Sunday, December 10, 2023

Class 12 Sanskrit Syllabus and Marks Distribution

H.S Sanskrit Questions Answer

Class 12 Sanskrit Syllabus

HS Sanskrit Marks Distribution

WBCHSE Class XII Sanskrit Syllabus

WB Class 12th Sanskrit Syllabus


(toc) #title=( সূচিপত্র)

 

পোস্ট সম্পর্কিত তথ্যঃ

পোস্টের নাম উচ্চমাধ্যমিক সংস্কৃত সিলেবাস ও নম্বর বিভাজন
Class 12 Sanskrit Syllabus and Marks Distribution 
শ্রেণী দ্বাদশ শ্রেণী
শিক্ষা সংসদ (বোর্ড) WBCHSE
পোস্টের বিষয় H.S Sanskrit Questions Answer
Class 12 Sanskrit Syllabus
HS Sanskrit Marks Distribution
দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্নোত্তর
ক্লাস টুয়েলভ সংস্কৃত সিলেবাস
উচ্চমাধ্যমিক সংস্কৃত নম্বর বিভাজন
মোট নম্বর ১০০


Class 12 Sanskrit Syllabus and Marks Distribution

'sanskritshiksha.in' এই ওয়েবসাইটটির উচ্চমাধ্যমিক সংস্কৃত সিলেবাস ও নম্বর বিভাজন|Class 12 Sanskrit Syllabus and Marks Distributionশীর্ষক পোস্টে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আর্যাবর্তবর্ণনম্ (নলচম্পুঃ প্রথমোচ্ছ্বাসঃ), বনগতাগুহা, শ্রীগঙ্গাস্তোত্রম্ (শ্লোক ১ ১০), শ্রীমদ্ভগবদ্গীতা- কর্মযোগঃ (তৃতীয় অধ্যায়), বাসন্তিকস্বপ্নম্ প্রথমঃ অঙ্কঃ (নির্বাচিত অংশ), সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ভাবসম্প্রসারণ, সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত ভাষাবিজ্ঞান বা সংস্কৃত ভাষাতত্ত্ব, সংস্কৃত ভাষায় অনুবাদ, সংস্কৃতে অনুচ্ছেদ রচনা প্রভৃতি সন্নিবেশিত হয়েছে। একইসঙ্গে সংযোজিত হয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাস এর স্বপ্নবাসবদত্তম, শূদ্রক এর মৃচ্ছকটিকম্, কালিদাস এর অভিজ্ঞানশকুন্তলম্মেঘদূতম, জয়দেব এর গীতগোবিন্দম্, আর্যভট্ট, বরাহমিহির, জ্যোতির্বিদ্যা, গণিত, চরকসুশ্রুত প্রভৃতি বিষয়ক নোটস। সংস্কৃত ব্যাকরণে কারক বিভক্তি নির্ণয়ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়, শব্দযুগলের পার্থক্য নির্ণয়, এককথায় প্রকাশ, তদ্ধিত প্রত্যয়, সনস্ত ধাতু; যঙন্ত ধাতু; নিজস্ত ধাতু; নামধাতু; স্ত্রী প্রত্যয় প্রকরণ ইত্যাদি আলোচিত হয়েছে।

'sanskritshiksha.in' এই ওয়েবসাইটটির উচ্চমাধ্যমিক সংস্কৃত সিলেবাস ও নম্বর বিভাজন|Class 12 Sanskrit Syllabus and Marks Distribution”  শীর্ষক পোস্টের বিন্যাসসজ্জা এবং বিষয়-ভাবনার ক্ষেত্রে, যুক্তিতে, তথ্যে, উপস্থাপন ভঙ্গিতে গভীর মনোযোগ দেওয়া হয়েছে, ফলে ওয়েবসাইটটি যুগপৎ সংস্কৃত শিক্ষা ও বেশি নম্বর পাওয়ার সোপান হয়ে উঠেছে বলে আমাদের বিশ্বাস। এখানে পাঠ্যক্রম অনুসারে ব্যাকরণ আলোচনা যেমন রয়েছে, তেমনই ব্যাকরণ বিষয়ে অতিরিক্ত কিছু আলোচনা করাও হয়েছে, যা অগ্রণী ছাত্রছাত্রী ও সংস্কৃতপ্রেমীদের কাছে সংস্কৃত ভাষা শিক্ষার জন্য অপরিহার্য।


পোস্টে উল্লেখিত নোটস্‌ গুলির বৈশিষ্ট্যঃ

ক্রমিক সংখ্যা

নোটস্‌ গুলির বৈশিষ্ট্য

১। সহজ সরল ভাষায় লেখা।
২। নোটসের মধ্যে অযথা পাণ্ডিত্য প্রকাশ করা হয়নি।
৩। ভাষা ও শব্দের পরিমিত প্রয়োগ করা হয়েছে।
৪। যেখানে প্রয়োজন কেবলমাত্র সেখানেই যথাযথ উদ্ধৃতি দেওয়া হয়েছে।
৫। উত্তর গুলির আকার অযথা বড় বা ছোট করা হয়নি।
৬। উত্তর গুলি পরীক্ষকদের রুচিসম্মত ভাবে ছোট ছোট পয়েন্ট করে লেখা হয়েছে।
৭। পরীক্ষায় যথাযথ ভাবে উত্তর গুলি লিখলে ৯০% থেকে ১০০% নম্বর অবশ্যই পাবে।



সংস্কৃত শিক্ষক কর্তৃক কুড়ি বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা প্রসূত 'sanskritshiksha.in' ওয়েবসাইটের নোটস গুলি সংস্কৃত বিষয়ের ছাত্র-ছাত্রীদের ১০০% নম্বর পাওয়ার যোগ্য করে রচিত। Class 12 এর বহু ছাত্র-ছাত্রী এই নোটস্ লিখে পরীক্ষায় ৯০% থেকে ১০০% নম্বর পেয়েছে।


WBCHSE Class 12 Sanskrit Syllabus

SANSKRIT : CLASS XII

1. PROSE: গদ্য

(i) আর্যাবর্তবর্ণনম্ (নলচম্পুঃ প্রথমোচ্ছ্বাসঃ) - রচয়িতা কবি ত্রিবিক্রমভট্ট


আর্যাবর্তবর্ণনম্ এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন


(ii) বনগতাগুহা - রচয়িতা কবি শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক


বনগতা গুহা এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

2. VERSE: পদ্য

(i) শ্রীগঙ্গাস্তোত্রম্ (শ্লোক ১ ১০) - রচয়িতা শ্রীশঙ্করাচার্য


শ্রীগঙ্গাস্তোত্রম্ এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন


(ii) শ্রীমদ্ভগবদ্গীতা - কর্মযোগঃ (তৃতীয় অধ্যায়) - রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব


শ্রীমদ্ভগবদ্গীতা - কর্মযোগঃ এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

3. DRAMA: নাটক

(i) বাসন্তিকস্বপ্নম্ প্রথমঃ অঙ্কঃ (নির্বাচিত অংশ) - রচয়িতা কবি শ্রীকৃষ্ণমাচার্য


বাসন্তিকস্বপ্নম্ প্রথমঃ অঙ্কঃ এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

4. HISTORY OF SANSKRITLITERATURE: সংস্কৃত সাহিত্যের ইতিহাস

(ভাস-স্বপ্নবাসবদত্তম, শূদ্রক-মৃচ্ছকটিকম্, কালিদাস-অভিজ্ঞানশকুন্তলম্, কালিদাস-মেঘদূতম, জয়দেব-গীতগোবিন্দম্, আর্যভট্ট, বরাহমিহির, জ্যোতির্বিদ্যা, গণিত, চরকসুশ্রুত)


সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

5. AMPLIFICATION FROM PROSE AND VERSE: ভাবসম্প্রসারণ


ভাবসম্প্রসারণ এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

6. SANSKRIT GRAMMAR: সংস্কৃত ব্যাকরণ

(i) কারক বিভক্তি


কারক বিভক্তি এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন


(ii) ব্যাসবাক্য সহ সমাস


ব্যাসবাক্য সহ সমাস এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন


(iii) শব্দযুগলের পার্থক্য নির্ণয়


শব্দযুগলের পার্থক্য নির্ণয় এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন


(iv) এককথায় প্রকাশ


এককথায় প্রকাশ এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন


(v) তদ্ধিত প্রত্যয়


তদ্ধিত প্রত্যয় এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন


(vi) সনস্ত ধাতু; যঙন্ত ধাতু; নিজস্ত ধাতু; নামধাতু; স্ত্রী প্রত্যয় প্রকরণ


সনস্ত ধাতু; যঙন্ত ধাতু; নিজস্ত ধাতু; নামধাতু; স্ত্রী প্রত্যয় প্রকরণ এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

7. SANSKRIT LINGUISTICS: সংস্কৃত ভাষাবিজ্ঞান বা সংস্কৃত ভাষাতত্ত্ব

(1) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয়, এর দুটি প্রধান শ্রেণিবিভাগ এবং তার ১০টি উপশ্রেণির নাম

(ii) ভারতীয় আর্যভাষার স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা


সংস্কৃত ভাষাবিজ্ঞান বা সংস্কৃত ভাষাতত্ত্ব এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

8. TRANSLATION FROM BENGALI OR ENGLISH OR HINDI INTO SANSKRIT: সংস্কৃত ভাষায় অনুবাদ

বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ পঞ্চতন্ত্র হিতোপদেশ থেকে


সংস্কৃত ভাষায় অনুবাদ এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

9. SHORT PARAGRAPH WRITING: সংস্কৃতে অনুচ্ছেদ রচনা


সংস্কৃতে অনুচ্ছেদ রচনা এর সমস্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন

 

 

 

HS SANSKRIT MARKS DISTRIBUTION উচ্চমাধ্যমিক সংস্কৃত বিষয়ের নম্বর বিভাজন
West Bengal Class 12th Sanskrit Marks Distribution পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত নম্বর বিভাজন
WBCHSE Class 12 Sanskrit Marks Distribution
West Bengal Council of Higher Secondary Education Class XII Sanskrit Marks Distribution


MARKS DISTRIBUTION : নম্বর বিভাজন

আর্যাবর্তবর্ণনম্ (নলচম্পুঃ প্রথমোচ্ছ্বাসঃ) ও বনগতাগুহা থেকে মোটঃ- 12 নম্বর

MCQ (1 Mark) - 1×4=4

Short Questions Answer - 1×3=3

Descriptive Questions Answer - 5×1=5

 

শ্রীগঙ্গাস্তোত্রম্ ও শ্রীমদ্ভগবদ্গীতা – কর্মযোগঃ থেকে মোটঃ- 12 নম্বর

MCQ (1 Mark) - 1×4=4

Short Questions Answer - 1×3=3

Descriptive Questions Answer - 5×1=5

 

বাসন্তিকস্বপ্নম্ প্রথমঃ অঙ্কঃ (নির্বাচিত অংশ) থেকে মোটঃ- 12 নম্বর

MCQ (1 Mark) - 1×4=4

Short Questions Answer - 1×3=3

Descriptive Questions Answer - 5×1=5

 

আর্যাবর্তবর্ণনম্ (নলচম্পুঃ প্রথমোচ্ছ্বাসঃ); বনগতাগুহা; শ্রীগঙ্গাস্তোত্রম্ এবং শ্রীমদ্ভগবদ্গীতা – কর্মযোগঃ থেকে ভাবসম্প্রসারণ এর জন্য মোটঃ- 4 নম্বর

Descriptive Questions Answer - 4×1=4       

 

সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে মোটঃ- 10 নম্বর

MCQ (1 Mark) - 1×3=3

Short Questions Answer - 1×2=2

Descriptive Questions Answer - 5×1=5

 

সংস্কৃত ব্যাকরণ এর জন্য মোটঃ- 15 নম্বর

(i) কারক বিভক্তি - 1×3=3

(ii) ব্যাসবাক্য সহ সমাস - 2×2=4

(iii) শব্দযুগলের পার্থক্য নির্ণয় - 1×2=2

(iv) এককথায় প্রকাশ - 1×3=3

(v) পরিনিষ্ঠিত রূপ - 1×3=3

 

সংস্কৃত ভাষাবিজ্ঞান থেকে মোটঃ- 5 নম্বর

Descriptive Questions Answer - 5×1=5       

 

বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ এর জন্য মোটঃ- 5 নম্বর

বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ - 5×1=5

 

সংস্কৃত অনুচ্ছেদ রচনা এর জন্য মোটঃ- 5 নম্বর

সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা - 5×1=5

 

মোট – 80 নম্বরের লিখিত পরীক্ষা

 

এছাড়াও প্রকল্প রচনা - 20 নম্বর

প্রকল্প রচনা

সর্বমোট – 100 নম্বরের সংস্কৃত পরীক্ষা

 

 

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা-সংসদের পাঠক্রম অনুসারে দ্বাদশ শ্রেণির জন্য 'sanskritshiksha.in' এই ওয়েবসাইটটি প্রকাশ করা হয়েছে। 'sanskritshiksha.in' এই ওয়েবসাইটটি বিভিন্ন ক্ষেত্রেই অভিনবত্ব দাবি করতে পারে। সংস্কৃতশিক্ষা ওয়েবসাইটটিতে যেমন অনেক নতুন বিষয় স্থান পেয়েছে তেমনি ওয়েবসাইটটির বিন্যাসটিও হয়েছে নতুন ধরনের। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, অর্থাৎ মাধ্যমিক, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চমাধ্যমিক এর প্রায় অধিকাংশ বিষয়ের ক্লাস নোট এখানে দেওয়া হয়েছে। 'sanskritshiksha.in' ওয়েবসাইটটিতে সংস্কৃত, ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞান প্রভৃতি বিষয় অধ্যায় ভিত্তিক নোট দেওয়া হয়েছে। এছাড়াও B.A এবং M.A ক্লাসের বিভিন্ন বিষয়ের নোটসও ক্রমেই দেওয়া হচ্ছে।


সরকারি চাকরির পরীক্ষা যেমন Ctet, SSC NIC, WBTET, WBSSC, NET, SET, রেল, ব্যাংক, পোস্ট অফিস প্রভৃতি নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে।


'sanskritshiksha.in' এই ওয়েবসাইটটি যদি ছাত্রছাত্রীদের প্রয়োজন মেটাতে সমর্থ হয় তবে আমাদের পরিশ্রমকে সার্থক বলে মনে করব। ওয়েবসাইটটির সংশোধন, পরিমার্জন ও মানোন্নয়নে সকলের গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণ করব।

1 comment:

  1. Sanskritshiksha.in ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ এবং সাহায্যকারী।

    ReplyDelete