sanskritshiksha.in
সংস্কৃত শিক্ষা
পৌরাণিক কাহিনী বা Myth বলতে কী বোঝো ? এর বৈশিষ্ট্য লেখ ? এর উদাহরণ সহ গুরুত্ব আলোচনা কর।
কিংবদন্তি বলতে কী বোঝো ? কয়েকটি কিংবদন্তির উদাহরণ দাও। কিংবদন্তির গুরুত্ব আলোচনা কর। পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির পার্থক্য লেখ।
What do you mean by myth? Write its characteristics? Discuss its importance with examples.
And
What do you mean by legend? Give examples of some legends. Discuss the importance of legends. Write the difference between myth and legend.
(toc) #title=( সূচিপত্র)
ইতিহাস শিক্ষক কর্তৃক কুড়ি বছরের শিক্ষকতা করার
অভিজ্ঞতা প্রসূত এই নোটস গুলি ইতিহাস বিষয়ের ছাত্র-ছাত্রীদের ১০০% নম্বর পাওয়ার
যোগ্য করে রচিত। Class 12 এর বহু ছাত্র-ছাত্রী এই নোটস্ লিখে পরীক্ষায় ৯০%
থেকে ১০০% নম্বর পেয়েছে।
পাঠ্য সম্পর্কিত তথ্যঃ
| পাঠ্যের নাম | উচ্চমাধ্যমিক ইতিহাস |
| অধ্যায় | প্রথম |
| অধ্যায়ের নাম | অতীত স্মরণ |
| উপ-অধ্যায় | অতীত কল্পনা ঃ পৌরাণিক কাহিনি, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য। |
| অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন | পরীক্ষায় বহুবৈকল্পিক প্রশ্ন আসে ২টি, মান ১+১ = ২ এবং রচনাধর্মী প্রশ্ন আসে ১টি, মান ৮×১ = ৮ |
উচ্চমাধ্যমিক ইতিহাস এর প্রথম অধ্যায়ের প্রশ্ন ও উত্তর : অধ্যায়ের নাম - অতীত স্মরণ, উপ-অধ্যায় - অতীত কল্পনা : পৌরাণিক কাহিনি, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য এর প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের বহুবৈকল্পিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
Higher Secondary History First Chapter Questions and Answer : Chapter Name - Past Memories, Sub-Chapter - Past Imagination : Questions and Answers on Mythology, Legends, Folklore, Memoirs and Oral Traditions are given below. This 12th class history multiple choice, short, super concise and essay question answers are very important for high school exams.
নোটস্ গুলির বৈশিষ্ট্যঃ
| ক্রমিক সংখ্যা | নোটস্ গুলির বৈশিষ্ট্য |
|---|---|
| ১। | সহজ সরল ভাষায় লেখা। |
| ২। | নোটসের মধ্যে অযথা পাণ্ডিত্য প্রকাশ করা হয়নি। |
| ৩। | ভাষা ও শব্দের পরিমিত প্রয়োগ করা হয়েছে। |
| ৪। | যেখানে প্রয়োজন কেবলমাত্র সেখানেই যথাযথ উদ্ধৃতি দেওয়া হয়েছে। |
| ৫। | উত্তর গুলির আকার অযথা বড় বা ছোট করা হয়নি। |
| ৬। | উত্তর গুলি পরীক্ষকদের রুচিসম্মত ভাবে ছোট ছোট পয়েন্ট করে লেখা হয়েছে। |
| ৭। | পরীক্ষায় যথাযথ ভাবে উত্তর গুলি লিখলে ৯০% থেকে ১০০% নম্বর অবশ্যই পাবে। |
পৌরাণিক কাহিনী বা Myth বলতে কী বোঝো ? এর বৈশিষ্ট্য লেখ ? এর উদাহরণ সহ গুরুত্ব আলোচনা কর।
What do you mean by myth? Write its characteristics? Discuss its importance with examples.
উত্তরঃ -
পৌরাণিক কাহিনী বা Myth:-
যে ঐতিহাসিক উপাদান গুলিতে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ
তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে। এগুলি সাহিত্যের সর্বপ্রথম রূপ।
প্রকৃতপক্ষে মানব সভ্যতার উদ্ভবের পূর্বে ঐশ্বরিক জগতকে নিয়ে গঠিত হওয়া কাল্পনিক
ঘটনাবলী-ই হল পৌরাণিক কাহিনীর মূল ভিত্তি।
পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যঃ
ঐতিহাসিক জে এফ বিয়ারলেইন পৌরাণিক কাহিনীর ছয়টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন যথা -
উত্তরাধিকার সূত্রে প্রাপ্তঃ
পৌরাণিক কাহিনী গুলি অতীতের সময় থেকে উত্তরাধিকার সূত্রের বর্তমান সমাজেও প্রচলিত। বিয়ারলেইনের মতে - "পৌরাণিক কাহিনী হল আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিন-এ লিপিবদ্ধ থাকে।"
প্রাগৈতিহাসিক বিবরণঃ
পৌরাণিক কাহিনী গুলি হল প্রাগৈতিহাসিক যুগের ঘটনাবলী। মানব সভ্যতার সূচনার আগের বিভিন্ন চিত্র পৌরাণিক কাহিনী গুলোতে পাওয়া যায়।
বিষয়ের বিশিষ্ট্যতাঃ
পৌরাণিক কাহিনীগুলির বিবরণের ভাষা এমন হয়, যা আমাদের উপলব্ধির বাইরের বিষয়গুলি আলোচনা করে অলৌকিক জগত সম্পর্কে আমাদের ধারণা দেয়।
পরিচয়ের ভিত্তিঃ
পৌরাণিক কাহিনী গুলি হল, কোন সমাজ বা সম্প্রদায়ের পরিচয় এর মূল ভিত্তি। এগুলি কোন সমাজের অতীত সম্পর্কে জানতে আমাদের বিশেষ সহযোগিতা করে।
বিধি নিয়মের স্বীকৃতিঃ
পৌরাণিক কাহিনী সমাজে প্রচলিত ধর্ম ও বিধি নিয়মগুলিকে স্বীকৃতি দেয়। তার ফলে সামাজিক বিধি নিয়মগুলি আরো সুদৃঢ় হয়।
জীবনের অর্থবহতাঃ
পৌরাণিক কাহিনী গুলি হল এক ধরনের বিশ্বাস। যা জীবনকে অর্থবহ করে তোলে।
পৌরাণিক কাহিনীর উদাহরণঃ
১. হিন্দু পুরাণে দেবী দুর্গার কাহিনী।
২. বিশ্বব্যাপী বন্যার কাহিনী।
৩. পেগান ধর্মের মূর্তি নির্মাণের কাহিনী।
৪. বাইবেলের নোয়া নৌকার কাহিনী।
৫. পুরাণে কালিদাসের কাহিনী।
৬. গ্রিক পুরাণের দেবরাজ জিউসের কাহিনী।
পৌরাণিক কাহিনীর গুরুত্বঃ
পৌরাণিক কাহিনী গুলির সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও এগুলি নানা ভাবে ইতিহাসের
উপাদান হিসেবে কাজ করে আসছে। বর্তমানে ধর্মীয় সমাজ ও সংস্কৃতির ইতিহাস রচনায়
পৌরাণিক কাহিনী গুরুত্ব বেড়ে চলেছে। যথা -
ইতিহাসের যথার্থ উপাদানঃ
পৌরাণিক কাহিনী গুলোতে অতীত ইতিহাসের বহু সত্য ও যথার্থ উপাদান লুকিয়ে থাকে। তাই জে. এফ. বিয়ারলেইন বলেছেন -
"Myth বা পৌরাণিক কাহিনীগুলি হল গল্পের আকারে সত্য ঘটনা প্রকাশ।"
সময়কাল নির্ণয়ঃ
পৌরাণিক কাহিনী গুলোর সঙ্গে তুলনামূলক পদ্ধতি যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে। প্রাচীন ভারতের সময়কাল নির্ণয়ের ক্ষেত্রে পৌরাণিক কাহিনী গুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে।
বংশ তালিকাঃ
পুরান গুলি থেকে প্রাচীনকালের বিভিন্ন বংশধালিকা পাওয়া যায়। ডঃ রণবীর চক্রবর্তীর মতে -
"পুরাণে বর্ণিত রাজবংশ গুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য।"
ধারাবাহিকতাঃ
পৌরাণিক কাহিনী গুলি ইতিহাস এর ধারাবাহিকতা রক্ষা করে। যে কোনো ঘটনার বিবরণ
ধারাবাহিকভাবে পৌরাণিক কাহিনী থেকে পাওয়া যায়।
ধর্মীয় সাংস্কৃতিক গুরুত্বঃ
পৌরাণিক কাহিনীগুলি কোন একটি সমাজের বা গোষ্ঠীর ধর্মীয় এবং সামাজিক জীবন
আমাদের সামনে তুলে ধরে। ফলে সেই অতীতের ধর্ম এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে আমরা
ধারণা লাভ করতে পারি।
প্রশ্নঃ - ২
কিংবদন্তি বলতে কী বোঝো ? কয়েকটি কিংবদন্তির উদাহরণ দাও। কিংবদন্তির গুরুত্ব আলোচনা কর। পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির পার্থক্য লেখ।
What do you mean by legend? Give examples of some legends. Discuss the importance of legends. Write the difference between myth and legend.
উত্তরঃ -
ভূমিকাঃ
সাধারণত বিশেষ কোন অঞ্চলে সংঘটিত কোন ঘটনা বা চরিত্র কেন্দ্রিক কাহিনী যা সেই
অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে আর পরবর্তী প্রজন্মের
কাছে তা প্রচার করে তাকে কিংবদন্তি বলা হয়। ডক্টর রিচার্ড ক্যাভিনডিশ লিখেছেন -
"কিংবদন্তি হল সুন্দর গল্প, যা নিজস্ব শৈলীতে মনোগ্রাহী এবং এগুলি প্রায়শই যা প্রকৃত ঘটেছে, তার পরিবর্তে যা ঘটা উচিত ছিল সেই বিষয়কে বর্ণনা করে।
কিংবদন্তির উদাহরণঃ
১. রামচন্দ্র
২. শ্রীকৃষ্ণ
৩. হারকিউলিস
৪. প্রমিথিউস
৫. গোপাল ভাঁড়
কিংবদন্তির গুরুত্বঃ
কিংবদন্তির ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও মৌখিক ইতিহাসের উপাদান হিসেবে
এই কিংবদন্তি যথেষ্ট গুরুত্ব রয়েছে। যথা -
ঐতিহাসিক তথ্যের সূত্রঃ
বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে ঐতিহাসিক ঘটনার সত্যতা নির্ণয় করা সম্ভব হয়েছে। উদাহরণ হিসেবে পূর্বভঙ্গের সীতার কোট, বেহুলার বাসর ঘর, অরুণ ধাপ ঢিবি, পান্ডু রাজার ঢিবি, প্রভৃতি সম্পর্কে যে কিংবদন্তি প্রচলিত ছিল তার ওপর ভিত্তি করে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া গেছে।
আনন্দ দানঃ
কিংবদন্তীর ঘটনাগুলি অতীত কাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে লোক সমাজে
আনন্দ দিয়ে আসছে। অনেক সময় কাল্পনিক হলেও পাঠকের কাছে তার বিশ্বাসযোগ্য হয়ে ওঠে
বলেই কিংবদন্তি পাঠ আনন্দ দান করে।
শিক্ষা দানঃ
বর্তমানকালের মানুষকে কিংবদন্তির ঘটনাগুলি অতীতের নৈতিকতা, বীরত্ব, প্রকৃতি, বিষয়ক
তথ্য সরবরাহ করে। এগুলি থেকে মানুষ তার জীবনের চলার পথে নানা শিক্ষা লাভ করে।
সত্যের প্রতি নিষ্ঠা, অনমনীয়
দৃঢ়তা,
সাহসিকতা, ত্যাগ, তিতিক্ষা, উদারতা, মানবিকতা - এসবের প্রতি গুরুত্ব দান করে নৈতিকতার শিক্ষাকেই সমৃদ্ধ করে।
প্রবাহমান ঐতিহ্যঃ
কিংবদন্তির চরিত্রগুলি সুদূর অতীত থেকে প্রাচীন ঐতিহ্যকে ধারণ ও বহন করে আসছে
এবং পরবর্তী প্রজন্মে সেই ঐতিহ্যকে সঞ্চারিত করে।
ঐতিহাসিক ভিত্তিঃ
কিংবদন্তির কাহিনীগুলির অনেক ক্ষেত্রে একটা বাস্তব ভিত্তি রয়েছে। বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাতের কালীপুজোর ভিত্তি আজও একটি কালীমন্দির কে চিহ্নিত করে।
কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর পার্থক্যঃ
কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে কিছু বিষয়ে মিল থাকলেও উভয়ের মধ্যে বেশ
কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এগুলি হল -
| পার্থক্যের বিষয় | কিংবদন্তি | পৌরাণিক কাহিনী |
|---|---|---|
| প্রধান চরিত্র | কিংবদন্তীর কাহিনীতে মানুষের কর্মকান্ড ও শক্তির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। | পৌরাণিক কাহিনীতে ঈশ্বরের কর্মকাণ্ড ও শক্তির ওপর বেশি গুরুত্ব আরোপ করা |
| ভিত্তি | অধিকাংশ ক্ষেত্রে কিংবদন্তির কাহিনীগুলির একটি সামাজিক বা সাংস্কৃতিক ভিত্তি থাকে। | পৌরাণিক কাহিনীগুলি সাধারণত ধর্মভিত্তিক। |
| কালপঞ্জি | প্রকৃতপক্ষে না হলেও বর্তমান সময়ের ভিত্তিতে কিংবদন্তির ঘটনাগুলি একটি কালপঞ্জি থাকে। | বর্তমান সময়ের ভিত্তিতে পৌরাণিক কাহিনীর কোন ধারাবাহিক কালপঞ্জি থাকে না। |
| বাস্তবতা | কিংবদন্তীর ঘটনা গুলির মধ্যে কিছুটা অবিশ্বাস্য কাহিনী প্রচলিত থাকলেও তার মধ্যে বাস্তব সত্য খুঁজে পাওয়া সম্ভব। | পৌরাণিক কাহিনীগুলির বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবের সঙ্গে কোন মিল খুঁজে পাওয়া যায় না। |
| সহায়ক উপাদান | কিংবদন্তীর গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে সহায়ক উপাদান হিসেবে বিভিন্ন কাল্পনিক উপাদান কে ব্যবহার করা হয়। | পৌরাণিক গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে সহায়ক উপাদান হিসেবে উপমার ব্যবহার করা। |
| ঐতিহাসিকতা | কিংবদন্তি ঘটনাগুলির মধ্যে ইতিহাসের আদি ঘটনার প্রামাণ্য তথ্যসূত্র পাওয়া যায়। | পৌরাণিক কাহিনী গুলিতে মূলত ধর্মীয় কল্পকথা ও অলৌকিক কল্পনার আধিক্য থাকায় এর মধ্যে ইতিহাসের প্রামাণ্য তথ্যসূত্র মেলেনা। |

No comments:
Post a Comment