Friday, December 22, 2023

CHILD DEVELOPMENT AND PEDAGOGY | Competitive Exam | SSC | Primary TET | CTET

CHILD DEVELOPMENT AND PEDAGOGY

Competitive Exam || SSC || ssc nic  Primary tet || Ctet Exam ||WBSSC, Primary tet || tet || tet preparation || NET || SET.


CHILD DEVELOPMENT AND PEDAGOGY | Competitive Exam | SSC | Primary TET | CTET

(toc) #title=( সূচিপত্র)


অভিজ্ঞ শিক্ষক কর্তৃক কুড়ি বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা প্রসূত sanskritshiksha.in  ওয়েবসাইটের নোটস গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ১০০% নম্বর পাওয়ার যোগ্য করে রচিত। বহু ছাত্র-ছাত্রী এই নোটস্ লিখে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য লাভ করেছ।

 

পাঠ্য সম্পর্কিত তথ্যঃ

পাঠ্যের নাম প্রতিযোগিতা মূলক পরীক্ষা প্রস্তুতি
বিষয় CHILD DEVELOPMENT AND PEDAGOGY
পরীক্ষার নাম
Ctet Exam, TET, TET Preparation , SSC nic, WBSSC, Primary TET, NET, SET etc.
প্রশ্নের ধরণ বহুবৈকল্পিক প্রশ্নোত্তর (MCQ)

প্রশ্নের মান প্রতিটি প্রশ্নের মান - ১


CHILD DEVELOPMENT AND PEDAGOGY

 

বংশগতির 'একক' কাকে বলা হয়?

 

(A) ক্রোমোজোম-কে।

 

(B) জিন-কে।

 

(C) নিষিক্ত কোশ-কে।

 

(D) জাইগোট-কে।

 

উত্তরঃ-

 

(B) জিন-কে।

 

 

পিয়াগেটের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি?

 

(A) সাতটি।

 

(B) ছয়টি।

 

(C) চারটি।

 

(D) দুটি।

 

উত্তরঃ-

 

(C) চারটি।

 

 

শিখন বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে-

 

(A) সর্বদা।

 

(B) মাঝে মাঝে।

 

(C) কখনো নয়।

 

(D) গণনার সময়।

 

উত্তরঃ-

 

(A) সর্বদা।

 

 

'স্কিমা' বলতে কি বোঝায়?

 

(A) বিভাজনের প্রক্রিয়া।

 

(B) শিখন কৌশল।

 

(C) দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার।

 

(D) প্রতিরক্ষামূলক কৌশল।

 

উত্তরঃ-

 

(C) দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার।

 

 

যদি একজন ছাত্র/ছাত্রী অদ্ভুত পোষাক পরে শ্রেণিকক্ষে আসে, আপনি কি করবেন?

 

(A) ছাত্র/ছাত্রীটিকে ক্লাস করতে বারণ করবেন।

 

(B) তাকে নিয়ে পরিহাস করবেন।

 

(C) তাকে বোঝাবেন/পরামর্শ দেবেন এরকম পোষাক পরে ক্লাসে না আসতে।

 

(D) তার দিকে কোন মনোযোগ দেবেন না।

 

উত্তরঃ-

 

(C) তাকে বোঝাবেন/পরামর্শ দেবেন এরকম পোষাক পরে ক্লাসে না আসতে।

 

 

শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার পদ্ধতি হল-

 

(A) শ্রেণিকক্ষে শিক্ষকের শৌখিন ও মূল্যবান পোষাক পরে আসা।

 

(B) ছাত্রদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী কর্মসূচী গ্রহণ।

 

(C) শৃঙ্খলাহীনতার কারণ ঘটলে, তা শক্ত হাতে দমন করা।

 

(D) উপরের কোনটিই নয়।

 

উত্তরঃ-

 

(B) ছাত্রদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী কর্মসূচী গ্রহণ।

 

 

নিম্নলিখিত 'বুদ্ধাঙ্কের' তালিকা থেকে 'শিখনযোগ্য' ছাত্রদের নির্বাচন করুন:

 

(A)  ০-৯০.

 

(B) ৩০-৫০.

 

(C) ৭০-৯০.

 

(D) ৪০-৮০.

 

উত্তরঃ-

 

(A)  ০-৯০.

 

 

চিন্তনের মূল উপাদান হল-

 

(A) প্রতীক।

 

(B) শব্দার্থবিদ্যা।

 

(C) মানুষ।

 

(D) শিশু।

 

উত্তরঃ-

 

(A) প্রতীক।

 

 

নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয়?

 

(A) দক্ষতা।

 

(B) জ্ঞান।

 

(C) পরিণমন।

 

(D) দৈহিক গঠন।

 

উত্তরঃ-

 

(C) পরিণমন।

 

 

উচ্চজাতের একজন শিক্ষক নিম্নবর্ণের ছাত্র-ছাত্রীদের ব্যাপারে খুবই বিরূপ মনোভাবাপন্ন; তাকে আপনি কি পরামর্শ দেবেন?

 

(A) সংকীর্ণ চিন্তাধারার জন্যে তাঁকে তিরস্কার করবেন ।

 

(B) তাঁর মানসিকতাই যথার্থ তাই বলবেন।

 

(C) সাংবিধানিক বিধিভঙ্গ হচ্ছে বলে তাঁকে ভয় দেখাবেন।

 

(D) তাঁকে বলবেন জাতীয়তাবোধ এবং যুগের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে।

 

উত্তরঃ-

 

(D) তাঁকে বলবেন জাতীয়তাবোধ এবং যুগের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে।

 

 

একটি ছাত্র/ছাত্রী যদি 'ইংরেজীতে' দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে ইংরেজী শিক্ষকের ভূমিকা কি হবে?

 

(A) শিক্ষক তার জন্য প্রশ্ন এবং উত্তর লিখে দেবেন।

 

(B) শিক্ষক চেষ্টা করবেন যাতে ছাত্র/ছাত্রীটির ঐ বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়।

 

(C) ছাত্র/ছাত্রীকে ঐ বিষয়টিকে গুরুত্ব দিতে না বলবেন।

 

(D) শিক্ষক বিশেষ যত্ন সহকারে ছাত্র/ছাত্রীকে 'ইংরেজী' বিষয়টিতে উন্নতি করতে সাহায্য করে।

 

উত্তরঃ-

 

(B) শিক্ষক চেষ্টা করবেন যাতে ছাত্র/ছাত্রীটির ঐ বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়।

 

 

একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-

 

(A) যে পাঠ্য বিষয়ে তিনি পড়ান তার উপর গভীর জ্ঞান থাকা।

 

(B) কঠোর শৃঙ্খলাপরায়ণতায় বিশ্বাসী।

 

(C) শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

 

(D) যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন।

 

উত্তরঃ-

 

(D) যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন।

 

 

একটি ছাত্রীর বিজ্ঞান বিষয়ে বিশেষ দক্ষতা এবং আগ্রহ আছে, কিন্তু তার পিতামাতা তাকে বিজ্ঞানের 'বদলে কলাবিদ্যা নিয়েই পড়তে বাধ্য করছেন। আপনি এ বিষয়ে কি পরামর্শ দেবেন?

 

(A) ছাত্রীটিকে তার পিতামাতার কথাই শুনতে বলবেন।

 

(B) তার প্রিয় বিষয়ে আরো বেশী গুরুত্ব দিতে বলবেন।

 

(C) পিতামাতার সঙ্গে কথা বলবেন এবং ছাত্রীটির বিশেষ দক্ষতা সম্পর্কে তাঁদের অবহিত করবেন।

 

(D) ছাত্রটিকে বৃত্তি (স্কলারশিপ) পাওয়ার জন্য চেষ্টা করতে বলবেন, যাতে সে তার আগ্রহের বিষয় নিয়ে পড়তে পারে।

 

উত্তরঃ-

 

(D) ছাত্রটিকে বৃত্তি (স্কলারশিপ) পাওয়ার জন্য চেষ্টা করতে বলবেন, যাতে সে তার আগ্রহের বিষয় নিয়ে পড়তে পারে।

 

 

একজন শিক্ষক ছাত্র/ছাত্রীদের সাথে কি রকম ব্যবহার করবেন?

 

(A) পিতার মত।

 

(B) বন্ধুর মত।

 

(C) সাধারণের মত।

 

(D) গুরুজনের মত।

 

উত্তরঃ-

 

(B) বন্ধুর মত।

 

 

শিশুর প্রথম শিক্ষক কে?

 

(A) প্রধান শিক্ষক।

 

(B) শ্রেণি শিক্ষক।

 

(C) 'মা'।

 

(D) গৃহ শিক্ষক।

 

উত্তরঃ-

 

(C) 'মা'।

 


আরো পড়ুন ..........

TET Preparation-CompetitiveExam



ছাত্রদের পারদর্শিতা মূল্যায়ানের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হল-

 

(A) সাপ্তাহিক পরীক্ষা দিতে।

 

(B) বাৎসরিক পরীক্ষা দিতে।

 

(C) সামগ্রিক মূল্য নির্ণয়-যা সারা বছর ধরেই চলতে থাকবে।

 

(D) প্রতি মাসে একবার করে পরীক্ষা দিতে।

 

উত্তরঃ-

 

(C) সামগ্রিক মূল্য নির্ণয়-যা সারা বছর ধরেই চলতে থাকবে।

 

সৃজনশীল শিশুর লক্ষণ হল তার-

 

(A) বৃদ্ধি।

 

(B) ভাল ব্যবহার।

 

(C) সৃজনশীলতা।

 

(D) উন্নত স্মৃতি।

 

উত্তরঃ-

 

(C) সৃজনশীলতা।

 

 

নিম্নলিখিত কোন বিষয়গুলি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন এবং সার্থকতার জন্য প্রয়োজনীয় নয়?

 

(A) প্রয়োজনীয় পরিকাঠামো।

 

(B) প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা।

 

(C) বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া।

 

(D) ঐ শিক্ষাব্যবস্থার কাজে অনুপ্রাণিত পরিচালকবৃন্দ ও শিক্ষক/শিক্ষিকাগণ।

 

উত্তরঃ-

 

(C) বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া।

 

 

শ্রেণিকক্ষের প্রশ্ন করার মাধ্যমে-

 

(A) বিষয় বস্তুকে প্রাঞ্জল করা হয়।

 

(B) নিষ্ক্রিয়তার সৃষ্টি করে।

 

(C) সময় নষ্ট করা হয়।

 

(D) বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়।

 

উত্তরঃ-

 

(A) বিষয় বস্তুকে প্রাঞ্জল করা হয়।

 

 

আপনি যে নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন, তা ছাত্র-ছাত্রীরা কি হবে? ভালভাবে বুঝতে পারছে না, এ অবস্থায় আপনার প্রতিক্রিয়া।

 

(A) ঐ পাঠ্যাংশটির আলোচনা বন্ধ করে দেবেন।

 

(B) ছাত্র-ছাত্রীদের বলবেন, যে করেই হোক ঐ পাঠটি শিখে নিতে।

 

(C) আপনার পড়ানোর পদ্ধতিটা বদলে নেবেন।

 

(D) বাড়ি থেকে করে আনার জন্য কিছু প্রশ্নাবলী দেবেন, এই আশা করে যে এগুলি সম্পন্ন করলে পাঠ্যাংশটি সম্বন্ধে ধারণা পরিষ্কার হবে।

 

উত্তরঃ-

 

(C) আপনার পড়ানোর পদ্ধতিটা বদলে নেবেন।

 

 

'শিক্ষণ-শিখন প্রক্রিয়া' সম্পন্ন হয় প্রধানত-

 

(A) শ্রেণিকক্ষে।

 

(B) বিদ্যালয়ে।

 

(C) সমাজে।

 

(D) গৃহে।

 

উত্তরঃ-

 

(A) শ্রেণিকক্ষে।

 

 

শিশুদের স্বভাব হল-

 

(A) অনুকরণ করা।

 

(B) গঠন করা।

 

(C) কল্পনা করা।

 

(D) ধ্বংস করা/ভেঙ্গে ফেলা।

 

উত্তরঃ-

 

(A) অনুকরণ করা।

 

 

একজন শিক্ষক কিভাবে ছাত্র/ছাত্রীদের 'মনোযোগ' আকর্ষণ করতে পারেন?

 

(A) নিজেই ছাত্র/ছাত্রীদের সতর্ক করবেন।

 

(B) প্রধান শিক্ষক/প্রিন্সিপালের দ্বারা সতর্ক করবেন।

 

(C) ছাত্র/ছাত্রীদের পর্যবেক্ষণের মাধ্যমে।

 

(D) শিখন পদ্ধতি ছাত্র/ছাত্রীদের আগ্রহ অনুযায়ী করে।

 

উত্তরঃ-

 

(D) শিখন পদ্ধতি ছাত্র/ছাত্রীদের আগ্রহ অনুযায়ী করে।

 

 

আপনার ক্লাসের একটি ছাত্র/ছাত্রী, ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে। এ ক্ষেত্রে আপনি কি করবেন?

 

(A) ছাত্র/ছাত্রীকে আরো পরিশ্রম করতে বলবেন, যাতে বিষয়টি অধিগত হয়।

 

(B) ছাত্র/ছাত্রীটির অসুবিধা কোথায়, তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভীক্ষা প্রয়োগ করবেন।

 

(C) ঐ বিষয়ের সমস্যা দূর করার জন্য বিশেষ ক্লাস (Remedial class) নেবেন এই সমস্যার প্রতিকারার্থে।

 

(D) পিতামাতার সঙ্গে কথা বলবেন।

 

উত্তরঃ-

 

(B) ছাত্র/ছাত্রীটির অসুবিধা কোথায়, তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভীক্ষা প্রয়োগ করবেন।

 

 

একদল ছাত্রদের দেখা গেল একটি ছাত্রকে তারা নিগ্রহ করছে। এই ঘটনা দেখে আপনার প্রতিক্রিয়া কি হবে?

 

(A) যে সকল ছাত্ররা এই অন্যায় করছিল, তাদের শাস্তি দেবেন।

 

(B) তাদের পিতামাতাকে খবর দেবেন।

 

(C) প্রত্যেক দোষী ছাত্রদের আলাদা করে পরামর্শ দেবেন।

 

(D) তাদের সকলকে সতর্ক করে দেবেন।

 

উত্তরঃ-

 

(C) প্রত্যেক দোষী ছাত্রদের আলাদা করে পরামর্শ দেবেন।

 

 

একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আগ্রহ দেখাল। এক্ষেত্রে আপনি কিভাবে বিষয়টি সমাধান করবেন?

 

(A) তাকে ঐদিন উপস্থিত থাকতে বিরত করবেন।

 

(B) তাকে প্রতিযোগিতার ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন।

 

(C) তাকে ক্রীড়ায় উৎসাহদানকারী দলের সদস্য করে দেবেন।

 

(D) তাকে এমন একটি দায়িত্ব দেবেন, যাতে ক্রীড়া প্রাঙ্গণে তার যুক্ত থাকার প্রয়োজন না হয়।

 

উত্তরঃ-

 

(B) তাকে প্রতিযোগিতার ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন।

 

 

প্রাক্‌-কৈশোর কালের ছেলেমেয়েদের মধ্যে যৌনমূলক বিকাশের সঙ্গে মানিয়ে চলার জন্য একটি উপায় হল-

 

(A) তার দুশ্চিন্তা, দ্বন্দ্ব এগুলি থেকে মুক্তি পেতে প্রবৃত্তিগুলিকে অন্য উন্নত কাজে লাগানো।

 

(B) নিজের প্রণোদনা নানান বৈশিষ্ট্য অন্যের ওপর প্রয়োগ করে অবচেতনভাবে, যেমন: তার মধ্যে যদি হীনমন্যতা থাকে বা সন্দেহবাতিক থাকে তাহলে সেগুলি যে ব্যক্তির ওপর করে, এবং ভাবে অপর ব্যক্তির ঐ বৈশিষ্ট্য আছে।

 

(C) নতুন কার্যপ্রণালী গ্রহণ করে, নিজস্ব জন্মগত ত্রুটি থেকে নিজেকে অন্য ভাবে পরিচালনা।

 

(D) যুক্তি সহকারে ব্যাখ্যা করা, যা নিজেকে নিয়ন্ত্রণ করে।

 

উত্তরঃ-

 

(A) তার দুশ্চিন্তা, দ্বন্দ্ব এগুলি থেকে মুক্তি পেতে প্রবৃত্তিগুলিকে অন্য উন্নত কাজে লাগানো।

 

 

শিক্ষাক্ষেত্রে একজন অনগ্রসর ছাত্রকে সাহায্যে জন্য কোন পদ্ধতির প্রয়োগ করবেন?

 

(A) তাকে কি সেই ক্লাসেই আরেকবার পড়তে বলবেন।

 

(B) তাকে কি এক ক্লাস নীচে ভর্তি হয়ে একবছর পড়তে বলবেন।

 

(C) পরীক্ষায় তার দেওয়া উত্তরগুলিতে অধিক নম্বর দেবেন।

 

(D) তার জন্য বিদ্যালয়েই বিশেষ শিক্ষণ দেওয়ার আয়োজন করবেন।

 

উত্তরঃ-

 

(B) তাকে কি এক ক্লাস নীচে ভর্তি হয়ে একবছর পড়তে বলবেন।

 

 

RTE বলতে বোঝায়-

 

(A) শিক্ষার অধিকার।

 

(B) প্রকৃত শিক্ষার অধিকার।

 

(C) সঠিক সময়ে শিক্ষার অধিকার।

 

(D) বিরল প্রকৃতির শিক্ষার অধিকার।

 

উত্তরঃ-

 

(A) শিক্ষার অধিকার।

 

 

শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রী যদি কোন প্রশ্নের ভুল উত্তর দেয়, শিক্ষকের তখন কি করা উচিত?

 

(A) তাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন।

 

(B) অন্য একজনকে প্রশ্নটি করবেন।

 

(C) উত্তর না দিতে পারার জন্য বকবেন।

 

(D) উত্তরটি কেন ভুল, সেটিই ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন।

 

উত্তরঃ-

 

(D) উত্তরটি কেন ভুল, সেটিই ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন।

 


বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর : পাঠ্যের নাম - প্রতিযোগিতা মূলক পরীক্ষা প্রস্তুতি, বিষয় - সাধারণ জ্ঞান, পরীক্ষার নাম - Ctet Exam, TET, TET Preparation, SSC nic, WBSSC, Primary TET, NET, SET etc. প্রশ্নের ধরণ - বহুবৈকল্পিক(MCQ), প্রশ্নের মান - প্রতিটি প্রশ্নের মান - ১. এই প্রশ্নোত্তর গুলি ১০০% কমন আসার যোগ্য

Various Competitive Exam Questions and Answers : Text Name - Competitive Exam Preparation, Subject - General Knowledge, Exam Name - Ctet Exam, TET, TET Preparation, SSC nic, WBSSC, Primary TET, NET, SET etc. Question Type – Multiple Choice(MCQ), Question Value – Each question is worth 1. These questions and answers are 100% common

 


sanskritshiksha.in  ওয়েবসাইটের প্রশ্ন ও উত্তর গুলির বৈশিষ্ট্যঃ

ক্রমিক সংখ্যা

প্রশ্ন ও উত্তর গুলির বৈশিষ্ট্য

১। সহজ সরল ভাষায় লেখা।
২। নোটসের মধ্যে অযথা পাণ্ডিত্য প্রকাশ করা হয়নি।
৩। ভাষা ও শব্দের পরিমিত প্রয়োগ করা হয়েছে।
৪। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় যে ভাবে আসে ঠিক সেই ভাবেই এখানে উপস্থাপন করা হয়েছে।
৫। উত্তর গুলি To The Point করা হয়েছে।
৬। প্রশ্ন ও উত্তর গুলি বিন্যাসের ক্ষেত্রে পরীক্ষায় কমন আসার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
৭। বহু ছাত্র-ছাত্রী এই নোটস্ লিখে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য লাভ করেছ।




No comments:

Post a Comment