ধরণ বহুবৈকল্পিক প্রশ্নোত্তর (MCQ)

প্রশ্নের মান প্রতিটি প্রশ্নের মান - ১


বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর : পাঠ্যের নাম - প্রতিযোগিতা মূলক পরীক্ষা প্রস্তুতি, বিষয় - সাধারণ জ্ঞান, পরীক্ষার নাম - Ctet Exam, TET, TET Preparation, SSC nic, WBSSC, Primary TET, NET, SET etc. প্রশ্নের ধরণ - বহুবৈকল্পিক(MCQ), প্রশ্নের মান - প্রতিটি প্রশ্নের মান - ১. এই প্রশ্নোত্তর গুলি ১০০% কমন আসার যোগ্য
Various Competitive Exam Questions and Answers : Text Name - Competitive Exam Preparation, Subject - General Knowledge, Exam Name - Ctet Exam, TET, TET Preparation, SSC nic, WBSSC, Primary TET, NET, SET etc. Question Type – Multiple Choice(MCQ), Question Value - Each question is worth - 1. These questions and answers are 100% common

 


প্রশ্ন ও উত্তর গুলির বৈশিষ্ট্যঃ

ক্রমিক সংখ্যা

প্রশ্ন ও উত্তর গুলির বৈশিষ্ট্য

১। সহজ সরল ভাষায় লেখা।
২। নোটসের মধ্যে অযথা পাণ্ডিত্য প্রকাশ করা হয়নি।
৩। ভাষা ও শব্দের পরিমিত প্রয়োগ করা হয়েছে।
৪। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় যে ভাবে আসে ঠিক সেই ভাবেই এখানে উপস্থাপন করা হয়েছে।
৫। উত্তর গুলি To The Point করা হয়েছে।
৬। প্রশ্ন ও উত্তর গুলি বিন্যাসের ক্ষেত্রে পরীক্ষায় কমন আসার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
৭। বহু ছাত্র-ছাত্রী এই নোটস্ লিখে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য লাভ করেছ।



Competitive Exam Preparation


কে বলেছিলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ ?

(a) ইন্দিরা গান্ধী।

(b) জওহরলাল নেহরু।

(c) রাজেন্দ্রপ্রসাদ।

(d) মতিলাল নেহরু।

 

 

উত্তরঃ- 

(b) জওহরলাল নেহরু

 

 

সমাজে বৈষম্যের মূল কারণ কি ?

(a) যখন মানুষ অর্থ, শিক্ষার অভাবে বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূর করতে পারে না।

(b) তাদের জাতিগত ধারণা ভালো সুযোগকে গ্রহণ করতে দেয় না।

(c) যখন কোন মানুষ যে সুযোগ পায় অপর মানুষ তা পায় না।

(d) উপরের সব গুলি।

 

 

উত্তরঃ- 

(d) উপরের সব গুলি।

 

 

সংস্কৃতি মত-পার্থক্য কিভাবে বুঝতে পারি ?

(a) একই সংস্কৃতির মানুষ একই শহরে থেকে কাজ করো।

(b) হাসপাতালে বা হোটেলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন।

(c) একটি রেস্তোরাঁতে অন্য দেশের খাবার পরিবেশন।

(d) সমাজে প্রাপ্ত রীতিনীতি, সংস্কার, বিশ্বাসের পার্থক্য।

 

 

উত্তরঃ- 

(d) সমাজে প্রাপ্ত রীতিনীতি, সংস্কার, বিশ্বাসের পার্থক্য।

 

 

ব্যক্তিগত ভিত্তিতে কারো সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে কি বলে ?

(a) প্রাতিষ্ঠানিক ধারণা।

(b) ব্যক্তিগত ধারণা।

(c) প্রাতিষ্ঠানিক বিদ্বেষ।

(d) ব্যক্তিগত বিশ্লেষণ।

 

 

উত্তরঃ- 

(d) ব্যক্তিগত বিশ্লেষণ।

 

 

প্রতিবন্ধী শিশুদের বর্তমানে কি বলা হয় ?

(a) প্রতিবন্ধী বা handicapped.

(b) ভিন্নভাবে সক্ষম।

(c) বিশেষ চাহিদাসম্পন্ন শিশু।

(d) কোনটিই নয়।

 

 

উত্তরঃ-

(c) বিশেষ চাহিদাসম্পন্ন শিশু।

 

 

কেরালা ও লাদাখের অধিবাসীদের মধ্যে সত্যিকারের পার্থক্য কোথায় ?

(a) অবস্থান, সংস্কৃতি ও জলবায়ু।

(b) ভূগোল, সংস্কৃতি ও অবস্থান।

(c) ভূগোল, অবস্থান ও জলবায়ু।

(d) কোনটিই নয়।

 

 

উত্তরঃ- 

(c) ভূগোল, অবস্থান ও জলবায়ু।

 

 

কর্মীরা কিভাবে সংস্কৃতিগত ভুলবোঝাবুঝি দূর করতে পারেন ?

(a) সবসময় কাজে মনোযোগ দেবেন।

(b) সংস্কৃতিগত বৈষম্যকে যথাযথ মর্যাদা দেবেন।

(c) তাদের সংস্কৃতি অনুসারে ব্যবহার করবেন।

(d) বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেবেন।

 

 

উত্তরঃ- 

(b) সংস্কৃতিগত বৈষম্যকে যথাযথ মর্যাদা দেবেন।

 

 

সমাজতন্ত্রবাদের প্রবক্তা কে ?

(a) লক।

(b) রুশো।

(c) ম্যাকিয়েভেলী।

(d) মার্কস।

 

 

উত্তরঃ- 

(d) মার্কস।

 

 

ভারতীয়রা সর্বভারতীয়ভাবে কবে ভোট দেওয়ার অধিকার পায় ?

(a) 1931 সালে।

(b) 1947 সালে স্বাধীনতা লাভের পর।

(c) 1964 সালে।

(d) এদের কোনটি নয়।

 

 

উত্তরঃ- 

(b) 1947 সালে স্বাধীনতা লাভের পর।

 

 

নিচের কোনটি যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ?

(a) পক্ষপাতগত বাঁধার ধারণা, সহমর্মিতার অভাব।

(b) সহমর্মিতা, সাহায্যকারী ও বোঝার মানসিকতা।

(c) সঠিক শিক্ষার সাফল্য।

(d) (b) ও (c)

 

 

উত্তরঃ- 

(a) পক্ষপাতগত বাঁধার ধারণা, সহমর্মিতার অভাব।

 

 

বিদ্বেষ বিরোধীকেকিভাবে বলা যায় ?

(a) সবাইকে জাতিগত, ধর্মীয় ও অন্য যে-কোন ভাবে সমান চোখে দেখা।

(b) জাতি, লিঙ্গ, সম্প্রদায়ের ভিত্তিতে কারো সম্বন্ধে বিচার করা।

(c) একই সম্প্রদায়ের সমস্ত মানুষের সঙ্গে সমান ব্যবহার করা।

(d) কারো সংস্কৃতি, লিঙ্গ ধর্ম দেখে স্থির করা কোন কাজ তার জন্য উপযোগী হবে।

 

 

উত্তরঃ- 

(a) সবাইকে জাতিগত, ধর্মীয় ও অন্য যে-কোন ভাবে সমান চোখে দেখা।

 

 

নিচের কোনটি সাধারণত শহুরে লোকেদের মধ্যে দেখা যায় ?

(a) মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়।

(b) মানুষ কাজের সন্ধানে শহরে আসতে বাধ্য হয়।

(c) তারা খুব কুসংস্কারাচ্ছন্ন হয়।

(d) পরিবারের লোকেরা একে অপরের সঙ্গে কম সময় কাটায়।

 

 

উত্তরঃ- 

(d) পরিবারের লোকেরা একে অপরের সঙ্গে কম সময় কাটায়।

 

 

নিচের কোন্ ধর্মমত কেরালায় প্রচলিত নয় ?

(a) হিন্দু।

(b) বৌদ্ধ।

(c) তাওবাদ।

(d) তাওবান।

 

 

উত্তরঃ- 

(c) তাওবাদ।

 

 

নিচের কোন্ রাজ্যে মুসলিমদের শিক্ষার হার সর্বোচ্চ ?

(a) কেরালা।

(b) উত্তরপ্রদেশ।

(c) আসাম।

(d) তামিলনাড়ু।

 

 

উত্তরঃ- 

(a) কেরালা।

 

 

আধিকারিকেরা সংস্কৃতিগত ভুল বোঝাবুঝি কিভাবে দূর করতে পারেন ?

(a) দেখবেন যেন সমস্ত কর্মীরা একই সম্প্রদায় থেকে আসে।

(b) ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোক নিয়োগ করবেন।

(c) সমস্ত কর্মীকে শিক্ষা, সংস্কৃতিগত সচেতনতা ও সহনশীলতার ক্ষমতার শিক্ষা দেবেন।

(d) বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেবেন।

 

 

উত্তরঃ- 

(c) সমস্ত কর্মীকে শিক্ষা, সংস্কৃতিগত সচেতনতা ও সহনশীলতার ক্ষমতার শিক্ষা দেবেন।

 

 

সংস্কৃতিগত ভুল বোঝাবুঝি কখন তৈরি হয় ?

(a) মৌখিক নির্দেশ বোঝা যায় না।

(b) মানুষ খোলাখুলি তার মনের কথা বলে।

(c) অফিসের মধ্যে ও বাইরে যোগাযোগ থাকে না।

(d) বিভিন্ন সংস্কৃতির মানুষ নিজ নিজ ধারণা নিয়ে কথা বলতে থাকে।

 

 

উত্তরঃ- 

(d) বিভিন্ন সংস্কৃতির মানুষ নিজ নিজ ধারণা নিয়ে কথা বলতে থাকে।

 

 

আরো পড়ুন ..........


1. BENGALI | FIRST LANGUAGE । Competitive Exam | Primary TET | CTET


2. CHILD DEVELOPMENT AND PEDAGOGY | Competitive Exam | SSC | Primary TET | CTET 


3. ENGLISH | SECOND LANGUAGE । Competitive Exam | Primary TET | CTET



নিচের কোনটি বি.আর. আম্বেদকরের ফললব্ধ নয় ?

(a) তিনি ভারতীয় সংবিধানের জনক।

(b) তিনি ছেলেকে ইঞ্জিনিয়ারিং শিখতে বিলেত পাঠিয়েছিলেন।

(c) তিনি তার সম্প্রদায়ের প্রথম ব্যক্তি যিনি কলেজ শিক্ষা শেষ করে আইন পড়তে বিলেত গিয়েছিলেন।

(d) দলিতদের মন্দিরে ঢুকতে সাহায্য করেছিলেন।

 

 

উত্তরঃ- 

(b) তিনি ছেলেকে ইঞ্জিনিয়ারিং শিখতে বিলেত পাঠিয়েছিলেন।

 

 

কোন সম্প্রদায়ের সম্পর্কে যে ধারণা তৈরি হয়ে যায় তাকে কি বলে ?

(a) বিদ্বেষ।

(b) গতে বাঁধা ধারনা।

(c) ধনী।

(d) ভুল বিচার।

 

 

উত্তরঃ- 

(b) গতে বাঁধা ধারনা।

 

 

আগেকার দিনে কোন কাজ যারা অস্পৃশ্য তারা করতে পারত না ?

(a) নোংরা পরিষ্কার।

(b) গ্রামের থেকে মরা পশু সরানো।

(c) মন্দিরে ঢুকে পুজো।

(d) বাসন পরিষ্কার।

 

 

উত্তরঃ- 

(c) মন্দিরে ঢুকে পুজো।

 

 

সামরিক শাসক প্রতিষ্ঠিত একটি দেশ কোনটি ?

(a) স্পেন

(b) নাইজিরিয়া

(c) আরব

(d) ব্রিটেন

 

 

উত্তরঃ- 

(b) নাইজিরিয়া

 

 

কত সালে ব্রিটেন ও U.S.A-এ মহিলারা ভোট দেওয়ার অধিকার পায় ?

(a) 1920 U.S.A এবং 1928 ব্রিটেন

(b) 1920 ব্রিটেন ও 1928 U.S.A

(c) 1820 ব্রিটেন এবং 1776 U.S.A

(d) 1947 ব্রিটেন ও 1920 U.S.A

 

 

উত্তরঃ- 

(a) 1920 U.S.A এবং 1928 ব্রিটেন

 

 

সর্ব প্রথম কোন রাষ্ট্রে গণতান্ত্রিক সরকারের উপস্থিতি লক্ষ্য করা যায় ?

(a) ইজিপ্ট

(b) মেসোপটেমিয়া

(c) এথেন

(d) মহেঞ্জোদাড়ো

 

 

উত্তরঃ- 

(c) এথেন

 

 

নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি রাজনৈতিক অধিকার ?

(a) ব্যক্তিগত স্বাধীনতার অধিকার

(b) জীবনের অধিকার

(c) সভা-সমিতি করার অধিকার

(d) নির্বাচনের অধিকার

 

 

উত্তরঃ- 

(d) নির্বাচনের অধিকার

 

 

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্যতম কার্যকারী দেশ হল -

(a) ভারত

(b) U.S.A

(c) ফ্রান্স

(d) ব্রিটেন

 

 

উত্তরঃ- 

(b) U.S.A

 

 

"সর্বাত্মক রাষ্ট্রতত্ত্ব", "সাম্রাজ্যবাদ' প্রভৃতি কোন্ রাজনৈতিক ব্যবস্থার রূপ ?

(a) গণতন্ত্র

(b) ফ্যাসিবাদ

(c) সমাজতন্ত্র

(d) কোনটিই নয়

 

 

উত্তরঃ- 

(b) ফ্যাসিবাদ

 

 

বর্তমানে সর্বোৎকৃষ্ট রাজনৈতিক ব্যবস্থা হল।

(a) গণতন্ত্র

(b) সমাজতন্ত্র

(c) স্বৈরতন্ত্র

(d) সবকটিই



উত্তরঃ- 

(a) গণতন্ত্র

 

 

গণতন্ত্রে কোন্ বিষয়কে প্রাধান্য দেওয়া হয় না ?

(a) বাক স্বাধীনতাকে

(b) ভোটাধিকার-এর স্বাধীনতাকে

(c) সাম্প্রদায়িক দল গঠনকে

(d) গণমাধ্যমের স্বাধীনতাকে

 

 

উত্তরঃ- 

(c) সাম্প্রদায়িক দল গঠনকে

 

 

ভারতে কীরূপ দল ব্যবস্থা পরিলক্ষিত হয় ?

(a) একদলীয়

(b) বহুদলীয়

(c) দ্বি-দলীয়

(d) কোনটিই নয়

 

 

উত্তরঃ- 

(b) বহুদলীয়

 

 

ভারতে আইন প্রণয়নের ক্ষেত্রে কার প্রাধান্য গৃহীত হয় ?

(a) রাষ্ট্রপতির

(b) পার্লামেন্টের

(c) প্রধানমন্ত্রীর

(d) এদের কোনটিই নয়

 

 

উত্তরঃ- 

(b) পার্লামেন্টের

 

 

গণতন্ত্রের একটি প্রধান আদর্শ হল -

(a) ব্যক্তিগত স্বাধীনতা

(b) স্বাধীনতা ও সাম্য

(c) সামাজিক স্বত্ত্ব প্রতিষ্ঠা

(d) বর্ণ বৈষম্য

 

 

উত্তরঃ- 

(b) স্বাধীনতা ও সাম্য

 

 

বর্তমানে জন সচেতনতা বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম হল -

(a) রাজনৈতিক দল

(b) সম্প্রচার

(c) গণমাধ্যম

(d) সবকটিই

 

 

উত্তরঃ- 

(c) গণমাধ্যম

 

 

এর মধ্যে কোনটি সরকারের কাজ নয় ?

(a) বৈদেশিক নীতি নিয়ন্ত্রণ

(b) প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ

(c) ব্যক্তিগত সম্পত্তির সঠিক ভাগ করা

(d) জনগণের সার্বিক কল্যাণ সাধন

 

 

উত্তরঃ- 

(c) ব্যক্তিগত সম্পত্তির সঠিক ভাগ করা

 

 

ক্ষমতা যখন একজন বা একটি গোষ্ঠীর হাতে থাকে তখন তাকে কী ধরনের শাসনব্যবস্থা বলে ?

(a) একনায়কতন্ত্র

(b) যুক্তরাষ্ট্রীয়

(c) এককেন্দ্রীক

(d) সমাজতান্ত্রিক ব্যবস্থা

 

 

উত্তরঃ-

(a) একনায়কতন্ত্র

 

 

ভারতে ক'টি মৌলিক অধিকার সংবিধানে স্বীকৃত ?

(a) ১৫

(b) ১২

(c) ১০

(d) ১১

 

 

উত্তরঃ- 

(d) ১১

 

ভারতের প্রধান বিচার বিভাগ অর্থাৎ সুপ্রীম কোর্টের বিচারপতির নিয়োগ কে করেন ?

(a) রাষ্ট্রপতি

(b) রাজ্যপাল

(c) প্রধানমন্ত্রী

(d) পার্লামেন্ট

 

উত্তরঃ- 

(a) রাষ্ট্রপতি







No comments:

Post a Comment